চাঁদপুর কচুয়া উপজেলার বুরগী গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাফি হোসেন (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুলাই) বিকালে ভবনের জানালার কাজ করার সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে শক লেগে তার মৃত্যু হয়।
আরও পড়ুন: বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্টে মাদরাসা ছাত্রের মৃত্যু
রাফি হোসেন উপজেলার খাজুরিয়া লক্ষীপুর গ্রামের এমরান হোসেনের ছেলে। এছাড়া রাফি রহিমানগর বাজারের একটি ওয়ার্কশপে কাজ করতেন।
স্থানীয়রা জানান, ওয়ার্কশপ মালিকের নির্দেশে রাফি উকিল বাড়ির পারভেজ হোসেন নামে এক ব্যক্তির বাড়িতে থাই জানালার কাজ করতে যান। এসময় ভবনের ছাদের ওপরে কাজ করতে গিয়ে অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে তিনি ছিটকে পড়ে যান। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে যায়।
কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. অনিতা দেবনাথ বলেন, হাসপতালে নিয়ে আসার আগেই রাফির মৃত্যু হয়।
কচুয়া থানার উপপরিদর্শক (এসআই) মোরশেদ মিয়া বলেন, এ ব্যাপারে অভিযোগ না থাকায় কোনো মামলা হয়নি।
আরও পড়ুন: কুড়িগ্রামে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে বাবা-ছেলেসহ নিহত ৩