ছাত্রলীগ কর্মী
চট্টগ্রামে অস্ত্রধারী সেই ছাত্রলীগ কর্মীকে খুঁজছে পুলিশ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন চলাকালে চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-পাহাড়তলী) আসনের ভোটকেন্দ্রের বাইরে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ চলাকালে একজনকে প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে ধাওয়া করতে দেখা যায়।
রবিবার (৭ জানুয়ারি) দুপুরে খুলশীর পাহাড়তলী বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রের বাইরে এ ঘটনায় দুজন গুলিবিদ্ধ হয়েছেন। অস্ত্র (বিদেশি পিস্তল) হাতে সেই যুবকের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন: চট্টগ্রামে বাসে আগুন, প্রতিবাদে ছাত্রলীগের বিক্ষোভ
পুলিশ সেই যুবকের পরিচয় নিশ্চিত করেছে। পুলিশ জানায় তার নাম শামীম আজাদ ওরফে ব্লেড শামীম। তিনি ‘ছাত্রলীগ নিয়ন্ত্রিত’ নামে পরিচিত এমইএস কলেজের ছাত্র এবং ছাত্রলীগের সঙ্গে জড়িত।
প্রত্যক্ষদর্শীরা জানান, পাহাড়তলী বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রের বাইরে স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র মনজুর আলম ও নৌকার প্রার্থী মহিউদ্দিন বাচ্চুর সমর্থকদের মধ্যে সংঘাতের একপর্যায়ে শামীম আজাদ ওরফে ব্লেক শামীম প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে গুলি ছুড়েন। তিনি স্থানীয় কাউন্সিলর ওয়াসিম উদ্দিন চৌধুরীর কর্মী।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় স্বতন্ত্র প্রার্থীর কার্যালয়ে ছাত্রলীগের হামলার অভিযোগ
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেয়ামত উল্লাহ জানান, কেন্দ্রের বাইরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সমর্থকদের মধ্যে। তাদের গোলাগুলিতে দুজন আহত হয়েছে। পুলিশ মোতায়েন করা আছে। এখন পরিস্থিতি স্বাভাবিক। অস্ত্র নিয়ে প্রকাশ্যে সংঘর্ষে লিপ্ত যুবকের বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে। তাকে পুলিশ গ্রেপ্তার করবে।
ওয়ার্ড কাউন্সিলর ওয়াসিম উদ্দিন চৌধুরী বলেন, আমার অনুসারী তো অনেকই আছে। শামীম আজাদ আমার অনুসারী সেটি তো মানুষ বলবেই। গুলির করার বিষয়ে আমি জানি না।
আরও পড়ুন: ঢাবি ছাত্রলীগের হামলায় ছাত্র ইউনিয়নের ৪ নেতা-কর্মী আহত
১১ মাস আগে
পিরোজপুরে ছাত্রলীগ কর্মী হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন
পিরোজপুরে ছাত্রলীগ কর্মী তানভীর আহসান সাকিব হত্যা মামলায় অভিযুক্ত চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে আসামিদের উপস্থিতিতে পিরোজপুরে জেলা ও দায়রা জজ মো. মহিদুজ্জামান এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের খলিল মোল্লার ছেলে দুলাল মোল্লা (৪০), একই এলাকার ওহাব আলী শেখের ছেলে সাইদুল ইসলাম ওরফে সায়েদ শেখ (৩৩), শহিদুল ইসলাম ওরফে শহিদ শেখ (৩৬) এবং আলম শেখের ছেলে বেল্লাল শেখ (৩০)।
নিহত তানভীর আহসান সাকিব (১৭) পিরোজপুর সদর উপজেলার কদমতলা গ্রামের মৃত আলতাফ হোসেন হাওলাদারের ছেলে।
আরও পড়ুন: নাটোরে শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড
মামলার আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আহসানুল কবীর বাদল।
মামলার বাদীপক্ষের আইনজীবী ও পিপি অ্যাডভোকেট ফারুক সরদার জানান, ২০১৭ সালের ৬ মে পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের একপাই জজুভোলা এলাকায় ছাত্রলীগ কর্মী তানভীর আহসান সাকিবের ওপর হামলা চালায় প্রতিপক্ষ। এ সময় সে গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনার পরের দিন ৭ মে চিকিৎসাধীন অবস্থায় সাবিক মারা যায়।
এ ঘটনায় নিহত সাকিবের মা দেলোয়ারা বেগম বাদী হয়ে পিরোজপুর সদর থানায় আসামিদের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করেন।
পরে মামলার তদন্তকারী কর্মকতা উপপরিদর্শক (এসআই) মো. সেলিম ২০১৯ সালের ১০ ফেব্রুয়ারি ছয়জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন।
আদালত ২৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আসামিদের উপস্থিতিতে আদালতের বিচারক যাবজ্জীবন কারাদণ্ড এবং অপর দুই আসামি আনিস শেখ ও হাফিজুল শেখকে খালাস দেন।
আরও পড়ুন: দিনাজপুরে ২৬ বছর পর হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন
ঝিনাইদহে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন
১ বছর আগে
সিলেটে ছুরিকাঘাতে ছাত্রলীগ কর্মী খুন
সিলেটের বিশ্বনাথে পূর্ব বিরোধের জেরে ছুরিকাঘাতে এক ছাত্রলীগ কর্মী খুন হয়েছেন। শুক্রবার দিবাগত রাতে উপজেলার অলংকারী ইউনিয়নের টেংরা গ্রামে এ ঘটনা ঘটে।নিহত আব্দুল বাছিত (২৫) উপজেলার টেংরা গ্রামের মৃত আফতাব মিয়ার ছেলে। তিনি বিশ্বনাথ সরকারি কলেজের ছাত্রলীগের কর্মী।বিষয়টি নিশ্চিত করে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী আতাউর রহমান বলেন, বাড়ির পাশে একটি কাঁচা রাস্তা নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলছিল তাদের। ওই রাস্তায় গাড়ি চলাচল স্থানীয়ভাবে বন্ধ রাখা হয়েছিল। শুক্রবার দিবাগত রাতে সুমন নামে একজন পিকআপে করে লাকড়ি নিয়ে ওই রাস্তা দিয়ে আসলে বাছিত তাকে নিষেধ করে গাড়ি নিয়ে না আসার জন্য। এনিয়ে তর্কাতর্কি শুরু হয় দুজনের মধ্যে। এক পর্যায়ে সুমন বাছিতকে ছুরিকাঘাত করে।আহত অবস্থায় বাছিতকে উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে নেয়ার পথে মারা যায় সে।
তিনি আরও বলেন, লাশ ময়না তদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে রাখা হয়েছে।মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রামে ছুরিকাঘাতে কিশোর নিহত
কক্সবাজারের উখিয়া ক্যাম্পে ছুরিকাঘাতে রোহিঙ্গা যুবক নিহত
২ বছর আগে
ছাত্রলীগ কর্মী হত্যা: ৬ জনের যাবজ্জীবন, ১৪ জন খালাস
চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকার ছাত্রলীগ কর্মী মো. নূরুল আলম রাজু হত্যা মামলায় ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। রায়ে আদালত ১৪ জনকে খালাস দিয়েছেন।
মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এ কে এম মোজাম্মেল হক এ রায় ঘোষণা করেন।
দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি আইয়ুব খান জানান, এ মামলায় ২২ জন আসামি ছিলেন। এর মধ্যে ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। দুই আসামি শিশু হওয়ায় তাদের বিচার অন্য আদালতে চলছে।
যাবজ্জীবন কারাদণ্ড দেয়া ছয় আসামির মধ্যে রায় ঘোষণার সময় ইমন ও দিপু আদালতে উপস্থিত ছিলেন। বাকি চারজন পলাতক রয়েছেন। তবে রায়ে অসন্তুষ্ট প্রকাশ করে।
আরও পড়ুন: চট্টগ্রামে একজনকে পিটিয়ে হত্যা, আটক ১
আসামিপক্ষের আইনজীবী কামরুল ইসলাম সাজ্জাদ বলেন, বিনা অপরাধে আসামিদের সাজা দেয়া হয়েছে। উচ্চ আদালতে আপিলের কথা জানান তিনি।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ২৩ নভেম্বর পাঁচলাইশ থানাধীন বিবিরহাট এলাকার নিজ বাসা থেকে ডেকে নিয়ে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয় রাজুকে। এ ঘটনায় নিহতের ভাই মো. কুতুবুল আলম বাদী হয়ে পাঁচলাইশ থানায় ছয়জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত নামা ১০ থেকে ১২ জনকে আসামি করে মামলা করেন। পরে তদন্ত শেষে পুলিশ ২২ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয়।
আরও পড়ুন: চট্টগ্রামে অপহরণ করে মুক্তিপণ, ৬ পুলিশের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ
চট্টগ্রামে মাদরাসা পরিচালনার দ্বন্দ্বে প্রবাসীকে কুপিয়ে হত্যা
২ বছর আগে
সিলেটে কলেজে ঢুকে শিক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যা
সিলেটের দক্ষিণ সুরমা কলেজ ক্যাম্পাসের ভেতরে মো. আরিফুল ইসলাম রাহাত (১৮) নামে এক শিক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।বৃহস্পতিবার (২১ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে দক্ষিণ সুরমার চন্ডিপুল এলাকাস্থ দক্ষিণ সুরমা কলেজের অভ্যন্তরে আরেক শিক্ষার্থীর ছুরিকাঘাতে নিহত হন রাহাত।নিহত রাহাত দক্ষিণ সুরমা কলেজের বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। সে দক্ষিণ সুরমা উপজেলার পুরাতন তেতলি এলাকার সুরমান আলীর ছেলে।
আরও পড়ুন: রাজধানীতে ছুরিকাঘাতে যুবক খুনঘটনার বর্ণনা দিয়ে নিহত রাহাতের চাচাতো ভাই রাফি সাংবাদিকদের বলেন, রাহাত প্রাইভেট পড়তে যাচ্ছিল। আমিও তখন তার মোটরসাইকেলে ছিলাম। যাবার আগে এক বন্ধুর সাথে দেখা করতে কলেজের ভেতর যায়। কলেজ থেকে বের হয়ে মূল গেটের সামনে আসা মাত্র দক্ষিণ সুরমা কলেজ ছাত্রলীগ কর্মী সাদি পেছন থেকে অপর মোটরসাইকেলে করে এসে রাহাতকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালকুদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং কী কারণে এ ঘটনা ঘটেছে তা বের করার চেষ্টা করছে। তবে এ পর্যন্ত কাউকে আটক করা হয়নি।
আরও পড়ুন: সুপারি চুরির ঘটনায় লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে অটোরিকশা চালক খুন
৩ বছর আগে
চট্টগ্রামে ছাত্রলীগ কর্মী খুনের ঘটনায় আটক ৬
চট্টগ্রাম মহানগরীর বায়োজিদ থানার আরেফিন নগরে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে ছাত্রলীগ কর্মী খুনের ঘটনায় ছয়জনকে আটক করেছে পুলিশ।
৩ বছর আগে
এমসি কলেজে ধর্ষণ: ৮ আসামির বিচার শুরুর আদেশ
সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ছাত্রলীগ কর্মী সাইফুর রহমানসহ আট আসামির বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত। একই সাথে অভিযোগ গঠন করে সাক্ষ্যগ্রহণের জন্য ২৪ জানুয়ারি দিন ঠিক করে দেন।
৩ বছর আগে
চট্টগ্রামে ছুরিকাঘাতে আহত ছাত্রলীগ কর্মীর মৃত্যু
চট্টগ্রামে মাদকের বিরুদ্ধে পোস্টারিং করায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত ছাত্রলীগ কর্মী শুক্রবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে মারা গেছে।
৩ বছর আগে
সিলেটে কিশোরী ‘ধর্ষণ’, ছাত্রলীগকর্মী নিজুর ডিএনএ নমুনা সংগ্রহ
সিলেটে নগরীর দাড়িয়াপাড়ায় এক কিশোরীকে (১৪) ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হওয়া আসামি রাকিবুল হোসেন নিজুর ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে।
৪ বছর আগে
শিক্ষার্থীদের জন্য পাঁচ দফা দাবিতে জবির ৪ ছাত্রলীগ কর্মীর অনশন
করোনা মহামারির সংকটাপূর্ণ মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাসাভাড়া, শিক্ষাবৃত্তিসহ পাঁচ দফা দাবিতে অনশন শুরু করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) চার ছাত্রলীগ কর্মী।
৪ বছর আগে