পিরোজপুরে ছাত্রলীগ কর্মী তানভীর আহসান সাকিব হত্যা মামলায় অভিযুক্ত চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে আসামিদের উপস্থিতিতে পিরোজপুরে জেলা ও দায়রা জজ মো. মহিদুজ্জামান এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের খলিল মোল্লার ছেলে দুলাল মোল্লা (৪০), একই এলাকার ওহাব আলী শেখের ছেলে সাইদুল ইসলাম ওরফে সায়েদ শেখ (৩৩), শহিদুল ইসলাম ওরফে শহিদ শেখ (৩৬) এবং আলম শেখের ছেলে বেল্লাল শেখ (৩০)।
নিহত তানভীর আহসান সাকিব (১৭) পিরোজপুর সদর উপজেলার কদমতলা গ্রামের মৃত আলতাফ হোসেন হাওলাদারের ছেলে।
আরও পড়ুন: নাটোরে শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড
মামলার আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আহসানুল কবীর বাদল।
মামলার বাদীপক্ষের আইনজীবী ও পিপি অ্যাডভোকেট ফারুক সরদার জানান, ২০১৭ সালের ৬ মে পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের একপাই জজুভোলা এলাকায় ছাত্রলীগ কর্মী তানভীর আহসান সাকিবের ওপর হামলা চালায় প্রতিপক্ষ। এ সময় সে গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনার পরের দিন ৭ মে চিকিৎসাধীন অবস্থায় সাবিক মারা যায়।
এ ঘটনায় নিহত সাকিবের মা দেলোয়ারা বেগম বাদী হয়ে পিরোজপুর সদর থানায় আসামিদের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করেন।
পরে মামলার তদন্তকারী কর্মকতা উপপরিদর্শক (এসআই) মো. সেলিম ২০১৯ সালের ১০ ফেব্রুয়ারি ছয়জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন।
আদালত ২৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আসামিদের উপস্থিতিতে আদালতের বিচারক যাবজ্জীবন কারাদণ্ড এবং অপর দুই আসামি আনিস শেখ ও হাফিজুল শেখকে খালাস দেন।