ওয়াকার-উজ-জামান
প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন নিয়ে আলোচনা
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
সোমবার (১২ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাতে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে দেশের নিরাপত্তা এবং আইন-শৃঙ্খলা রক্ষায় সামরিক বাহিনীর ভূমিকার ওপর আলোকপাত করা হয়।
প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে জানা গেছে, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতিতে সন্তোষ প্রকাশ করেছেন অধ্যাপক ইউনূস। পরিস্থিতি স্থিতিশীল করতে সেনাবাহিনীর সক্রিয় অংশগ্রহণের প্রশংসা করেন তিনি।
এর আগে অধ্যাপক ইউনূস তার অধীনে থাকা মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে সারা দেশে চলমান বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করেন তিনি। আলোচনায় অংশ নেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেনও।
বিকালে প্রধান উপদেষ্টা সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, প্রখ্যাত অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ ও সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্যসহ সুশীল সমাজের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন।
৩ মাস আগে
বাংলাদেশের সেনাপ্রধানের দায়িত্ব নিলেন জেনারেল ওয়াকার-উজ-জামান
আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জেনারেল ওয়াকার-উজ-জামান।
রবিবার (২৩ জুন) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, আগামী তিন বছর সেনাপ্রধান হিসেবে তার মেয়াদ থাকবে।
২০২১ সালের ২৪ জুন থেকে ১৭তম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করা জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের স্থলাভিষিক্ত হচ্ছেন জেনারেল ওয়াকার-উজ-জামান।
বাংলাদেশ মিলিটারি একাডেমির প্রাক্তন ছাত্র জেনারেল ওয়াকার ১৯৮৫ সালের ২০ ডিসেম্বর কোর অব ইনফ্যান্ট্রিতে (পদাতিক সেনাবাহিনী) কমিশন লাভ করেন।
সাড়ে তিন দশকেরও বেশি সময়ের দীর্ঘ ক্যারিয়ারে মূল কমান্ড এবং নির্দেশনামূলক দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তার।
জেনারেল ওয়াকার সেনাবাহিনী সদর দপ্তরে সামরিক সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) হিসেবে নিয়োগ পাওয়ার আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল স্টাফ অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
এছাড়াও মিরপুরের ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ এবং যুক্তরাজ্যের জয়েন্ট সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজেরও প্রাক্তন ছাত্র ছিলেন জেনারেল ওয়াকার।
তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ডিফেন্স স্টাডিজে স্নাতকোত্তর এবং লন্ডন বিশ্ববিদ্যালয়ের কিংস কলেজ থেকে ডিফেন্স স্টাডিজে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
আরও পড়ুন: নতুন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান
৪ মাস আগে
রাসায়নিক অস্ত্র কনভেনশনের জাতীয় কর্তৃপক্ষের সাধারণ সভা অনুষ্ঠিত
রাসায়নিক অস্ত্র কনভেনশনের বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষের (বিএনএসিডব্লিউসি) ১৬তম সাধারণ সভা মঙ্গলবার ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগে ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে।
৩ বছর আগে