আজমেরী হক বাঁধন
পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হলো প্রথম বাংলাদেশ কউচার উইক
দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো বাংলাদেশ কউচার উইক ২০২১। শনিবার বাংলাদেশের ফ্যাশন ডিজাইন কাউন্সিলের (এফডিসিবি) আয়োজনে গুলশানের এজ গ্যালারিতে জাকজমকপূর্ণ বিশেষ পুরস্কার প্রদান অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে কউচার উইক। অনুষ্ঠানে সম্মান জানানো হয়েছে বিখ্যাত বাংলাদেশি স্টাইল ও ফ্যাশন আইকনদের।
অনুষ্ঠানে স্টাইল হল অব ফেম পুরস্কার পেয়েছেন প্রখ্যাত অভিনেত্রী শম্পা রেজা। জনপ্রিয় গায়ক-অভিনেতা-সংগীতশিল্পী তাহসান খান ও জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান পেয়েছেন স্টাইল গেম চেঞ্জার পুরস্কার।
অনুষ্ঠানে মোস্ট স্টাইলিশ পার্সোনালিটির পুরস্কার পেয়েছেন বিউটি আইকন ফারজানা শাকিল; প্রখ্যাত গায়িকা, চর্মরোগ বিশেষজ্ঞ ও লেজার ট্রিটমেন্টের পথপ্রদর্শক ডা. ঝুমু খান এবং গুলশান সোসাইটির সাধারণ সম্পাদক ব্যারিস্টার শুক্লা সারওয়াত সিরাজ।
আরও পড়ুন: সেরাস্পেস: বাংলাদেশের প্রথম অনলাইন ইনটেরিয়র ডিজাইন প্লাটফর্ম
তরুণ হার্টথ্রব অভিনেতা সিয়াম আহমেদ, 'রেহানা মরিয়ম নূর' খ্যাত অভিনেত্রী আজমেরী হক বাঁধন এবং মডেল, টেলিভিশন উপস্থাপক ও ফ্যাশন কোরিওগ্রাফার আজরা মাহমুদ স্টাইল ট্রেলব্লেজার পুরস্কার পেয়েছেন। এছাড়া স্টাইল ইনোভেটর অ্যাওয়ার্ড পেয়েছেন গায়িকা মেহরীন মাহমুদ এবং জনপ্রিয় সংগীতশিল্পী জেফার রহমান মোস্ট স্টাইলিশ মিউজিক স্টার অ্যাওয়ার্ড পেয়েছেন।
৩ বছর আগে
এবার হংকংয়ের ‘নিউ ট্যালেন্ট অ্যাওয়ার্ড‘ জিতলো রেহানা মরিয়ম নূর
এবার আব্দুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত দেশের বহুল আলোচিত চলচ্চিত্র রেহানা মরিয়ম নূর হংকং এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল ২০২১-এ ‘নিউ ট্যালেন্ট অ্যাওয়ার্ড’ জিতে নিলো।
সোমবার আনুষ্ঠানিকভাবে এ উৎসবের জুরি বোর্ডের সামাজিক যোগাযোগমাধ্যমে পুরস্কার বিজয়ী হিসাবে এই চলচ্চিত্রের নাম ঘোষণা করা হয়েছে।
এই বিভাগে প্রতিদ্বন্দ্বিতাকারী অন্যান্য চলচ্চিত্রগুলো হলো - ব্যালাড অব আ হোয়াইট কাউ (ইরান), কোস্টা ব্রাভা (লেবানন), কিম মিন-ইয়ং অব দ্য রিপোর্ট কার্ড (দক্ষিণ কোরিয়া), ইনক্রিজিং ইকো (তাইওয়ান), শাঙ্কারস ফেইরি (ভারত) এবং হোয়াইট বিল্ডিং (কম্বোডিয়া)।
মনোনয়নের বিষয়ে উৎসবের জুরি বোর্ড বলেছে, `রেহানা মরিয়াম নূর স্পষ্টভাবে একটি ক্লাস্ট্রোফোবিক এবং নিপীড়নমূলক পরিবেশ তৈরি করেছে যেখানে একজন ব্যক্তিকে তার বিবেক-বুদ্ধির প্রান্তে ঠেলে দেয়া হয়। হ্যান্ডহেল্ড ক্যামেরায় ধারণকৃত গতিশীল কিছু দৃশ্যের মাধ্যমে সৃষ্ট সিনেমাটোগ্রাফি, দর্শককে প্রধান চরিত্রের কঠিন মানসিক বাস্তবতা বুঝতে সাহায্য করেছে।
চলচ্চিত্রটির প্রধান চরিত্রে অভিনয়কারীর অভিনয়ের প্রশংসা করে জুরি বোর্ড বলেছে, আজমেরী হক বাঁধনের দুর্দান্ত অভিনয়ের কারণে তার চরিত্রের উচ্চতা অনেক বেড়ে গেছে। তার অভিনয়ে তীব্র মানসিক সঙ্কট বাস্তব হয়ে ফুটে উঠেছে। চরিত্রটি ন্যায়বিচারের জন্য তার লড়াইয়ে অবিচল।’
আরও পড়ুন: ১২ প্রেক্ষাগৃহে ‘রেহানা মরিয়ম নূর’
সম্প্রতি চলচ্চিত্রটির পরিচালক আবদুল্লাহ মোহাম্মদ সাদ ১৪তম এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডস (এপিএসএ) এ ‘জুরি গ্র্যান্ড প্রাইজ’ পেয়েছেন। এছাড়া অভিনেত্রী আজমেরী হক বাঁধন ‘সেরা অভিনেত্রী’ বিভাগে পুরস্কার জিতেছেন।
গত শুক্রবার (১২ নভেম্বর) চলচ্চিত্রটি মুক্তি পেয়েছে। বর্তমানে সারাদেশে সফলভাবে চলচ্চিত্রটি প্রদর্শিত হচ্ছে।
২০২১ সালের কান ফিল্ম ফেস্টিভ্যালের 'আন সার্টেন রিগার্ড' বিভাগে প্রদর্শিত হওয়া প্রথম বাংলাদেশি চলচ্চিত্র হিসাবে মনোনীত এটি প্রিমিয়ারে ব্যাপক প্রশংসিত হয়।
কানের পরে রেহানা মরিয়ম নূর একে একে মেলবোর্ন, বুসান এবং লন্ডন চলচ্চিত্র উৎসবে আমন্ত্রিত হয়। চলচ্চিত্রটি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশি চলচ্চিত্র হিসাবে আসন্ন অস্কার ২০২২-এর জন্য মনোনীত হয়েছে।
আরও পড়ুন: ‘রেহানা মরিয়ম নূর’: এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ড পেলেন সাদ ও বাঁধন
আমেরিকার প্রেসকট চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত অমিতাভ রেজার 'রিকশা গার্ল'
৩ বছর আগে
১২ প্রেক্ষাগৃহে ‘রেহানা মরিয়ম নূর’
বিশ্বব্যাপী প্রশংসা কুড়ানোর পর নির্মাতা আবদুল্লাহ মোহাম্মদ সাদের বহুল আলোচিত ছবি ‘রেহানা মরিয়ম নূর’ শুক্রবার দেশের ১২টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। ছবিটির নাম ভূমিকায় অভিনয়কারী অভিনেত্রী আজমেরী হক বাঁধন রাজধানীর বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে উপস্থিত হয়ে দর্শকদের শুভেচ্ছা জানিয়েছেন।
ইউএনবির সাথে আলাপকালে চলচ্চিত্রটির নির্বাহী প্রযোজক এহসানুল হক বাবু বলেন, `আমরা আমাদের চলচ্চিত্রটির জন্য দেশ-বিদেশ থেকে অবিশ্বাস্য রকম সাড়া পেয়েছি। তবে আমরা আমাদের দেশের দর্শকদের প্রতিক্রিয়া দেখার জন্য সত্যিই উন্মুখ হয়ে আছি। বরাবরের মতো, আমরা এখনও ধীরে এগোতে চাই। ঢাকার দর্শকদের আগ্রহ দেখে-বুঝে আমরা আগামী সপ্তাহে অন্যান্য জেলায় যেতে চাই।’
চলচ্চিত্রটির মুক্তি উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ ফিল্ম আর্কাইভে প্রথমবারের মতো পরিচালক সাদসহ রেহানা মরিয়ম নূর’ এর টিম মেম্বাররা সাংবাদিকদের সাথে কথা বলেন।
এসময় চলচ্চিত্রের সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে পরিচালক সাদ বলেন, ‘আমি সত্যিই ভাগ্যবান যে এমন একটি টিম পেয়েছি। আমার টিমের প্রত্যেক সদস্যই তাদের সেরাটা দিয়েছেন এবং ফলস্বরূপ আমাদের চলচ্চিত্রটি এই পর্যায়ে এসেছে। আমি কৃতজ্ঞ যে তারা আমাকে বিশ্বাস করেছিল। এখন দর্কদের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করছি।’
আরও পড়ুন: ‘রেহানা মরিয়ম নূর’: এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ড পেলেন সাদ ও বাঁধন
বাঁধন বলেছেন, ন্যায়বিচারের জন্য রেহানার একগুঁয়েমি, সমাজের প্রতি হতাশা এবং একজন বিধবা কর্মজীবী মায়ের সংগ্রাম- আমাদের সমাজের একটি সাধারণ দৃশ্য। এ ব্যাপারে আমার ব্যক্তিগত অভিজ্ঞতাও রয়েছে। তবে চরিত্রটির সকল কৃতিত্ব সাদের। ও এত ভালো দিকনির্দেশনা দিয়েছে, অভিনয় করার সময় ও বারবার আমাকে গাইড করেছে।
বুধবার রাতে রাজধানীর মহাখালীর স্টার সিনেপ্লেক্সের এসকেএস টাওয়ার শাখায় ছবিটির বিশেষ প্রেস স্ক্রিনিংয়ের আয়োজন করা হয়। সে অনুষ্ঠানে সাদ বলেছেন, ‘আমরা চেয়েছিলাম আমাদের প্রেক্ষাগৃহে মুক্তির আগে সমালোচকেরা ছবিটি দেখুক, কারণ আপনাদের মতামত আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং মূল্যবান।’
উল্লেখ্য, চলচ্চিত্রটি কাহিনী ঢাকার একটি মেডিকেল কলেজের ৩৭ বছর বয়সী সহকারী অধ্যাপক ডা. রেহানা মরিয়ম নূরের জীবন নিয়ে তৈরি।
বাঁধন তার দুর্দান্ত অভিনয়ের জন্য বৃহস্পতিবার ১৪তম এশিয়া-প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডস (এপিএসএ) এ 'সেরা অভিনেত্রীর পুরস্কার' জিতেছে। চলচ্চিত্রটির পরিচালক আবদুল্লাহ মোহাম্মদ সাদ জুরি গ্র্যান্ড পুরস্কার পেয়েছেন।
এটি ২০২১ সালে কান চলচ্চিত্র উৎসবের ‘ইউএন সার্টেন রিগার্ড’ বিভাগে প্রদর্শিত প্রথম বাংলাদেশি চলচ্চিত্র। কানের পর 'রেহানা মরিয়ম নূর' মেলবোর্ন, বুসান ও লন্ডন চলচ্চিত্র উৎসবে আমন্ত্রিত হয়।
এটি বাংলাদেশের সেন্সর বোর্ড থেকে আনকাট সার্টিফিকেট পেয়েছে এবং চলচ্চিত্রটি ২০২২ সালের অস্কারের জন্য বাংলাদেশ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন পেয়েছে।
বাঁধনের পাশাপাশি ছবিটিতে অভিনয় করেছেন সাবেরী আলম, আফিয়া জাহিন, কাজী সামি হাসান, আফিয়া তাবাসসুম ও ইয়াসির আল হক।
আরও পড়ুন: বাগদানের খবর জানালেন মিম
কপিরাইট লঙ্ঘনের অভিযোগে বাংলালিংকের বিরুদ্ধে জেমসের মামলা
৩ বছর আগে
‘রেহানা মরিয়ম নূর’: এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ড পেলেন সাদ ও বাঁধন
সারাদেশে মুক্তির আগের দিন ‘রেহানা মরিয়ম নূর’ টিম ১৪তম এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডস এ দু’টি পুরস্কার পেয়েছে। বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে ১৪তম এশিয়া প্যাশিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
চলচ্চিত্রটির পরিচালক আবদুল্লাহ মোহাম্মদ সাদ জুরি গ্র্যান্ড পুরস্কার ও নায়িকা আজমেরী হক বাঁধন সেরা অভিনেত্রী বিভাগে পুরস্কার লাভ করেন। বৃহস্পতিবার রাজধানীতে এক সংবাদ সম্মেলন করে ‘রেহানা মরিয়ম নূর’ টিম এ তথ্য জানায়।
এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডসের জন্য এ অঞ্চলের ২৫টি দেশকে মনোনীত করা হয়। দেশগুলোর মধ্যে রয়েছে- আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, মিশর, হংকং, ভারত, ইরাক, ইরান, ইসরাইল, জাপান, লেবানন, নিউজিল্যান্ড, কাতার, দক্ষিণ কোরিয়া, রাশিয়া, সৌদি আরব, থাইল্যান্ড, তুরস্ক ও ভিয়েতনাম।
অভিনেত্রী বাঁধন ইউএনবিকে বলেন, ‘আমি আমার খুশি ও আনন্দ প্রকাশ করতে পারছি না। আমি বরাবরই বলে থাকি, আমাদের পরিচালক সাদ ও সম্পূর্ণ দল ছাড়া এসবের কিছুই সম্ভব হত না। আমি তাদের কাছে কৃতজ্ঞ।’
তিনি বলেন, ‘এটা আমাদের দলের জন্য সম্মানের বিশেষ করে মুক্তির আগে এবং আমরা আগ্রহ নিয়ে আমাদের চলচ্চিত্র নিয়ে প্রিয় দর্শকদের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করছি।’
শুক্রবার সারা দেশের ১২টি সিনেমা হলে 'রেহেনা মরিয়ম নূর’ মুক্তি পাবে।
চলচ্চিত্রটি ২০২২ সালের অস্কারের জন্য বাংলাদেশ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন পেয়েছে।
এর আগে ৭ জুলাই ৭৪তম কান চলচ্চিত্র উৎসবে সিনেমাটি ‘ইউএন সার্টেন রিগার্ড’ বিভাগে প্রদর্শিত হয়েছে।
আরও পড়ুন: রেহানা মরিয়ম নূর: কানের সম্মানজনক তালিকায় বাংলাদেশি চলচ্চিত্র
অ্যাপসা’য় সেরা অভিনেত্রীর মনোনয়ন পেলেন বাঁধন
৩ বছর আগে
‘ইশো’র নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাকিব-বাঁধন
ট্রেন্ডী ফার্নিচার ও লাইফস্টাইল ব্র্যান্ড ইশো’র নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন দেশের অন্যতম জনপ্রিয় দুজন তারকা বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও অভিনেত্রী আজমেরী হক বাঁধন।
ইশো’র প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক রায়ানা হোসেন বলেন, ‘সাকিব ও বাঁধন-কে পাশে পেয়ে আমরা আনন্দিত। আমাদের ভিশন ও ব্র্যান্ডের প্রতি তাঁরা দুজনই আস্থাশীল, যা আনন্দের মাত্রা আরও বাড়িয়ে তুলেছে। উভয় তারকাই তাদের ব্যক্তিগত ক্যারিয়ারে ট্রেন্ড-সেটার হিসেবে পরিচিত। তাই এই অংশীদারিত্বের মাধ্যমে দেশের প্রতিটি ঘরে আমাদের ইশো পণ্য পৌঁছে দেয়ার লক্ষ্য বাস্তবায়িত হবে বলে আমি আশাবাদী।’
আরও পড়ুন: ডেকো ইশো গ্রুপের সঙ্গে ফসল ডট কমের চুক্তি স্বাক্ষর
সাকিব আল হাসান বলেন,‘স্বল্পসময়ের মধ্যেই ইশো অনলাইন বিক্রয়ে দেশের এক নাম্বার ফার্নিচার ব্র্যান্ডে পরিণত হয়েছে, যা থেকে বোঝা যায় তাঁরা কেন অনন্য এবং তাদের ভবিষ্যৎ কেমন হবে। আমি নিজেও ‘ইশো’র আসবাবপত্র ও নকশার একজন ভক্ত। তাই পছন্দের ব্র্যান্ডের সাথে যুক্ত হতে পেরে বিশেষভাবে আনন্দিত।’ তিনি আরও বলেন, আমি যেমন সর্বদা সেরার তালিকায় থাকতে স্বচেষ্ট থাকি, তেমনি ইশোও দেশের সেরা ফার্নিচার ব্র্যান্ড হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করে তুলতে সর্বদা স্বচেষ্ট।
আজমেরী হক বাধন বলেন, ‘ইশো’র সাথে যুক্ত হতে পেরে আমি আনন্দিত এবং এর কিছু কারণও রয়েছে। প্রথমত, তাদের পণ্য, যা অন্যকোনো ব্র্যান্ডের নেই ও ব্যক্তিগতভাবে আমি পছন্দ করি। দ্বিতীয়ত, ‘ইশো’র প্রতিষ্ঠাতা, যিনি শুধু ব্র্যান্ডটি প্রতিষ্ঠার জন্যই নয় বরং পুরুষ শাসিত এই শিল্পে নিজের পরিচয় প্রতিষ্ঠা করতে দেশে ফিরেছেন এবং সফলও হয়েছেন। ইশো দেশের মানুষের আসবাবপত্র বাছাইয়ে পছন্দ ও রুচি পরিবর্তনে সক্ষম হয়েছে।
আরও পড়ুন: আইসিসির জুলাই মাসের সেরা খেলোয়াড় সাকিব
৩ বছর আগে
অ্যাপসা’য় সেরা অভিনেত্রীর মনোনয়ন পেলেন বাঁধন
‘রেহানা মরিয়ম নূর’ খ্যাত জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন ১৪তম এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডের (অ্যাপসা) ‘সেরা অভিনেত্রী’ বিভাগের জন্য মনোনীত হয়েছেন।
বুধবার অ্যাপসার অফিসিয়াল ওয়েবসাইটে বলা হয়েছে, আসন্ন সংস্করণের পুরস্কারের জন্য বাঁধনকে বিশেষ বিভাগে মনোনীত করা হয়েছে, যিনি আবদুল্লাহ মোহাম্মদ সাদের দ্বিতীয় পরিচালিত ‘রেহানা মরিয়ম নূর’ -এ অভিনয়ের জন্য প্রশংসিত হন।
আরও পড়ুন: স্কুইড গেম: বিশ্বজুড়ে জনপ্রিয়তার শীর্ষে থাকা নেটফ্লিক্স অরিজিনাল কোরিয়ান ওয়েব সিরিজ
তালিকায় বাঁধনের প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন আলেনা ওয়াইভি, ভ্যালেন্টিনা রোমানোভা সিসকাইরি, লিয়া পার্সেল ও এসি ডেভিস।
আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, মিশর, হংকং, ভারত, ইরাক, ইরান, ইসরাইল, জাপান, লেবানন, নিউজিল্যান্ড, কাতার, দক্ষিণ কোরিয়া, রাশিয়া, সৌদি আরব, থাইল্যান্ড, তুরস্ক এবং প্রথমবারের মতো ভিয়েতনাম সহ এশিয়া প্যাসিফিক অঞ্চলের ২৫টি দেশ অ্যাপসা এর ১৪তম সংস্করণে মনোনয়ন পেয়েছে।
আরও পড়ুন: বিশিষ্ট নাট্যকার ড. ইনামুল হক আর নেই
আগামী ১১ নভেম্বর অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টের সাফার প্যারাডাইস শহরের হোম অব দ্যা আর্টস -এ ১৪ তম অ্যাপসা অনুষ্ঠানের বিজয়ীদের নাম ঘোষণা করা হবে যা সারা বিশ্বে সরাসরি সম্প্রচার করা হবে।
অ্যাপসা ওয়েবসাইটে বাঁধনের প্রশংসা বলা হয়েছে, ‘আজমেরী হক বাঁধন বাংলাদেশের একজন সুপরিচিত মডেল এবং টেলিভিশন অভিনেত্রী যার ক্যারিয়ার শুরু হয়েছিল জনপ্রিয় একটি সৌন্দর্য প্রতিযোগিতায় (লাক্স-চ্যানেল আই সুপারস্টার-২০০৬) রানার আপ পুরস্কারটি জেতার পর। রেহানা মরিয়ম নূর তার প্রথম চলচ্চিত্র যেখানে তিনি প্রধান চরিত্রে অভিনয় করেছেন এবং এটি কান চলচ্চিত্র উৎসব-এ নির্বাচিত হওয়া প্রথম বাংলাদেশি চলচ্চিত্র।’
আরও পড়ুন: ‘প্রাণবিক বন্ধু’ তালিকায় দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান
৩ বছর আগে
সৃজিতের নতুন ওয়েব সিরিজে বাংলাদেশের বাঁধন
পশ্চিমবঙ্গের জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জির ওয়েব সিরিজে অভিনয় করছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন।
৩ বছর আগে