জাতীয় জাদুঘর
২ বছর মেয়াদ বাড়ল জাতীয় জাদুঘরের মহাপরিচালক কামরুজ্জামানের
দুই বছর মেয়াদ বাড়ল বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক মো. কামরুজ্জামানের।
গত ২৪ ডিসেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে যুগ্মসচিব ড. আশরাফুল আলমের সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয় (চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা) জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা ৪৯ অনুযায়ী বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক ও বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা মো. কামরুজ্জামানকে (পরিচিতি নম্বর ৫৫০৯) তার অবসর-উত্তর ছুটি ও সংশ্লিষ্ট সুবিধা স্থগিতের শর্তে আগামী ১ জানুয়ারি ২০২৪ অথবা যোগদানের তারিখ থেকে দুই বছর মেয়াদে বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।
আরও জানানো হয়, এই চুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমের মেয়াদ ২ বছর বাড়ল
ডিএমপি কমিশনার শফিকুলের চাকরির মেয়াদ বাড়ল আরও এক বছর
১১ মাস আগে
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিটি মুহূর্ত উপভোগ করছি: শ্রীলেখা মিত্র
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২১তম আসরে সোমবার (১৬ জানুয়ারি) জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে বিকাল ৫টায় প্রদর্শিত হয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘এবং ছাদ’। এটি পরিচালনা করেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ও পরিচালক শ্রীলেখা মিত্র।
টলিউডের এই জনপ্রিয় অভিনেত্রী আজকে উপস্থিত ছিলেন উৎসবের ‘উইমেন ফিল্ম মেকারস্’ কনফারেন্সে। সেখানে তিনি তার পরিচালিত ও প্রযোজিত ১৯ মিনিটের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। সাক্ষাৎকারে শ্রীলেখা বলেন, তিনি চান তার চলচ্চিত্র কেউ প্রযোজনা করুক। যেহেতু তিনি চলচ্চিত্র নির্মাণে নতুন তাই তার নির্মিত ‘এবং ছাদ’ ছবিটি দেখে দর্শকের যদি তার প্রতি বিশ্বাস-আস্থা তৈরি হয় তাহলে তিনি আরও চলচ্চিত্র নির্মাণ করতে পারবেন।
আরও পড়ুন: পর্দা উঠল ২১তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আসার প্রসঙ্গে শ্রীলেখা মিত্র বলেন, ‘এবারই প্রথম একজন পরিচালক হিসেবে কোনো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এলাম। এটা তো আমার জন্য অনেক বড় বিষয়। প্রতিটি মুহূর্ত আমি বেশ উপভোগ করছি। বাংলাদেশের এবারের ভ্রমণ পুরোটা কাজের। আমি কয়েকটি মিটিং করব, সিনেমা দেখব, উৎসবে আসার মানুষের সঙ্গে আলাপ করব।’
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শ্রীলেখা জানান এদেশের চিত্রনায়ক ফেরদৌসের সঙ্গে একটি সিনেমায় অভিনয় করবেন তিনি। শিগগিরই তার শুটিং শুরু হবে।
আরও পড়ুন: শুরু হলো ইশরাত নিশাত নাট্য পুরস্কার
দশম ঢাকা লিট ফেস্টের পর্দা উঠল
১ বছর আগে
পর্দা উঠল ২১তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের
শনিবার (১৪ জানুয়ারি) পর্দা উঠল ২১তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। ২২ জানুয়ারি পর্যন্ত চলবে এবারের উৎসব।
শনিবার বিকাল ৪টায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সভাপতিত্বে জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
আন্তর্জাতিক এই চলচ্চিত্র উৎসবের আট দিনে ১০ বিভাগে বিশ্বের ৭১টি দেশের ২৫২টি চলচ্চিত্র প্রদর্শন করা হবে।
আরও পড়ুন: ঢাকা লিট ফেস্টে শনিবার সন্ধ্যায় প্রদর্শিত হবে ‘রিকশা গার্ল’
উৎসবের এবারের ভেন্যু হিসেবে থাকছে- বাংলাদেশ শিল্পকলা একাডেমি, বাংলাদেশ জাতীয় জাদুঘরের মূল ও সুফিয়া কামাল মিলনায়তন, আলিয়ঁস ফ্রঁসেজ ও স্টার সিনেপ্লেক্স।
উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে প্রদর্শীত হয় ফাখরুল আরেফীন খান পরিচালিত ‘জেকে ১৯৭১’।
এছাড়া ১৫ জানুয়ারি বিকাল ৫টায় প্রিমিয়ার হবে আশিক মোস্তফা পরিচালিত ‘থার্টিফাইভ’।
২০২২ সালের ডিসেম্বরে ইরানের সিনেমা-ভেরিটে চলচ্চিত্র উৎসবে ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়।
ঢাকা আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশ প্যানারোমায় বিভিন্ন দৈর্ঘের ৮২টি সিনেমা প্রদর্শিত হবে।
যেই তালিকায় রয়েছে- হাওয়া, বিউটি সার্কাস, দামাল, পাপপুণ্য, সাঁতাও ও দেশান্তরসহ বেশ কিছু আলোচিত সিনেমা।
এছাড়া বিভিন্ন বিভাগে প্রদর্শীত হবে- ‘ওরা ৭ জন’, প্রামাণ্যচিত্র ‘দুর্বার গতি পদ্মা’ কলকাতা থেকে ‘অপরাজিত’, ‘অভিযান’, ‘ব্যোমকেশ হত্যামঞ্চ’, ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’, ‘ঝরা পালক’, সাই পল্লবি অভিনীত ‘গার্গি’ ও ‘মহানন্দা’সহ আরও অনেক চলচ্চিত্র।
আরও পড়ুন: গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড ২০২৩: রেড কার্পেটে ঝড় তুললেন যারা
‘নাসেক নাসেক’ দিয়ে শেষ হলো দশম ঢাকা লিট ফেস্ট
১ বছর আগে
কাওয়ালি সমাবেশে পুলিশের লাঠিচার্জ, আহত ২
রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে পিপলস অ্যাকটিভিস্ট কোয়ালিশনের (প্যাক) প্রতিবাদ সমাবেশে পুলিশের লাঠিচার্জে দু’জন আহত হয়েছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে বুধবার কাওয়ালি মাহফিলে ছাত্রলীগের হামলার প্রতিবাদে বৃহস্পতিবার বিকাল ৪টায় এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করে সংগঠনটি।
রাতুল মাহমুদ নামে প্যাকের একজন সংগঠক বলেন, প্রতিবাদ সমাবেশের ব্যানার খোলা মাত্র তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে।
আরও পড়ুন: ঢাবিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, জয়-লেখকসহ আহত ১০
পুলিশের হামলায় প্যাকের সংগঠক শিমুল চৌধুরী ও সজীব তুষার আহত হয়েছেন বলেও জানান তিনি।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুদ হাওলাদার বলেন, ‘করোনার নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ রোধে সম্প্রতি সরকার ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক সমাবেশ ও কর্মসূচিতে বিধিনিষেধ আরোপ করেছে। তাই তারা সমাবেশের চেষ্টা করলে আমরা বাধা দিই এবং তারা চলে যায়।’
আরও পড়ুন: ঢাবিতে বিবাহিত ছাত্রীদের হলের সিট বাতিলের বিধান বাতিলে লিগ্যাল নোটিশ
২ বছর আগে
সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে কবি, শিল্পী ও সাংবাদিকরা ঐক্যবদ্ধ
দেশে সম্প্রতি ঘটে যাওয়া সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদ জানিয়েছেন ২০০ এর বেশি কবি, লেখক, শিল্পী ও সাংবাদিক।
মঙ্গলবার বিকালে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এক প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে রংপুর ও কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান তারা। এছাড়া সাম্প্রদায়িক হামলা প্রতিরোধ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্বেষমূলক মন্তব্যের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ারও দাবি জানান তারা।
আবৃত্তি শিল্পী শাহাদাত হোসাইন নিপু এ প্রতিবাদ কর্মসূচি সঞ্চালনা করেন। লেখক আনিসুল হক, চলচ্চিত্র নির্মাতা অমিতাভ রেজা, কবি চঞ্চল আশরাফ, সাংবাদিক আহমেদ মোস্তফা কামাল, লেখক ঝরনা রহমান, চলচ্চিত্র নির্মাতা মাসুদ পথিক, অভিনেত্রী মৌটুসী বিশ্বাস, কবি তপন ঠাকুর ও লেখক-সাংবাদিক হুমায়ুন কবির ডালি উপস্থিত ছিলেন।
বক্তারা দাবি করেন, সাম্প্রতিক হামলাগুলো ষড়যন্ত্র ছাড়া আর কিছুই না। কুমিল্লার পূজামণ্ডপে পবিত্র কোরআন অবমাননার গুজব ছড়িয়ে এ হামলাগুলো করা হয়েছে।
পড়ুন: পীরগঞ্জে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে: স্পিকার
তারা বলেন, ‘বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ১৯৭১ সালে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান একসঙ্গে লড়াই করে বাংলাদেশ স্বাধীন করেছে। কিন্তু গত ৫০ বছরে সব সরকার ক্ষমতায় যেতে মুক্তিযুদ্ধের চেতনা বর্জন করে সাম্প্রদায়িক গোষ্ঠীর সঙ্গে আঁতাত করেছে।’
এ সময় সংগঠকদের পক্ষে বিশিষ্ট লেখক স্বকৃত নোমান আট দফা দাবি উত্থাপন করেন।
তাঁদের দাবির মধ্যে রয়েছে, দুর্গাপূজাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করা এবং এবং তাদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা, রামু, নাসিরনগর, শাল্লা, কুমিল্লা, হাজীগঞ্জ, নোয়াখালী ও রংপুরের সাম্প্রদায়িক হামলার প্রকৃত কারণ উদ্ঘাটন, সাম্প্রদায়িক হামলা বন্ধে এবং ফেসবুক, ইউটিউব ও ওয়াজ-মাহফিলে বিভ্রান্তিমূলক তথ্য প্রচার বন্ধ করা এবং সংবিধান থেকে রাষ্ট্রধর্ম বাতিল করা।
পড়ুন: সাম্প্রদায়িক হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
হিন্দুদের ওপর হামলা বন্ধ করা প্রয়োজন: জাতিসংঘ
৩ বছর আগে
মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের দাবিতে শাহবাগে অবস্থান
সরকারি চাকরির সব পদের ক্ষেত্রে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালে সাত দফা দাবিতে রাজধানী ঢাকার শাহবাগ মোড়ে এক ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের নেতা-কর্মীরা।
৩ বছর আগে