নিরাপত্তা হুমকি
শহীদ দিবসে সুনির্দিষ্ট কোনো নিরাপত্তা হুমকি নেই: ডিএমপি কমিশনার
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে সুনির্দিষ্ট কোনো নিরাপত্তা হুমকি নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. হাবিবুর রহমান।
তিনি বলেন, পুলিশ প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়েছে।
সোমবার(১৯ ফেব্রুয়ারি) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, পুরো এলাকা সিসি ক্যামেরার আওতায় রাখা হবে। এছাড়া বোমা নিষ্ক্রিয়করণ, সোয়াট, ফায়ার সার্ভিস, মেডিকেল ও অন্যান্য টিম প্রস্তুত থাকবে।
শহীদ মিনার এলাকায় ড্রোন ও ভ্রাম্যমান দলের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আরও পড়ুন: পুলিশ ও সাংবাদিক ঐক্যবদ্ধভাবে কাজ করলে অপরাধ-অন্যায় নির্মূল সম্ভব: ডিএমপি কমিশনার
মাসব্যাপী অমর একুশে বইমেলার নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে তিনি বলেন, সেখানে একটি কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে এবং সেখানে ক্যামেরার মাধ্যমে সব ধরনের নিরাপত্তা সরঞ্জাম ও নিরাপত্তা ইউনিট কাজ করছে।
আইনশৃঙ্খলার অবনতির মতো যে কোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশ সজাগ রয়েছে জানিয়ে তিনি বলেন, একুশে ফেব্রুয়ারির কর্মসূচিকে কেন্দ্র করে যানজট নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি বলেন, কিছু সড়কে যানবাহন চলাচল সীমিত থাকবে এবং নির্দিষ্ট রাস্তা দিয়ে যানবাহন প্রবেশ ও বের হতে পারবে।
আরও পড়ুন: তদন্তে জানা যাবে কারওয়ান বাজার বস্তির অগ্নিকাণ্ড নাশকতা কি না: ডিএমপি কমিশনার
১০ মাস আগে
পহেলা বৈশাখে কোনো নিরাপত্তা হুমকি নেই: আইজিপি
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, আগামী ১৪ এপ্রিল দেশে উদযাপিত হওয়া বাংলা নববর্ষ পহেলা বৈশাখে কোনো নাশকতার আশঙ্কা নেই। পহেলা বৈশাখে রাজধানীতে মঙ্গল শোভাযাত্রা বের হবে।
তিনি বলেন, সাধারণ পুলিশের পাশাপাশি সাদা পোশাকের পুলিশ দায়িত্ব পালন করবে।
সোমবার বিকালে রাজধানীর বসুন্ধরা শপিংমলের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি এসব কথা বলেন।
আরও পড়ুন: নির্বাচন কমিশনের দেয়া দায়িত্ব পালনে অঙ্গীকারবদ্ধ পুলিশ: আইজিপি
আইজিপি বলেন, কোনো হুমকি থাকুক বা না থাকুক, সর্বোচ্চ নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি বলেন, রমজান মাসে ঢাকা মহানগরীর সব শপিংমলে ইতোমধ্যে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া বিভিন্ন স্তরে নিরাপত্তা বলয়ও তৈরি করা হয়েছে।
মানুষ যাতে সহজে শপিংমলে আসা-যাওয়া করতে পারে সেজন্য ট্রাফিক ব্যবস্থাপনা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে তিনি দাবি করেন।
তিনি বলেন, আমাদের ট্রাফিক পুলিশরা সার্বক্ষণিক রাস্তায় থাকে, যাতে রমজানে নগরবাসীকে রাস্তায় ইফতার করতে না হয় এবং তারা সময়মতো তাদের বাড়িতে পৌঁছাতে পারে।
তিনি বলেন, ঈদ ও পহেলা বৈশাখের আগে মানুষ যাতে কেনাকাটা করতে পারে সেজন্য ঢাকা শহর ছাড়াও সারাদেশের বিভিন্ন মার্কেটে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এছাড়া আমরা সব মার্কেটে নিরাপত্তা জোরদার করেছি। পুলিশের সকল ইউনিট জনগণকে নিরাপত্তা দিতে একযোগে কাজ করছে।
ব্রিফিংকালে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক, অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন-উর রশিদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহার বন্ধে পুলিশ কর্মকর্তাদের সক্রিয় হওয়ার আহ্বান আইজিপির
আইন মেনেই পুলিশ বিএনপির ৫৩ সদস্যকে গ্রেপ্তার করেছে: আইজিপি
১ বছর আগে
বহিরাগতের অবাধ যাতায়াতে নিরাপত্তা হুমকিতে বেনাপোল স্থলবন্দর
বহিরাগতদের অবাধ যাতায়াতের কারণে নিরাপত্তা হুমকিতে রয়েছে দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল।
৩ বছর আগে