ঘুড়ি উৎসব
ফরিদপুরে পদ্মার চরে ঘুড়ি উৎসবে মানুষের মিলন মেলা
আবহাওয়া ছিল বৈরি, আকাশ ছিলো মেঘাচ্ছন্ন। শীতের তীব্রতা ছিলো বেশ। তবুও উৎসাহে ভাটা পড়েনি ঘুড়ি প্রেমিকদের মনে।
ইংরেজি বছরের শেষ শুক্রবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুড়ি উৎসবে মেতে উঠেন ফরিদপুর সদরের ডিক্রিরচর ইউনিয়নের ধলার মোড় পদ্মা পাড় এলাকার ঘুড়ি প্রেমিকরা। উৎসবটি শেষ হয় সন্ধ্যায় ফানুস উড়িয়ে ও আতশবাজি পুড়িয়ে।‘চলো হারাই শৈশবে’-এ প্রতিপাদ্য নিয়ে এ উৎসবের আয়োজন করে ফরিদপুরের ফেসবুক পেজ ‘ফরিদপুর সিটি’।
এই উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার। উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. শাহজাগান ও পৌর মেয়র অমিতাব বোস।
এ উৎসবে শতাধিক ঘুড়ি উড়ানো হয়েছে আকাশে। এর মধ্যে রয়েছে বাহারি রঙয়ের, বিভিন্ন আকারের ঘুড়ি।
আরও পড়ুন: বড়দিন উদযাপনে পাহাড়ে খ্রিস্টান পল্লীতে উৎসবের আমেজ
৮৩২ দিন আগে
পদ্মার চরে বর্ণিল ঘুড়ি উৎসব
খ্রিষ্টীয় বর্ষপঞ্জির প্রথম দিন শুক্রবার বিকালে ফরিদপুরে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হয়েছে।
১৫৬০ দিন আগে