কীর্তনখোলা
কীর্তনখোলা নদী থেকে ভাসমান লাশ উদ্ধার
বরিশালের কীর্তনখোলা নদী থেকে এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে সদর নৌ-পুলিশ। রবিবার (১৪ মে) সকালে নগরীর চাঁদমারি এলাকার কীর্তনখোলা নদীর তীর সংলগ্ন এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
মৃত ব্যক্তি কালাচাঁদ কুমার দাস (৫০) নগরীর ৮ নং ওয়ার্ড বাজার রোড এলাকার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেছেন সদর নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল জলিল।
আরও পড়ুন: রাজশাহীতে স্ত্রী হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামির লাশ উদ্ধার
তিনি জানান, সকালে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশটি উদ্ধার করা হয়। পরে স্থানীয়দের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা গেছে।
নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়া ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।
ময়নাতদন্তের প্রতিবেদন অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
আরও পড়ুন: খুলনায় ডোবা থেকে ১৯ মাসের শিশুর লাশ উদ্ধার
রাজধানীতে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
১ বছর আগে
কীর্তনখোলা নদীতে নিখোঁজ সেই শিশুর লাশ উদ্ধার
কীর্তনখোলা নদীতে গোসল করতে নেমে মঙ্গলবার দুপুরে নিখোঁজ হওয়া শিশু ইয়াসিন মোল্লার (১১) লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে নগরীর মোহাম্মদপুর চর সংলগ্ন নদীতে লাশটি ভেসে উঠলে তা উদ্ধার করে কোস্টগার্ড ও পুলিশ।
ইয়াসিন নগরীর পলাশপুর ৮ নম্বর গুচ্ছগ্রামের বেল্লাল মোল্লার ছেলে।
আরও পড়ুন: দিনাজপুরে নদী থেকে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার
বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান মুকুল।
এই ঘটনায় বরিশাল সদর নৌ থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল।
নিহতের বাবা বেল্লাল জানান, কারও বিরুদ্ধে অভিযোগ নেই। তাই নিহতের বাবার আবেদনের প্রেক্ষিতে আইন অনুযায়ী ময়নাতদন্ত ছাড়া লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন ওসি।
ওসি মুকুল আরও জানান, গুচ্ছগ্রামের ঘেরের পাড় থেকে নদীতে গোসলে নেমে নিখোঁজ হয়েছিল ইয়াসিন।
লাশটি ভেসে উঠলে তা দেখে আবুল প্যাদা নামে এক জেলে বিষয়টি পুলিশকে জানায়।
আরও পড়ুন: চট্টগ্রামে নির্মাণাধীন ভবনের লিফট থেকে শিশুর লাশ উদ্ধার
চট্টগ্রামে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার করল পিবিআই
১ বছর আগে
কীর্তনখোলা নদীতে গ্রীনলাইনের ঢেউয়ে যাত্রীবাহী ট্রলারডুবি
বরিশালের কীর্তনখোলা নদীতে ঢাকাগামী এমভি গ্রীনলাইন-৩ এর চলন্ত ঢেউয়ে যাত্রীবাহী একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে এতে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। যাত্রীবাহী ট্রলারটি বরিশাল থেকে অর্ধশত যাত্রী নিয়ে হিজলা উপজেলার উদ্দেশ্যে রওনা দিয়েছিল।
রবিবার দুপুর ২টায় নগরীর পলাশপুরের মোহাম্মদপুর এলাকা সংলগ্ন কীর্তনখোলা নদীর মাঝখানে এই নৌ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, ঢাকা থেকে বরিশাল নগরীর স্টিমারঘাটে যাত্রী নিয়ে আসছিল এমভি গ্রীনলাইন-৩ নামে ওয়াটার বাসটি। নগরীর পলাশপুরের মোহাম্মদপুর এলাকায় পৌঁছালে গ্রীনলাইনের তীব্র ঢেউয়ে বরিশাল থেকে ছেড়ে যাওয়া হিজলাগামী যাত্রীবাহী ট্রলারটি ডুবে যায়। ঘটনাস্থলের কাছাকাছি থাকা কয়েকটি ট্রলার দুর্ঘটনা কবলিত যাত্রীদের উদ্ধার করে এবং অনেকে সাঁতরে নদীর তীরে ওঠে।
এতে যাত্রীদের মালামালের ক্ষয়ক্ষতি হলেও হতাহতের কোন ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছেন বরিশাল নৌ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান। খবর শুনে ঘটনাস্থলে নৌ পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে বলে জানান তিনি।
এদিকে বিষয়টি সম্পর্কে খোঁজ খবর নিচ্ছেন বলে জানিয়েছেন বরিশাল নদী বন্দর কর্মকর্তা ও বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক মোস্তাফিজুর রহমান।
আরও পড়ুন: বঙ্গোপসাগরে ১৮ ট্রলারডুবি, ৩ জেলে নিখোঁজ
ডাকাতিয়ায় ট্রলারডুবির ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা
২ বছর আগে
কীর্তনখোলায় নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার
কীর্তনখোলা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে কীর্তনখোলা নদীর একটি শাখা খাল থেকে তার লাশ উদ্ধার করে কোস্টগার্ড সদস্যরা।
এর আগে গত ১৯ ফেব্রুয়ারি বিকালে বরিশাল সদর উপজেলার চরমোনাই আশ্রয়ণ প্রকল্প সংলগ্ন কীর্তনখোলা নদীতে গোসল করতে গিয়ে তিনি নিখোঁজ হন।
নিহত আফসার আলী খান চরমোনাই ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের নলচর গ্রামের বাসিন্দা।
আরও পড়ুন: বগুড়ায় নিরাপত্তা কর্মীর লাশ উদ্ধার
চরমোনাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ জিয়াউল করীম বলেন, গত ১৯ ফেব্রুয়ারি বিকালে সদর উপজেলার চরমোনাই আশ্রয়ণ প্রকল্প সংলগ্ন কীর্তনখোলা নদীতে গোসল করতে গিয়ে তিনি নিখোঁজ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ড ঘটনাস্থলে গিয়ে তার সন্ধানে তল্লাশি শুরু করে। চারদিন পর মঙ্গলবার সকালে কীর্তনখোলা নদীর একটি শাখা খাল থেকে তার লাশ উদ্ধার করে কোস্টগার্ড সদস্যরা।
আরও পড়ুন: বাগেরহাটে কলা বাগান থেকে যুবকের লাশ উদ্ধার
সদর নৌ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাতুজ্জামান জানান, স্বজনরা লাশ শনাক্ত করেছে, এখন পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
২ বছর আগে
গোসলে নেমে কীর্তনখোলা নদীতে বৃদ্ধ নিখোঁজ
বরিশালের কীর্তনখোলা নদীতে গোসল করতে নেমে এক বৃদ্ধ নিখোঁজ হয়েছে। শনিবার বিকাল ৩টায় বরিশাল সদর উপজেলার চরমোনাই আশ্রয়ণ প্রকল্প এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ আফসার আলী খান (৭৫) আশ্রয়ণ প্রকল্প এলাকার বাসিন্দা।ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আফসার আলী খান তার স্ত্রীর সঙ্গে কীর্তণখোলা নদীতে গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে স্ত্রীকে চলে যেতে বলেন তিনি । এর এক ঘণ্টা পরও বাড়ি না ফেরায় আফসারের স্ত্রীর চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে বরিশাল ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে বরিশাল ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল গিয়ে কীর্তনখোলা নদীতে উদ্ধার কাজ শুরু করে।বরিশাল নৌ ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা খোরশেদ আলম বলেন, নিখোঁজ বৃদ্ধকে উদ্ধারের চেষ্টা চলছে।বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম বলেন, নদীতে একজনের নিখোঁজের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস।
আরও পড়ুন: চাঁদপুরে নিখোঁজ মাইক্রোবাস চালকের লাশ খাল থেকে উদ্ধার
নাটোরে নিখোঁজ ব্যক্তির লাশ ভুট্টা খেত থেকে উদ্ধার
২ বছর আগে
কীর্তনখোলায় লঞ্চের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে কার্গোডুবি
বরিশাল সদর উপজেলায় কীর্তনখোলা নদীতে শনিবার রাতে একটি লঞ্চ ও মালবাহী কার্গোর মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে হাজী মোহাম্মদ টুটু মিয়া নামের কার্গোটি নদীতে ডুবে গেছে।
৫ বছর আগে