রুপা
দর্শনায় ১১ কেজি ভারতীয় রুপাসহ আটক ২
চুয়াডাঙ্গা দামুড়হুদার সীমান্তবর্তী দর্শনা এলাকা থেকে প্রায় ১১ কেজির ওজনের ভারতীয় দানাদার রুপা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে দুই চোরাকারবারীকে আটক করা হয়েছে।
শনিবার (২৬ জুলাই) দুপুর দেড়টার দিকে দর্শনার আজিমপুর গ্রামের একটি ফুড গোডাউনে এ অভিযান চালানো হয়।
আটকরা হলেন— দর্শনার পুরাতন বাজারের ইকরামুল হকের ছেলে রাজিউল ইসলাম (৩৭) ও আনোয়ারপুর গ্রামের জামাল উদ্দিনের ছেলে মো. সাগর আলী (২১)।
পড়ুন: বিজিবি দেখে মোটরসাইকেল ফেলে পালাল চোরাকারবারি, প্রায় ৩২ লাখ টাকার স্বর্ণ জব্দ
প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, দর্শনার ওই ফুড গোডাউনে এ অভিযান চালানো হয়। অভিযানে ভারতীয় দানাদার রুপা ভর্তি একটি কাগজের কার্টুন উদ্ধার করা হয়। ওই কার্টুনের মধ্য থেকে ১০ দশমিক ৮৩৮ কেজি ওজনের রুপা জব্দ করা হয়। যার বাজারমূল্য ২৬ লাখ ৫২ হাজার টাকা।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, দর্শনা থানায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আটকদের থানায় হস্তান্তরের পাশাপাশি জব্দ করা রুপা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
১৩১ দিন আগে
যশোরে বিপুল পরিমাণ রুপার অলংকারসহ আটক ২
যশোরে অভিযান চালিয়ে ৭০ কেজি ৫০০ গ্রাম রুপার অলংকারসহ দুজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শার্শার নাভারণে সাতক্ষীরা মোড় থেকে এসব অলংকারসহ তাদের আটক করা হয়। জব্দ করা অলঙ্কারের বাজারমূল্য ১ কোটি ৫৭ লাখ টাকার মতো বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।
আটকরা হলেন— জাহাঙ্গীর কবির লিটু ও মেহেদী হাসান। তারা দুজনেই উপজেলার বাগআঁচড়ার বাগড়ী গ্রামের বাসিন্দা।
আরও পড়ুন: ১৮টি স্বর্ণের বার পাচারকালে ভারতীয় নাগরিক আটক
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, গোপন সংবাদ পাই যে, লিটু ও মেহেদী নামে দুজন ভারত থেকে বিপুল পরিমাণ রুপার বড় একটি চালান নিয়ে সাতক্ষীরা থেকে ঢাকার উদ্দেশে একটি বাসে রওনা দিয়েছেন। সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল শার্শার নাভারণে সাতক্ষীরা মোড়ে বাসটিকে তল্লাশি করে ৭১টি প্যাকেট থেকে বিভিন্ন প্রকার রুপার অলংকার জব্দ করে।
২৮৫ দিন আগে
ফরিদপুরে সাড়ে ৩ হাজার ভরি রুপার অলংকার উদ্ধার, আটক ২
ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকায় অভিযান চালিয়ে তিন হাজার ছয়শ’ ৪৯ ভরি রুপার অলংকার উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় একটি মোটরসাইকেল, মোবাইলসহ দুই ব্যক্তিকে আটক করা হয়।
শনিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের হলরুমে এক প্রেস বিফ্রিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মো. জামাল পাশা।
আটক ব্যক্তিদের নাম কাজী আসাদুজ্জামান ও মো. সানি খান। তাদের দুজনের বাড়িই ফরিদপুর শহরে।
অতিরিক্ত পুলিশ সুপার মো. জামাল পাশা জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের ওসি রাকিবুল ইসলামের নেতৃত্বে একটি দল শুক্রবার দিবাগত রাতে শহরের গোয়ালচামট লাহেড়ীপাড়া এলাকায় কাজী আসাদুজ্জামানের বাড়িতে অভিযান চালিয়ে তিন হাজার ছয়শ’ ৪৯ ভরি রুপার অলংকার উদ্ধার করা হয়। এসময় কাজী আসাদুজ্জামান ও মো. সানি খানকে আটক করা হয়।
তিনি আরও জানান, আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় তারা ভারত থেকে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে এই রুপার অলংকার দেশে এনে বিভিন্ন দোকানে বিক্রি করে থাকেন। এ ঘটনায় কোতোয়ালি থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।
আটককৃতদের বিকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
আরও পড়ুন: যশোরে ১০ কোটি টাকা মূল্যের স্বর্ণের বারসহ আটক ১
সিলেট বিমানবন্দরে ৮০ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১
১২৮৬ দিন আগে
নাটোরে রুপা ও ভারতীয় রুপি উদ্ধার, আটক ২
নাটোরের গুরুদাসপুরে একটি প্রাইভেট কার থেকে ১ লাখ ৭০ হাজার ভারতীয় রুপি ও ২৫ কেজি রুপা উদ্ধার করা হয়েছে। এই সময় দুজনকে আটক করে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। শনিবার রাতে উপজেলার কাছিকাটা টোল প্লাজা থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- ময়মনসিংহের মকলেছুর রহমান ও গাইবান্ধার নাজমুল হক।
আরও পড়ুন: জঙ্গি সন্দেহে খুলনায় আটক ১১
নাটোর মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মতিয়ার রহমান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল শনিবার রাতে গুরুদাসপুর উপজেলার কাছিকাটা টোল প্লাজায় চেকপোস্ট স্থাপন করে। এ সময় ঢাকাগামী একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ভারতীয় রুপি ও রুপা উদ্ধার করা হয়। পরে মকলেছুর রহমান ও নাজমুল হক নামের দুজনকে সেখান থেকে আটক করা হয়।
আরও পড়ুন: সাবেক স্বামীকে পিটিয়ে হত্যা, স্ত্রী ও তার বর্তমান স্বামী আটক
তাদেরকে গুরুদাসপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।
আটক ব্যক্তিরা মুদ্রাসহ মূল্যবান সামগ্রী পাচারকারী চক্রের সদস্য বলে দাবি করেন তিনি।
১৩৫৬ দিন আগে
বেনাপোল সীমান্তে ১৮ কেজি রুপা উদ্ধার
বেনাপোলের গোগা সীমান্ত থেকে মঙ্গলবার সকালে ভারত থেকে পাচারা হয়ে আসা ১৮ কেজি রুপা উদ্ধার করেছে বিজিবি।
২১৮০ দিন আগে