রুপা
ফরিদপুরে সাড়ে ৩ হাজার ভরি রুপার অলংকার উদ্ধার, আটক ২
ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকায় অভিযান চালিয়ে তিন হাজার ছয়শ’ ৪৯ ভরি রুপার অলংকার উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় একটি মোটরসাইকেল, মোবাইলসহ দুই ব্যক্তিকে আটক করা হয়।
শনিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের হলরুমে এক প্রেস বিফ্রিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মো. জামাল পাশা।
আটক ব্যক্তিদের নাম কাজী আসাদুজ্জামান ও মো. সানি খান। তাদের দুজনের বাড়িই ফরিদপুর শহরে।
অতিরিক্ত পুলিশ সুপার মো. জামাল পাশা জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের ওসি রাকিবুল ইসলামের নেতৃত্বে একটি দল শুক্রবার দিবাগত রাতে শহরের গোয়ালচামট লাহেড়ীপাড়া এলাকায় কাজী আসাদুজ্জামানের বাড়িতে অভিযান চালিয়ে তিন হাজার ছয়শ’ ৪৯ ভরি রুপার অলংকার উদ্ধার করা হয়। এসময় কাজী আসাদুজ্জামান ও মো. সানি খানকে আটক করা হয়।
তিনি আরও জানান, আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় তারা ভারত থেকে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে এই রুপার অলংকার দেশে এনে বিভিন্ন দোকানে বিক্রি করে থাকেন। এ ঘটনায় কোতোয়ালি থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।
আটককৃতদের বিকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
আরও পড়ুন: যশোরে ১০ কোটি টাকা মূল্যের স্বর্ণের বারসহ আটক ১
সিলেট বিমানবন্দরে ৮০ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১
২ বছর আগে
নাটোরে রুপা ও ভারতীয় রুপি উদ্ধার, আটক ২
নাটোরের গুরুদাসপুরে একটি প্রাইভেট কার থেকে ১ লাখ ৭০ হাজার ভারতীয় রুপি ও ২৫ কেজি রুপা উদ্ধার করা হয়েছে। এই সময় দুজনকে আটক করে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। শনিবার রাতে উপজেলার কাছিকাটা টোল প্লাজা থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- ময়মনসিংহের মকলেছুর রহমান ও গাইবান্ধার নাজমুল হক।
আরও পড়ুন: জঙ্গি সন্দেহে খুলনায় আটক ১১
নাটোর মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মতিয়ার রহমান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল শনিবার রাতে গুরুদাসপুর উপজেলার কাছিকাটা টোল প্লাজায় চেকপোস্ট স্থাপন করে। এ সময় ঢাকাগামী একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ভারতীয় রুপি ও রুপা উদ্ধার করা হয়। পরে মকলেছুর রহমান ও নাজমুল হক নামের দুজনকে সেখান থেকে আটক করা হয়।
আরও পড়ুন: সাবেক স্বামীকে পিটিয়ে হত্যা, স্ত্রী ও তার বর্তমান স্বামী আটক
তাদেরকে গুরুদাসপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।
আটক ব্যক্তিরা মুদ্রাসহ মূল্যবান সামগ্রী পাচারকারী চক্রের সদস্য বলে দাবি করেন তিনি।
২ বছর আগে
বেনাপোল সীমান্তে ১৮ কেজি রুপা উদ্ধার
বেনাপোলের গোগা সীমান্ত থেকে মঙ্গলবার সকালে ভারত থেকে পাচারা হয়ে আসা ১৮ কেজি রুপা উদ্ধার করেছে বিজিবি।
৫ বছর আগে