আগামী ১৫ আগস্ট ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সদস্যদের প্রতি শান্তিপূর্ণভাবে শ্রদ্ধা জানাতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়।
বাংলাদেশ থেকে বঙ্গবন্ধুর স্মৃতি মুছে ফেলার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন তিনি।
তার ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লেখেন, 'আপনার ও আমার শ্রদ্ধা নিবেদনই তারই প্রতিবাদ।’
ফেসবুক পেইজে এক ভিডিও বার্তায় তিনি উল্লেখ করেন, ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর ঐতিহাসিক বাড়িটি পুড়িয়ে দেওয়া হয়েছে।
আরও পড়ুন: দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হলেই শেখ হাসিনা দেশে ফিরবেন: জয়
তিনি বলেন, ‘আমি তাদের প্রটেস্টর বলব না, আমি তাদের মব বলব। তারা জাতির পিতার ঘর পুড়িয়ে দিয়েছে।’
জয় বলেন, ধানমন্ডির বাসায় জাতির পিতা ও তার পরিবারের সদস্যদের নৃশংসভাবে হত্যা করা হয়েছে।
এটি একটি জাদুঘর উল্লেখ করে তিনি বলেন, '৭৫ সালের খুনিরাও ওই বাড়িটি ধ্বংস করার সাহস দেখাতে পারেনি।’
ওয়াশিংটনে বসবাসরত জয় বলেন, বঙ্গবন্ধু কোনো দলীয় বিষয় নন।
তিনি বলেন, ‘তিনি জাতির পিতা, তাকে ছাড়া আমরা বাংলাদেশি হতে পারতাম না, আজ পাকিস্তানি হয়ে থাকতাম।’
তিনি বলেন, বাঙালি জাতির প্রতি আমার আহ্বান, আপনারা যদি স্বাধীনতার চেতনায় বিশ্বাস করেন, বাংলাদেশকে ভালোবাসেন, ৩২ নম্বরে (ধানমন্ডি ৩২) ফুল দিয়ে শান্তিপূর্ণভাবে প্রতি শ্রদ্ধা জানাবেন।’
তিনি সবাইকে মহান আল্লাহর কাছে বঙ্গবন্ধু, স্বাধীনতার চেতনা ও তার পরিবারের সদস্যদের জন্য দোয়া করার আহ্বান জানান।
১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে একদল বিপথগামী সেনা সদস্যের হাতে নির্মমভাবে হত্যার শিকার হন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেছা মুজিব, তাদের তিন পুত্র শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেল এবং বঙ্গবন্ধুর পরিবারের অধিকাংশ সদস্য এবং তার তিন ঘনিষ্ঠ আত্মীয়।
বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা সে সময় বিদেশে থাকায় ঘাতকদের হাত থেকে রেহাই পান।