নেপালের একটি জনপ্রিয় পর্যটন রুটে ২২ যাত্রী নিয়ে একটি ছোট বিমান নিখোঁজ হয়েছে বলে জানা গেছে। রবিবার দেশটির একজন কর্মকর্তা বিষয়টি জানিয়েছেন।
কাঠমান্ডু থেকে ২০০ কিলোমিটার (১২৫ মাইল) পূর্বে পোখারা থেকে যাত্রা করা তারা এয়ারলাইন্সের বিমানটি ১৫ মিনিটের নির্ধারিত ফ্লাইটে জোমসোমের পাহাড়ি শহরে যাওয়ার কথা ছিল। উড্ডয়নের পরপরই বিমানবন্দরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বিমানটির।
পুলিশ কর্মকর্তা রমেশ থাপা বলেন, টুইন অটার বিমানের অবস্থান সম্পর্কে কোনো তথ্য নেই। তবে অনুসন্ধান চলছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, বিমানটিতে চারজন ভারতীয় এবং দুইজন জার্মানসহ ছয়জন বিদেশি ছিল।
গত কয়েকদিন ধরে ওই এলাকায় বৃষ্টি হলেও ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।
আরও পড়ুন: নাইজেরিয়ায় পদদলিত হয়ে শিশুসহ নিহত ৩১