ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলীয় সিয়ারা রাজ্যের একটি টাউন স্কয়ারে বৃহস্পতিবার ভোরে সশস্ত্র হামলাকারীদের হামলায় অন্তত সাতজন নিহত ও দুজন আহত হয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছে দেশটির সামরিক পুলিশ।
ভিকোসা দো সিয়ারা শহরের চত্বরের নিরাপত্তা ক্যামেরায় ধারণ করা ছবিতে দেখা গেছে, সশস্ত্র সন্দেহভাজনরা বেশ কয়েকটি গাড়ি ঘটনাস্থলে নেমে বেশ কয়েকজন মানুষকে তাদের হাত মাথার উপর উঁচু করে রাখতে বাধ্য করে।
আরও পড়ুন: ব্রাজিলে ডে কেয়ার সেন্টারে ৪ শিশুকে হত্যা, আহত ৩
প্রত্যক্ষদর্শীরা জানান, তারা অন্তত ৫০টি গুলির শব্দ শুনেছেন, এতে নারী-পুরুষসহ সাতজন নিহত হয়েছেন। আহত দুজনকে পৌর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কর্তৃপক্ষ এই হামলার কোনও কারণ খুঁজে পাননি, তবে উল্লেখ করেছে যে মারাত্মক ক্ষতিগ্রস্থদের মধ্যে কমপক্ষে একজনের গোড়ালিতে মনিটর পরা ছিল। সাধারণত প্যারোলে মুক্ত থাকা বা বিচারের অপেক্ষায় থাকা ব্যক্তিরা এ ধরণের পোশাক পরেন।
২০২১ সালের ডিসেম্বরে একটি বাড়ির ভিতরে চারজনকে গুলি করে হত্যার পর সাম্প্রতিক সময়ে ভিকোসা দো সিয়ারায় এই হামলাটি দ্বিতীয় সহিংস ঘটনা।
আরও পড়ুন: ব্রাজিলে কারাগারে দাঙ্গায় নিহত ৫