স্বদেশ প্রত্যাবর্তন
শেখ হাসিনার প্রত্যাবর্তনে তৈরি হয় নতুন ইতিহাস: জয়
প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, ১৯৮১ সালের ১৭ মে মা-বাবা-ভাই হারিয়ে এক বিষাদগ্রস্ত মন, অশ্রুভেজা চোখ, নিদারুণ কষ্ট বুকে নিয়ে দেশে ফিরেছিলেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।
মঙ্গলবার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি লিখেছেন, ‘তিনি দেশে ফিরেছিলেন বলেই আজ আমরা স্বাধীনতার ফল ভোগ করতে পারছি। হিংসার রাজনীতি দূরীভূত হয়ে আজ আমরা সচ্ছল হয়ে উঠেছি, শান্তির নিঃশ্বাস নিতে পারছি একটি সুজলা-সুফলা শ্যামল বাংলাদেশে।’
শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে তিনি বলেন, তার প্রত্যাবর্তন বাংলাদেশের জন্য তৈরি করে নতুন ইতিহাস।
আরও পড়ুন: বঙ্গবন্ধু স্বদেশে ফিরে আসার পরই আমাদের নবযুগের সূচনা হয়: পররাষ্ট্রমন্ত্রী
জয় আরও লিখেছেন, ‘গ্রাম থেকে গ্রামান্তরে, শহর-উপশহর-মফস্বলের প্রতিটি স্তরের মানুষের জীবনমান পরিবর্তনে বৈপ্লবিক কর্মযজ্ঞ সম্পন্ন করেছে আওয়ামী লীগ সরকার।’
ফেসবুক পোস্টে তিনি বলেন যে এমনকি তথ্যপ্রযুক্তিসহ শিক্ষাখাতের যে আধুনিকায়ন করা হয়েছে, তার মাধ্যমে নতুন প্রজন্ম নিজেদের মানবিক ও স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তোলার সুযোগ পাচ্ছে।
জয় উল্লেখ করেন, ‘বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী পরিকল্পনায় স্মার্ট প্রজন্মের হাত ধরে ক্রমেই গড়ে উঠছে স্মার্ট বাংলাদেশ।’
আরও পড়ুন: দেশজুড়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস
১ বছর আগে
শেখ হাসিনার ৪২তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ
ক্ষমতাসীন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪২তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ মঙ্গলবার পালিত হচ্ছে।
১৯৭৫ সালের ১৫ আগস্ট সেনা কর্মকর্তাদের হাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের অধিকাংশ সদস্য খুন হওয়ার প্রায় ছয় বছর পর ১৯৮১ সালের ১৭ মে ভারত থেকে দেশে ফেরেন শেখ হাসিনা।
ওই সময় বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা জার্মানিতে অবস্থান করায় তারা বেঁচে যান।
আরও পড়ুন: শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন মঙ্গলবার উদযাপন করবে আ’লীগ
১৯৮১ সালের ১৪-১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় কাউন্সিলে অনুপস্থিত থাকলেও শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন।
দিনটি উপলক্ষে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।
শেখ হাসিনার জন্য দেশব্যাপী মসজিদ ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
সকাল ১০টায় রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে হিন্দু সম্প্রদায় এবং সকাল সাড়ে ৯টায় মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে বৌদ্ধ সম্প্রদায় প্রার্থনা অনুষ্ঠানের আয়োজন করে। সন্ধ্যা ৬টায় মিরপুর-১০ এর ওয়াইএমসিএ চার্চে খ্রিস্টান সম্প্রদায়ের কর্মসূচি রয়েছে।
আরও পড়ুন: সাম্প্রদায়িক ও অপশক্তি দমনে শেখ হাসিনার বিকল্প নেই: তথ্যমন্ত্রী
২ বছর আগে
শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন মঙ্গলবার উদযাপন করবে আ’লীগ
আওয়ামী লীগ মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের ৪২তম বার্ষিকী আলোচনা সভা, দোয়া ও ত্রাণ বিতরণের মধ্য দিয়ে উদযাপন করবে।
১৯৮১ সালের এই দিনে শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব গ্রহণ এবং দলকে বিজয়ী করে ক্ষমতায় ফিরিয়ে আনতে সামরিক শাসনের বিরুদ্ধে ২১ বছরের গণতন্ত্রপন্থী আন্দোলন শুরু করতে ভারতের নয়াদিল্লিতে ছয় বছরের নির্বাসন থেকে দেশে ফিরে আসেন।
১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা বিদেশে ছিলেন এবং এ দিনই তাদের পিতা বাংলাদেশের রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তার পরিবারের অধিকাংশ সদস্যের সঙ্গে ঢাকার ধানমন্ডি-৩২ এর বাসভবনে হত্যা করা হয়।
আরও পড়ুন: ফখরুল ও বিএনপি নেতাদের দলত্যাগ করা উচিত: ওবায়দুল কাদের
এরপর থেকে শেখ হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভানেত্রী নির্বাচিত না হওয়া এবং লাখো উল্লাসিত সমর্থকদের স্বাগত জানানোর মধ্য দিয়ে এই ঐতিহাসিক দিনে দেশে ফেরার আগ পর্যন্ত দুই বোনকে নির্বাসনে থাকতে বাধ্য করা হয়েছিল।
১৭ মে বৃষ্টি ভেজা বিকালে ঢাকার কুর্মিটোলা বিমানবন্দরে অবতরণের পর শেখ হাসিনা মানিক মিয়া এভিনিউতে এক বিশাল জনসভায় ভাষণ দেন এবং সেখানে তিনি গণতন্ত্র পুনরুদ্ধারে তার জীবন উৎসর্গ করার এবং বাংলাদেশকে ‘সোনার বাংলা’ হিসেবে গড়ে তোলার বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ পূরণ করার অঙ্গীকার করেন।
দিবসটি উপলক্ষে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন তার প্রত্যাবর্তনের তাৎপর্য ও কীভাবে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেশের রাজনৈতিক ও উন্নয়নের দৃশ্যপট পরিবর্তন করেছেন তা তুলে ধরে আলোচনা ও অন্যান্য কর্মসূচির আয়োজন করবে।
মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সভাপতিত্বে আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ আওয়ামী যুবলীগ আরেকটি আলোচনা অনুষ্ঠানের আয়োজন করবে যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করবেন সাধারণ সম্পাদক মইনুল হাসান খান নিখিল।
আরও পড়ুন: দেশ ও গণতন্ত্রকে বাঁচাতে হলে আ.লীগকে ক্ষমতায় রাখতে হবে: কাদের
এছাড়া সংগঠনটি কর্মসূচি চলাকালীন শারীরিকভাবে প্রতিবন্ধী ব্যক্তিদের পোশাক, হুইল চেয়ার ও সাদা ছড়ি বিতরণ করবে।
প্রধানমন্ত্রীর জন্য দেশব্যাপী মসজিদ ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে।
সকাল ১০টায় রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে হিন্দু সম্প্রদায়, সকাল সাড়ে ৯টায় মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহার মন্দিরে বৌদ্ধ সম্প্রদায় এবং সন্ধ্যা ৬টায় মিরপুর-১০ এর সেনপাড়া পর্বতার ওয়াইএমসি গির্জায় খ্রিস্টান সম্প্রদায় প্রার্থনা অনুষ্ঠানের আয়োজন করবে।
২ বছর আগে
উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
‘সোনার বাংলা’ বিনির্মাণে সকলের অংশগ্রহণে দেশের অর্থনীতির যে অগ্রগতি হয়েছে, তার গতি ধরে রাখতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, ‘ইনশাল্লাহ যতটুকু পারি জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন করে বাংলাদেশের দুঃখী মানুষের ভাগ্য পরিবর্তন করে দিয়ে যাব এবং দেশবাসীকেও আমি সে আহ্বানই জানাই- সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে যে অগ্রগতি ইতোমধ্যে হয়েছে সেটা ধরে রাখুন।’
সোমবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত ‘মুক্ত স্বদেশে জাতির পিতা’ শীর্ষক অনুষ্ঠানের আলোচনা পর্বে সভাপতির ভাষণে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি এ অনুষ্ঠানে যোগ দেন।
আরও পড়ুন: বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী
শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধু যাদের জন্য দেশ স্বাধীন করেছেন, সারাজীবন সংগ্রাম করেছেন, বারবার কারাবরণ ও নিপীড়ন সহ্য করেছেন এবং জীবন উৎসর্গ করেছেন তাদের ভাগ্য পরিবর্তন করাই তার সরকারের লক্ষ্য।
এ সময় তিনি বলেন, আজ আমি বাংলাদেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি কারণ তারা আমার ওপর আস্থা রেখেছেন এবং ক্ষমতায় এসে জনগণের উন্নয়নে কাজ করার সুযোগ পেয়েছি।
প্রধানমন্ত্রী বলেন,‘আমাদের লক্ষ্য যে স্বপ্ন নিয়ে জাতির পিতা বাংলাদেশ স্বাধীন করেছিলেন সে স্বপ্ন বাস্তবায়ন করা, দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো এবং বাংলাদেশকে ক্ষুধা ও দারিদ্র মুক্ত সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তোলা। আজকের দিনে সে প্রত্যয়ই ব্যক্ত করছি।’
আরও পড়ুন: স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বঙ্গবন্ধুর প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
আলোচনা সভায় আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড.আ আ ম স আরেফিন সিদ্দিক ও সাবেক পররাষ্ট্র সচিব মহিউদ্দিন আহমেদ। সভায় স্বাগত বক্তব্য দেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির সমন্বয়ক ড.কামাল আব্দুল নাসের চৌধুরী।
১৯৭২ সালের ৮ জানুয়ারি পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে লন্ডনে গেলে হিথ্রো বিমানবন্দরে বঙ্গবন্ধুকে অভ্যর্থনা জানান মহিউদ্দিন আহমেদ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ত্রপা মজুমদার। অনুষ্ঠানে বঙ্গবন্ধু ও বঙ্গমাতাকে নিয়ে বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানার লেখা দুটি কবিতা আবৃত্তি করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর।
আরও পড়ুন: দেশ বিরোধী সক্রিয় অপশক্তিগুলোর ব্যাপারে সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
২ বছর আগে
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালনে আওয়ামী লীগের প্রস্তুতি
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপনের জন্য বাংলাদেশ আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।
দিবসটি উপলক্ষে সোমবার সকাল সাড়ে ৮টায় রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরের ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করবেন ক্ষমতাসীন দলের নেতারা।
এছাড়া বাংলাদেশ আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল সকাল ১১টায় টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবে।
এরপর মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে, যেখানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
সাড়ে নয় মাস পাকিস্তানের কারাগারে বন্দি থাকার পর ১৯৭২ সালের ১০ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশে ফিরে আসেন।
আরও পড়ুন: টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধান বিচারপতির শ্রদ্ধা
ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ডিক্যাবের শ্রদ্ধা
‘মৃত বঙ্গবন্ধু জীবিত বঙ্গবন্ধুর চেয়ে শক্তিশালী’
২ বছর আগে
‘হাসিনা- এ ডটারস টেল’ পুনঃপ্রচার হবে
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে নির্মিত ‘হাসিনা- এ ডটারস টেল’ ডকুড্রামা আবারও বিভিন্ন চ্যানেলে প্রচারিত হবে।
সোমবার (১৭ মে) দুপুর সাড়ে ৩টায় প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বিটিভি, বিটিভি ওয়ার্ল্ড এবং বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেল সিনেমাটি আবারও প্রচার করবে।
জাতির পিতা বঙ্গবন্ধু হত্যার পর দীর্ঘ ছয় বছরের অপেক্ষা শেষে ১৯৮১ সালে ১৭ মে নিজে দেশে ফিরে আসেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আরও পড়ুন: ফিলিস্তিনের এক বাড়ির নাম ‘শেখ হাসিনা’
বঙ্গবন্ধুর হত্যার সময় জার্মানিতে অবস্থান করা শেখ হাসিনা ফোনের মাধ্যমে জানতে পারেন বঙ্গবন্ধু হত্যার কথা। এরপরের ছয়টি বছর জীবনে অনেক কিছুর সম্মুখীন হতে হয়েছে তাকে। দীর্ঘ ছয় বছরের প্রতীক্ষা ও লড়াইয়ের গল্প ফুটিয়ে তোলা হয় ‘হাসিনা- এ ডটারস টেল’ চলচ্চিত্রে।
‘হাসিনা- এ ডটারস টেল’ প্রযোজনা করে আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)।
আরও পড়ুন: মুক্তিযোদ্ধাদের ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
এর ঢাকা লিট ফেস্ট, বাংলাদেশ ফিল্ম ফেস্টিভাল কলকাতা এবং ভারতের আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভাল এবং বাংলাদেশের বিভিন্ন টিভি চ্যানেলে প্রদর্শিত এবং প্রচারিত হয় সিনেমাটি।
৩ বছর আগে
বঙ্গবন্ধুর ভাস্কর্য অনুপ্রেরণার উৎস হতে পারে: রাষ্ট্রদূত
নতুন প্রজন্মের হৃদয় ও মননে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লক্ষ্য ও আদর্শ ধারণ করার ক্ষেত্রে দেশের বিভিন্ন স্থানে স্থাপিত বঙ্গবন্ধুর ভাস্কর্য অনুপ্রেরণার উৎস হতে পারে বলে উল্লেখ করেছেন বেলজিয়ামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহ।
৩ বছর আগে