সতর্কতামূলক ব্যবস্থা
ঘূর্ণিঝড় মোখা: শিক্ষা বোর্ডগুলোকে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান
ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি তপন কুমার সরকার ঘূর্ণিঝড় 'মোখা' তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ায় সংশ্লিষ্ট সকলকে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।
তপন কুমার সরকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সব বোর্ডকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং পরীক্ষা সংক্রান্ত সব গোপন বিষয় নিরাপদে রাখতে বলা হয়েছে।
তবে ঘূর্ণিঝড় মোখা'র কারণে চলমান মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা স্থগিতের বিষয়ে সরকার এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি।
এদিকে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় 'মোখা' আরও ঘনীভূত হয়ে উত্তর-উত্তরাভিমুখে অগ্রসর হওয়ায় সমুদ্রবন্দরগুলোকে ২ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আরও পড়ুন: ঘূর্ণিঝড় মোখা: এখনো শান্ত কক্সবাজার সমুদ্র সৈকত
খুলনায় ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় ৪০৯টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত
১ বছর আগে
খাদ্য-জ্বালানি নিরাপত্তার বিষয়ে সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সামনের খাদ্য ও জ্বালানি নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবিলায় দু’টি গুরুত্বপূর্ণ বিষয়ে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণে বিচক্ষণতা অবলম্বন করেছে বাংলাদেশ।
মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক নির্দেশনার কথা উল্লেখ মোমেন এ কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী সামনে আরও চ্যালেঞ্জের পূর্বাভাস দিয়ে যুদ্ধের কারণে অনেক দেশের পরিস্থিতি তুলে ধরেন।
এর আগে তিনি শেখ রাসেলের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বক্তব্য দেন।
মোমেন বলেন, বাংলাদেশ এ ধরনের নৃশংস হত্যাকাণ্ড দেখতে চায় না এবং প্রতিটি শিশুর জন্য একটি উন্নত বিশ্ব নিশ্চিত করতে চায়।
আরও পড়ুন: শিক্ষার্থীদের মেধা বিকাশে বিতর্কের চর্চা করতে হবে: পররাষ্ট্রমন্ত্রী
কিরগিজস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. মোমেনের বৈঠক
রুশ পররাষ্ট্রমন্ত্রীকে রোহিঙ্গা পরিস্থিতি অবহিত করলেন মোমেন
২ বছর আগে
বার্ড ফ্লু রোধে আগাম প্রস্তুতি গ্রহণের নির্দেশ
বার্ড ফ্লু রোগের সংক্রমণ ও বিস্তার রোধে আগাম প্রস্তুতি গ্রহণের নির্দেশ দিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।
৩ বছর আগে