পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সামনের খাদ্য ও জ্বালানি নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবিলায় দু’টি গুরুত্বপূর্ণ বিষয়ে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণে বিচক্ষণতা অবলম্বন করেছে বাংলাদেশ।
মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক নির্দেশনার কথা উল্লেখ মোমেন এ কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী সামনে আরও চ্যালেঞ্জের পূর্বাভাস দিয়ে যুদ্ধের কারণে অনেক দেশের পরিস্থিতি তুলে ধরেন।
এর আগে তিনি শেখ রাসেলের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বক্তব্য দেন।
মোমেন বলেন, বাংলাদেশ এ ধরনের নৃশংস হত্যাকাণ্ড দেখতে চায় না এবং প্রতিটি শিশুর জন্য একটি উন্নত বিশ্ব নিশ্চিত করতে চায়।
আরও পড়ুন: শিক্ষার্থীদের মেধা বিকাশে বিতর্কের চর্চা করতে হবে: পররাষ্ট্রমন্ত্রী