মহামারির কারণে নতুন বছরের প্রথম দিনে কোনো বই উৎসব না হলেও শনিবার সারাদেশে বিনামূল্যে বই বিতরণ শুরু হয়েছে।
২০২২ শিক্ষাবর্ষে সারাদেশে প্রাক-প্রাথমিক স্তর থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত প্রায় ৪১.৭ শিক্ষার্থীর মধ্যে প্রায় ৩৪৭ মিলিয়ন কপি পাঠ্যবই বিতরণ করা হবে।
স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের নিজ নিজ শ্রেণিকক্ষে বই বিতরণ করা হচ্ছে।
রাঙামাটি, ব্রাহ্মণবাড়িয়া, ফরিদপুর, বরিশাল, নাটোর ও মাগুরাসহ বিভিন্ন জেলা থেকে ইউএনবি সংবাদদাতারা জানিয়েছেন ২০২২ সালের প্রথম দিনে উক্ত জেলার শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করা হয়েছে।
আরও পড়ুন: দেশব্যাপী ‘বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলা’ শুরু বৃহস্পতিবার
বছরের শুরুতে নতুন বই পাওয়ায় অনেক শিক্ষার্থী আনন্দ প্রকাশ করেছে।
উল্লেখ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার গণভবন থেকে ভার্চুয়ালি এক অনুষ্ঠানে যোগ দিয়ে আনুষ্ঠানিকভাবে ২০২২ শিক্ষাবর্ষের মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বই বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের কয়েকজন শিক্ষার্থীর হাতে বই তুলে দেন।
আরও পড়ুন: গলাচিপায় সরকারি বই উদ্ধার, আটক ২