জাতীয় চলচ্চিত্র পুরস্কার
জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২১ ঘোষণা, এবার পেলেন যারা
জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২১ এর জন্য মনোনীতদের নাম ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি গেজেট প্রজ্ঞাপন জারি করেছে।
চলচ্চিত্র শিল্পে অবদানের জন্য ‘আজীবন সম্মাননা পুরস্কারে’ ভূষিত হয়েছেন বিশিষ্ট শিল্পী ডলি জহুর ও ইলিয়াস কাঞ্চন।
চলচ্চিত্র শিল্পে অবদানের জন্য সরকার প্রতি বছর বিভিন্ন বিভাগে শিল্পীদের সম্মাননা দিয়ে থাকে।
পুরস্কারটি বাংলাদেশের চলচ্চিত্রের জন্য প্রদত্ত সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার হিসেবে বিবেচিত হয়।
আরও পড়ুন: জাতীয় চলচ্চিত্র পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী
এ বছর ২৭টি বিভাগে ৩৪টি পুরস্কার দেয়া হবে।
চলচ্চিত্র শিল্পে অবদানের জন্য ‘আজীবন সম্মাননা পুরস্কারে’ ভূষিত হয়েছেন বিশিষ্ট শিল্পী ডলি জহুর ও ইলিয়াস কাঞ্চন।
সেরা চলচ্চিত্র বিভাগে যৌথভাবে বিজয়ী হয়েছে ‘লাল মুরগের ঝুটি’ এবং রেজওয়ান শাহরিয়ার সুমিতের ‘নোনাজলের কাব্য’।
সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন রেজওয়ান শাহরিয়ার সুমিত, ‘নোনাজলের কাব্য ’ ছবির জন্য।
আকা রেজা গালিব পরিচালিত 'ধর' সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে পুরস্কার জিতেছে এবং সেরা তথ্যচিত্র বিভাগে পুরস্কার পেয়েছে 'বোধভূমিতে একদিন'।
'মৃধা বনাম মৃধা' ও 'রাতজাগা ফুল' ছবিতে প্রধান চরিত্রে অভিনয়ের জন্য যথাক্রমে সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন সিয়াম আহমেদ ও মীর সাব্বির মাহমুদ।
প্রধান চরিত্রে সেরা অভিনেত্রীর পুরস্কার ২০২১ পেয়েছেন 'রেহানা মরিয়ম নূর' ছবির জন্য আজমেরী হক এবং 'নোনা জলের কাব্য' ছবির জন্য তাসনোভা তামান্না।
'নোনা জলের কাব্য' ছবির জন্য সেরা সহ-অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন ফজলুর রহমান বাবু এবং 'পদ্মপুরাণ' ছবির জন্য সেরা সহ-অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন শম্পা রেজা।
মো. আব্দুল মান্নান (জয়রাজ) 'লাল মোরগের ঝুটি' ছবিতে নেতিবাচক চরিত্রে সেরা অভিনেতার পুরস্কার পান।'মৃধা বনাম মৃধা' ছবিতে কমেডির জন্য পুরস্কার পেয়েছেন প্রভাষ কুমার ভট্টাচার্য (মিলন)।
আফিয়া তাবাসসুম (আফিয়া জাহিন জায়মা) 'রেহানা মরিয়ম নূর' ছবির জন্য শ্রেষ্ঠ শিশুশিল্পীর পুরস্কার জিতেছেন, আর শিশু বিভাগে 'যা হারিয়ে যায়' ছবির জন্য বিশেষ পুরস্কার পেয়েছেন জান্নাতুল মাওয়া ঝিলিক।
'যৈবতী কন্যার মন' ছবির জন্য সেরা সঙ্গীত পরিচালকের পুরস্কার জিতেছেন সুজেয় শ্যাম। কে এম আবদুল্লাহ আল মুর্তজা মুহিন 'পদ্ম পুরাণ' চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ গায়ক বিভাগে পুরস্কার জিতেছেন এবং শ্রেষ্ঠ গায়িকা বিভাগে নারী পুরস্কার পেয়েছেন চন্দনা মজুমদার ('পদ্মপুরাণ' চলচ্চিত্র)।
'যৈবতী কন্যার মন' ছবির গানের জন্য শ্রেষ্ঠ গীতিকার পুরস্কার পান প্রয়াত গাজী মাজহারুল আনোয়ার।
'যৈবতী কন্যার মন' ছবির জন্য সেরা সুরকারের পুরস্কার জিতেছেন সুজেয় শ্যাম। 'নোনা জলের কাব্য' ছবির জন্য সেরা গল্প লেখকের পুরস্কার পেয়েছেন রেজওয়ানা শাহরিয়ার সুমিত।
অন্যান্য পুরস্কারপ্রাপ্তরা হলেন- নুরুল আলম আতিক (চিত্রনাট্যকার), তৌকির আহমেদ (সংলাপ), সামির আহমেদ (সেরা সম্পাদনা), শিহাব নুরুন নবী (সেরা শিল্প নির্দেশনা), সৈয়দ কাশেফ শাহবাজী, সুমন কুমার সরকার এবং মাজহারুল ইসলাম রাজু (সম্মিলিতভাবে সেরা)। যৌথভাবে সেরা মেকআপ আর্টিস্টের পুরস্কার পেয়েছেন চিত্রগ্রাহক, শায়বা তালুকদার (সাউন্ড ডিজাইনার), ইদিলা কাসরিন ফরিদ (পোশাক ও নকশা) এবং মো. ফারুক ও মো. ফরহাদ রেজা মিলন।
আরও পড়ুন: রবিবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণ করবেন প্রধানমন্ত্রী
১ বছর আগে
চলচ্চিত্রে গণমানুষের আত্মত্যাগ তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর
বিনোদনের পাশাপাশি স্বাধীনতা যুদ্ধ ও গণমানুষের আত্মত্যাগ তুলে ধরতে চলচ্চিত্র শিল্পের সঙ্গে জড়িতদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, ‘বিনোদনের পাশাপাশি চলচ্চিত্র সমাজ সংস্কারে, মানুষকে শিক্ষা দেয়া, দেশপ্রেমে উদ্বুদ্ধ করা এবং দেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিতে পারে।’
বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) ২০২০ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে যোগ দেন।
২৭টি বিভাগে ৩২ জন বিজয়ীর মধ্যে প্রধানমন্ত্রীর পক্ষে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বিজয়ীদের মধ্যে সম্মানজনক এই স্বীকৃতি তুলে দেন।
আরও পড়ুন: জাতীয় চলচ্চিত্র পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী
শেখ হাসিনা বলেন, চলচ্চিত্র জীবনের আয়না এবং চলচ্চিত্রই পারে সমাজকে সংস্কার করতে।
তিনি বলেন, সমাজ সংস্কারে বিরাট অবদান রাখতে পারে এই চলচ্চিত্র, জীবনের দর্শন আসে চলচ্চিত্রের মাধ্যমে, ইতিহাসের প্রবাহ জানা যায় চলচ্চিত্রের মাধ্যমে।
প্রধানমন্ত্রী বলেন, জনগণের মধ্যে অনেক তথ্য স্থানান্তর করতে পারে চলচ্চিত্র এবং এটি ইতিহাসের বাহক। চলচ্চিত্র অনেক অজানা বিষয় জানার সুযোগ দেয়। এতে অনেক হারিয়ে যাওয়া বিষয় সামনে আসতে পারে।
আরও পড়ুন: বাংলাদেশকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রী
তিনি আরও বলেন, চলচ্চিত্র সমাজ থেকে অনিয়ম ও শৃঙ্খলা দূর করতে ভূমিকা রাখতে পারে।
চলচ্চিত্রের মাধ্যমে দেশ ও জনগণের প্রতি দায়িত্ব ও জবাবদিহিতা প্রকাশ করা যায় বলেও উল্লেখ করেন তিনি।
প্রধানমন্ত্রী জানান, তিনি দেশের চলচ্চিত্র শিল্পকে আধুনিক প্রযুক্তিতে সজ্জিত করতে চান। এর জন্য উপজেলা পর্যায়ের সিনেমা হলগুলোকে সিনেপ্লেক্সে রূপান্তর করতে হবে।
এ প্রসঙ্গে তিনি আরও বলেন, সরকার এক হাজার কোটি টাকার তহবিল তৈরি করেছে।
তিনি নতুন সময় এবং নতুন প্রজন্মের জন্য পুরানো সিনেমাকে ডিজিটালে রূপান্তরের উপর জোর দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু এবং তথ্য ও সম্প্রচার সচিব মো. মকবুল হোসেন।
আরও পড়ুন: শিশুদের জন্য সুন্দর ভবিষ্যৎ গড়ার অঙ্গীকার প্রধানমন্ত্রীর
অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের মধ্য থেকে বক্তব্য দেন রাইসুল ইসলাম আসাদ।
২ বছর আগে
জাতীয় চলচ্চিত্র পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার ২৭টি বিভাগে ৩২ জন বিজয়ীর মধ্যে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২০ প্রদান করেছেন।
বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে যোগ দেন। প্রধানমন্ত্রীর পক্ষে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বিজয়ীদের মধ্যে সম্মানজনক এই স্বীকৃতি তুলে দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু এবং তথ্য ও সম্প্রচার সচিব মো. মকবুল হোসেন।
আরও পড়ুন: আবারও জয়া আহসানের হাতে ‘ব্ল্যাক লেডি’
আনোয়ারা বেগম ও রাইসুল ইসলাম আসাদ যৌথভাবে আজীবন সম্মাননা পেয়েছেন। `গোর’ ও `বিশ্বসুন্দরী’ সিনেমা যৌথভাবে শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে।
সরকারি অনুদানপ্রাপ্ত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আড়ং শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে।
শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্র পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন ও বাংলাদেশের অভ্যুদয়।
‘গোর’ ছবির জন্য শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার পেয়েছেন গাজী রাকায়েত।
আরও পড়ুন: ওয়েব দুনিয়ায় আফসানা মিমির অভিষেক
তার চলচ্চিত্র ‘গোর’ দশটি বিভাগে পুরস্কারের জন্য এবং চয়নিকা চৌধুরী পরিচালিত ‘বিশ্বসুন্দরী’ চলচ্চিত্রটি আটটি বিভাগে পুরস্কারের জন্য মনোনীত হয়েছে।
‘বিশ্বসুন্দরী’তে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেয়েছেন সিয়াম আহমেদ এবং একই ছবিতে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতার পুরস্কার পেয়েছেন ফজলুর রহমান বাবু।
দীপান্বিতা মার্টিন শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার জিতেছেন ‘গোর’ সিনেমার জন্য। শ্রেষ্ঠ সহ-অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন অপর্ণা ঘোষ ‘গন্ডি’র জন্য। ‘বীর’ সিনেমা জন্য শ্রেষ্ঠ খলনায়কের পুরস্কার পান মিশা সওদাগর।
শ্রেষ্ঠ শিশু অভিনেতা বিভাগে ‘গন্ডি’র জন্য মুগ্ধতা মোর্শেদ এবং আড়ং-এর জন্য শিশু অভিনেতা বিভাগে বিশেষ পুরস্কার পেয়েছেন মোহাম্মদ শাহাদাত হাসান বাঁধন।
হৃদয় জুরির জন্য শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালকের পুরস্কার পেয়েছেন বেলাল খান।
‘বিশ্বসুন্দরী’র জন্য মরণোত্তর শ্রেষ্ঠ নৃত্য পরিচালকের পুরস্কার জিতেছেন মোহাম্মদ সহিদুর রহমান।
আরও পড়ুন: বিয়ে বাড়িতে হলো ‘গুণিন’ সিনেমার প্রিমিয়ার!
‘বিশ্বসুন্দরী’ চলচ্চিত্রে ‘তুই কি আমার হবি রে’ গানের জন্য শ্রেষ্ঠ পুরুষ গায়কের পুরস্কার জিতেছেন মোহাম্মদ মাহমুদুল হক ইমরান।
‘বিশ্বসুন্দরী’ চলচ্চিত্রের তুই কি আমার হবি রে গানের জন্য দিলশাদ নাহার কণা এবং ‘বীর চলচ্চিত্রে’ ভালোবাসার মানুষ তুমি গানের জন্য সোমনূর মনির কোনাল যৌথভাবে শ্রেষ্ঠ নারী গায়িকার পুরস্কার পান।
বিশ্বসুন্দরী চলচ্চিত্রে 'তুই কি আমার হবি রে' গানটির জন্য কবির বকুল শ্রেষ্ঠ গীতিকার পুরস্কার পেয়েছেন।
শ্রেষ্ঠ গল্পকার ও শ্রেষ্ঠ চিত্রনাট্যের পুরস্কার পেয়েছেন ‘গোর’ ছবির জন্য গাজী রাকায়েত। শ্রেষ্ঠ সংলাপের পুরস্কার পেয়েছেন ‘গন্ডি’র জন্য ফাখরুল আরেফিন খান।
আরও পড়ুন: ৪০০ বছর আগের গল্প নিয়ে নির্মিত হচ্ছে ‘কাজল রেখা’
শ্রেষ্ঠ সম্পাদকের পুরস্কার পেয়েছেন ‘গোর’ ছবির মোহাম্মদ শরিফুল ইসলাম।
শ্রেষ্ঠ শিল্প নির্দেশকের পুরস্কার পেয়েছেন উত্তম কুমার গুহ।
শ্রেষ্ঠ চিত্রগ্রাহকের পুরস্কার পেয়েছেন ‘গোর’ ছবির জন্য যৌথভাবে পঙ্কজ পালিত ও মোহাম্মদ মাহবুব উল্লাহ। শ্রেষ্ঠ শব্দ গ্রাহকের পুরস্কার পেয়েছেন ‘গোর’ ছবির জন্য কাজী সেলিম আহমেদ। শ্রেষ্ঠ পোশাক ও সাজসজ্জা পুরস্কার পেয়েছেন ‘গোর’ এর এনামতারা বেগম। শ্রেষ্ঠ মেকআপ আর্টিস্টের পুরস্কার পেয়েছেন ‘গোর’ ছবির মোহাম্মদ আলী বকুল।
২ বছর আগে
রবিবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণ করবেন প্রধানমন্ত্রী
শিল্পীদের মাঝে আগামী রবিবার ২৬টি বিভাগে ২০১৯ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
৩ বছর আগে