দাঙ্গা
পাপুয়া নিউ গিনির দুই বড় শহরে দাঙ্গা, নিহত ১৫
পাপুয়া নিউ গিনির দুই বৃহত্তম শহরে দাঙ্গা ও লুটপাটের ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবারও (১১ জানুয়ারি) এই দাঙ্গা পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করেছে দেশটির প্রশাসন।
এর আগে বুধবার(১০ জানুয়ারি) দেশটির রাজধানী পোর্ট মোরেসবিতে শত শত পুলিশ কর্মকর্তা, সৈন্য, কারাকর্মী ও সরকারি কর্মচারীরা বেতন বিরোধের প্রতিবাদে তাদের চাকরি ছেড়ে দেওয়ার পর এই দাঙ্গা শুরু হয়।
পাপুয়া নিউ গিনি সরকার বেতন কমানোর জন্য প্রশাসনিক ত্রুটিকে দায়ী করেছে।
একই ধরনের দাঙ্গায় দক্ষিণ-পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর লায়েও দাঙ্গায় ক্ষয়ক্ষতি হয়েছে। অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশন জানিয়েছে, পোর্ট মোরেসবি ও লে-তে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার আরও ১৮০ জন প্রতিরক্ষাকর্মী পোর্ট মোরেসবি থেকে পালিয়ে যান। উচ্চ বেকারত্ব ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে দেশটিতে অস্থিরতা তৈরি হয়েছে।
পাপুয়া নিউ গিনির প্রধানমন্ত্রী জেমস মারাপে বলেছেন, পোর্ট মোরেসবি 'চাপ ও অস্থিরতার মধ্যে' ছিল, তবে সহিংসতা হ্রাস পেয়েছে।
আরও পড়ুন: ইকুয়েডরে কারাগারে ভয়াবহ দাঙ্গায় নিহত ৬৮
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে মারাপে বলেন, ‘গতকাল শহরে পুলিশ কাজ না করায় মানুষ অরাজকতা শুরু করে। তবে সবাই নয়, আমাদের শহরের কিছু অংশের লোকজন। আজ সকাল পর্যন্ত যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে দেখা যাচ্ছে, শহরে উত্তেজনা কমেছে।’
ব্যবসায়ীরা ধ্বংসপ্রাপ্ত অংশ মেরামত করার কারণে বৃহস্পতিবার অনেক দোকানপাট ও ব্যাংকিং সেবা বন্ধ ছিল।
পাপুয়া নিউ গিনি একটি বৈচিত্র্যময়, উন্নয়নশীল দেশ। এখানে বেশিরভাগ জীবিকা নির্বাহকারী কৃষক। দেশটিতে প্রায় ৮০০টি ভাষায় কথা বলা হয়। এটি দক্ষিণ প্রশান্ত মহাসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি অংশে অবস্থিত। ১ কোটি মানুষ নিয়ে এটি অস্ট্রেলিয়ার পরে সবচেয়ে জনবহুল দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দেশ। অস্ট্রেলিয়ার জনসংখ্যা ২ কোটি ৬০ লাখ।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, তার সরকার তার নিকটতম প্রতিবেশীর কাছ থেকে সাহায্যের জন্য কোনো অনুরোধ পায়নি।
আরও পড়ুন: গুজরাট দাঙ্গা: ১১ দণ্ডপ্রাপ্ত ধর্ষকের মুক্তির বিরুদ্ধে ভারতে বিক্ষোভ
গত মাসে পাপুয়া নিউ গিনি ও অস্ট্রেলিয়া একটি দ্বিপক্ষীয় নিরাপত্তা চুক্তি সই করেছে।
আলবানিজ বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, ‘পোর্ট মোরেসবিতে কী ঘটছে সেখানকার আমাদের হাইকমিশন তার উপর খুব নিবিড় নজর রাখছে এবং অস্ট্রেলিয়ানরা পর্যবেক্ষণে আছে।’
পাপুয়া নিউ গিনি প্রত্যন্ত অঞ্চলে ক্রমবর্ধমান উপজাতীয় সহিংসতা এবং নাগরিক অস্থিরতা নিয়ন্ত্রণে লড়াই করছে এবং এর পুলিশের সংখ্যা ৬ হাজার কর্মকর্তা থেকে বাড়িয়ে ২৬ হাজার করার দীর্ঘমেয়াদি লক্ষ্য রয়েছে।
আরও পড়ুন: ব্রাজিলে কারাগারে দাঙ্গায় নিহত ৫
১১ মাস আগে
ব্রাজিলে কারাগারে দাঙ্গায় নিহত ৫
ব্রাজিলের একর রাজ্যের সর্বোচ্চ নিরাপত্তা কারাগারে দাঙ্গায় পাঁচ বন্দি নিহত এবং দুজন আহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৭ জুলাই) কারা সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
বুধবার সকালে রিও ব্রাঙ্কো শহরের অ্যান্টোনিও আমারো আলভেস কারাগারে এই দাঙ্গা বাধে।
একর স্টেট সেক্রেটারিয়েট অব জাস্টিস অ্যান্ড পাবলিক সিকিউরিটির তথ্য অনুসারে, ১৩ জন বন্দি পালানোর চেষ্টা করেছিল, কিন্তু কারাগারের বাইরে রক্ষীদের হাতে ধরা পড়ে যায় তারা। এরপরই দাঙ্গা শুরু হয়।
পালানোর চেষ্টাকারীরা তখন দুই রক্ষীকে জিম্মি করে। একজন রক্ষী পালাতে সক্ষম হয়, অন্যজনকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত বন্দিরা আটকে রাখে।
আরও পড়ুন: ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারোর বাড়িতে পুলিশের অভিযান
বেসামরিক পুলিশ নিহতদের লাশ শনাক্ত করেছে, তবে তাদের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি।
পুলিশ কারাগারের ভেতর থেকে ১৫টি অস্ত্র উদ্ধার করেছে এবং অস্ত্রগুলো কীভাবে কারাগারের ভেতর পাচার করা হয়েছিল তা তদন্ত করছে।
১৫ বছর আগে নির্মিত আন্তোনিও আমারো আলভেস কারাগারটি ওই রাজ্যের সর্বোচ্চ নিরাপত্তা কারাগার হিসেবে পরিচিত। সেখানে প্রায় ৯৯ জন বন্দি ছিল, তারা সবাই অপরাধী সংগঠনের নেতা।
আরও পড়ুন: ব্রাজিলে ডে কেয়ার সেন্টারে ৪ শিশুকে হত্যা, আহত ৩
ব্রাজিলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৪ জন নিহত
১ বছর আগে
গুজরাট দাঙ্গা: ১১ দণ্ডপ্রাপ্ত ধর্ষকের মুক্তির বিরুদ্ধে ভারতে বিক্ষোভ
২০০২ সালে ভারতের গুজরাটের সাম্প্রদায়িক সহিংসতায় এক মুসলিম নারীর সংঘবদ্ধ ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ১১ আসামির মুক্তির প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়েছে। শনিবার শত শত মানুষ ভারতের বিভিন্ন জায়গায় বিক্ষোভ করে।
দেশটির রাজধানী নয়াদিল্লিতে বিক্ষোভকারীরা স্লোগান দেয় এবং গুজরাট সরকারের কাছে এই মুক্তির সিদ্ধান্ত প্রত্যাহার করার দাবি জানায়। ভুক্তভোগীদের সঙ্গে সংহতি জানিয়ে গানও গায় বিক্ষোভকারীরা।
অন্যান্য রাজ্যেও একই ধরনের বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
পড়ুন: নূপুর শর্মার দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত: ভারতের সুপ্রিম কোর্ট
১৫ আগস্ট যখন ভারত স্বাধীনতার ৭৫ বছর উদযাপন করে, তখন সাজা স্থগিত করে এই ১১ জনকে মুক্তি দেয়া হয়। ধর্ষণ, হত্যা এবং বেআইনি সমাবেশের জন্য ২০০৮ সালে তারা দোষী সাব্যস্ত হয়েছিল।
ভুক্তভোগী, যার বয়স এখন ৪০, তিনিও আদালতের এই সিদ্ধান্তের প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেছেন, গুজরাট রাজ্য সরকারের সিদ্ধান্ত তাকে অসাড় করেছে এবং ন্যায়বিচারের প্রতি তার বিশ্বাসকে নড়বড়ে করে দিয়েছে।
২০০২ সালে গুজরাটে সাম্প্রদায়িক সহিংসতায় নির্মমভাবে সংঘবদ্ধ ধর্ষণের সময় ওই ভুক্তভোগী গর্ভবতী ছিলেন।
১৯৪৭ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভের পর থেকে ভারতের সবচেয়ে বড় সাম্প্রদায়িক দাঙ্গার ঘটনা ছিল এই গুজরাট দাঙ্গা। এই দাঙ্গায় এক হাজারেরও বেশি লোক নিহত হয়েছিল, যাদের বেশিরভাগই মুসলমান ছিল। এই সহিংসতায় ভুগভোগী নারীর তিন বছরের মেয়েসহ পুরো পরিবারও নিহত হয়েছে।
সমাজকর্মী কবিতা কৃষ্ণান বলেন, ‘পুরো দেশের উচিত প্রধানমন্ত্রীর কাছে সরাসরি উত্তর চাওয়া।’
গুজরাটের কর্মকর্তারা, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভারতীয় জনতা পার্টি (বিজেপি)ক্ষমতায় রয়েছে, তারা বলেছে যে অপরাধীদের ক্ষমার আবেদন মঞ্জুর করা হয়েছে। কারণ তারা ১৪ বছরেরও বেশি জেল খেটেছে। ১৯৯২ সালের ক্ষমা নীতির অধীনে তাদের মুক্তি দেয়া হয়েছে।
ফেডারেল সরকার কর্তৃক ২০১৪ সালে গৃহীত নীতির একটি নতুন সংস্করণে ধর্ষণ এবং হত্যাসহ কিছু অপরাধের জন্য দোষী সাব্যস্ত ব্যক্তিদের সাজা মওকুফ ও মুক্তি দেয়ার বিধান বাতিল করা হয়েছে।
এই দাঙ্গার জন্য গুজরাটের তৎকালীন মুখ্যমন্ত্রী এবং ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দায়ী করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি এই দাঙ্গার অনুমতি দিয়েছেন এবং এমনকি উস্কানি দিয়েছেন। কিন্তু মোদি বারবার এ ঘটনায় নিজেকে নির্দোষ বলে আসছেন। তিনি দাঙ্গায় ভূমিকা রাখার কথা অস্বীকার করেছেন এবং সুপ্রিম কোর্টও বলেছে যে তার বিরুদ্ধে মামলা করার কোনও প্রমাণ খুঁজে পাওয়া যায়নি।
নয়াদিল্লির তরুণ বিক্ষোভকারী আছিয়া কুরেশি জানান, তিনি ভুক্তভোগীর জন্য ন্যায়বিচারের নিশ্চিতে বিক্ষোভে অংশ নিয়েছেন।
তিনি বলেন, ‘মোদি ১৫ আগস্ট ভারতের নারীদের নিরাপত্তা ও সুরক্ষার বিষয়ে একটি ভাষণ দিয়েছিলেন এবং একই দিনে তারা ধর্ষকদের মুক্তি দেয়। এমন পরিস্থিতিতে আমরা কীভাবে নিরাপদ?’
আরও পড়ুন: ভারতে মন্দিরে পদদলিত হয়ে নিহত ৩
বাংলাদেশ-ভারত সম্পর্কের সঙ্গে অন্য কোনো সম্পর্কের তুলনা হয়না: তথ্যমন্ত্রী
২ বছর আগে
বোরহানউদ্দিনের দাঙ্গায় উসকানি দেয়া ব্যক্তির ৮ বছরের জেল
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ২০১৯ সালে ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে ফেসবুক প্রোফাইল হ্যাক করার দায়ে এক ব্যক্তিকে আট বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
রবিবার দুপুরে বরিশাল সাইবার ট্রাইব্যুনালের বিচারক গোলাম ফারুক এ আদেশ দেন।
আদালতের বিশেষ পাবলিক প্রসিকিউটর মো. ইস্তাক আহমেদ রুবেল জানান, আসামি বাপন দাসকে দণ্ডবিধির তিনটি ধারায় কারাদণ্ড দেয়া হয়েছে এবং সব সাজা একই সঙ্গে চলবে।
তিনি বলেন, ৩৪ ধারায় ৩ লাখ টাকা জরিমানাসহ আট বছরের জেল, ২৮ (১) ধারায় ২ বছরের জেল ও এক লাখ টাকা জরিমানা এবং ৩১ (১) ধারায় চার বছরের কারাদণ্ড হয়েছে ও এক লাখ টাকা জরিমানা।
আরও পড়ুন: ভোলায় সড়ক দুর্ঘটনায় সাবেক শিক্ষা কর্মকর্তা নিহত
২০১৯ সালের ১৮ অক্টোবর বিপ্লব চন্দ্র নামে এক ব্যক্তি বোরহানউদ্দিন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন যে বিপ্লব চন্দ্র শুভ নামে তার ফেসবুক প্রোফাইলটি হ্যাক করা হয়েছে যেখান থেকে ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়েছে।
২০ অক্টোবর বোরহানউদ্দিন ঈদগাহ মাঠে পুলিশ ও বিক্ষুব্ধ মুসলিম সম্প্রদায়ের লোকজনের মধ্যে সংঘর্ষে চারজন নিহত হন।
এ ঘটনায় আরও দুটি মামলা করা হয়েছে। তবে এগুলো এখনো বিচারাধীন রয়েছে।
২০২০ সালের ২৬ জানুয়ারি তথ্য প্রযুক্তি ব্যবহার করে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বাপন দাস নামে এক হ্যাকারকে গ্রেপ্তার করে পুলিশ।
আদালত ১৬৪ ধারায় অপরাধের বিষয়ে বাপন দাসের স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করে এবং গত বছরের ১ আগস্ট পুলিশ এই মামলায় তার বিরুদ্ধে চার্জশিট দাখিল করে।
২ বছর আগে
দিল্লির সহিংসতা নিয়ে পুলিশের সমালোচনা করা সেই বিচারপতিকে বদলি
ভারতের দিল্লিতে সহিংসতার ঘটনায় ৩২ জনের মৃত্যু ও প্রায় দুই শতাধিক মানুষ আহত হওয়ার পর কেন্দ্র, রাজ্য সরকার ও পুলিশের সমালোচনা করা দিল্লি হাইকোর্টের বিচারপতি এস মুরালিধরকে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে বদলি করা হয়েছে।
৪ বছর আগে
দিল্লির ধর্মীয় দাঙ্গাকে রাজনৈতিক চরিত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র, অভিযোগ ভারতের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফরের সময় নয়াদিল্লিতে কমপক্ষে ৩০ ব্যক্তির জীবন কেড়ে নেয়া সাম্প্রদায়িক দাঙ্গাকে যুক্তরাষ্ট্র সরকারের কমিশন রাজনৈতিক চরিত্র দিচ্ছে বলে অভিযোগ করেছে ভারত।
৪ বছর আগে
হন্ডুরাসে কারাগারে দাঙ্গায় নিহত ১৮
হন্ডুরাসের একটি কারাগারে শুক্রবার দাঙ্গায় কমপক্ষে ১৮ জন নিহত ও ১৬ জন আহত হয়েছেন।
৫ বছর আগে