ভারতের দিল্লিতে সহিংসতার ঘটনায় ৩২ জনের মৃত্যু ও প্রায় দুই শতাধিক মানুষ আহত হওয়ার পর কেন্দ্র, রাজ্য সরকার ও পুলিশের সমালোচনা করা দিল্লি হাইকোর্টের বিচারপতি এস মুরালিধরকে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে বদলি করা হয়েছে।
তবে বদলির বিষয়টিকে দুসপ্তাহ আগে সুপ্রিম কোর্ট প্যানেলের সুপারিশকৃত একটি রুটিন স্থানান্তর বলে উল্লেখ করেছে আদালত সূত্র।
এনডিটিভি’র খবরে বলা হয়েছে, বুধবার রাত ১১টার দিকে কেন্দ্রীয় সরকার দিল্লি হাইকোর্টের তৃতীয় সর্বোচ্চ বিচারপতি মুরালিধরকে বদলি করার প্রজ্ঞাপন জারি করে।
তবে নতুন জায়গায় যোগ দেয়ার জন্য মুরালিধরকে কোনো সময়সীমা দেয়া হয়নি। এ ধরনের বদলি আদেশগুলোর ক্ষেত্রে বিচারকদের সাধারণত ১৪ দিনের সময় দেয়া হয়, যা এর আগের ৬টি বদলি আদেশের ক্ষেত্রে দেখা গেছে।
বিচারপতি এস মুরালিধর আগামী ৬ মার্চ পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের বিচারক হিসেবে দায়িত্ব নেবেন বলে জানা গেছে।