ব্রাজিলের একর রাজ্যের সর্বোচ্চ নিরাপত্তা কারাগারে দাঙ্গায় পাঁচ বন্দি নিহত এবং দুজন আহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৭ জুলাই) কারা সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
বুধবার সকালে রিও ব্রাঙ্কো শহরের অ্যান্টোনিও আমারো আলভেস কারাগারে এই দাঙ্গা বাধে।
একর স্টেট সেক্রেটারিয়েট অব জাস্টিস অ্যান্ড পাবলিক সিকিউরিটির তথ্য অনুসারে, ১৩ জন বন্দি পালানোর চেষ্টা করেছিল, কিন্তু কারাগারের বাইরে রক্ষীদের হাতে ধরা পড়ে যায় তারা। এরপরই দাঙ্গা শুরু হয়।
পালানোর চেষ্টাকারীরা তখন দুই রক্ষীকে জিম্মি করে। একজন রক্ষী পালাতে সক্ষম হয়, অন্যজনকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত বন্দিরা আটকে রাখে।
আরও পড়ুন: ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারোর বাড়িতে পুলিশের অভিযান
বেসামরিক পুলিশ নিহতদের লাশ শনাক্ত করেছে, তবে তাদের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি।
পুলিশ কারাগারের ভেতর থেকে ১৫টি অস্ত্র উদ্ধার করেছে এবং অস্ত্রগুলো কীভাবে কারাগারের ভেতর পাচার করা হয়েছিল তা তদন্ত করছে।
১৫ বছর আগে নির্মিত আন্তোনিও আমারো আলভেস কারাগারটি ওই রাজ্যের সর্বোচ্চ নিরাপত্তা কারাগার হিসেবে পরিচিত। সেখানে প্রায় ৯৯ জন বন্দি ছিল, তারা সবাই অপরাধী সংগঠনের নেতা।