ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
সব সময় আমাকে সংগ্রাম করতে হয়েছে: স্বস্তিকা মুখার্জি
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এবারের আসরে জাতীয় জাদুঘরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব মিলনায়তনে দেখা যাবে কলকাতার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জির ‘বিজয়ার পরে’ সিনেমা। এটির পরিচালক অভিজিৎ শ্রী দাস। সিনেমাটির প্রদর্শনের সময় ২৪ জানুয়ারি সন্ধ্যা ৭টা।
এই উপলক্ষে এরইমধ্যে ঢাকায় পা রেখেছেন স্বস্তিকা মুখার্জি। রবিবার (২১ জানুয়ারি) ঢাকা ক্লাবের স্যামসন লাউঞ্জে আয়োজিত ‘উইমেন ইন সিনেমা’ বিষয়ক কনফারেন্সে যোগ দেন এই তারকা। যেখানে গণমাধ্যমের সঙ্গেও কথা বলেন তিনি।
বাংলাদেশের কাজ নিয়মিত দেখেন স্বস্তিকা। মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী ও আফরান নিশোর বেশ ভক্ত তিনি। বিশেষ করে আফরান নিশোর অভিনয় এই তারকার বেশি পছন্দ বলেও জানান।
আরও পড়ুন: ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আসছে ৭৪ দেশের ২৫২ সিনেমা
স্বস্তিকা বলেন, ‘বিমানবন্দর থেকে আসার সময় এক বিজ্ঞাপনে আফরান নিশোর ছবি দেখে লাফিয়ে উঠি। তার সুড়ঙ্গ সিনেমাটি আমি দুইবার দেখেছি। এছাড়াও তার ওয়েব সিরিজগুলোও দেখা হয়েছে।’
সিনেমায় নিজের চরিত্র বেশ চিন্তা করেই বাছাই করেন স্বস্তিকা। তার কাজগুলোকে অন্য ১০ জনের থেকে আলাদাও করা যায়। নিজের এই চরিত্র নির্বাচন প্রসঙ্গে স্বস্তিকা বলেন, ‘বিভিন্ন সিনেমায় আমি এমন চরিত্রগুলো করেছি, যারা নিজেদের জীবনের সিদ্ধান্ত নিজেরাই নিতে জানে। যে চরিত্ররা গতানুগতিক নয়। এমন একটা সময়ও এসেছিল, যখন আমার কোনো সিনেমা সেন্সর বোর্ডে গেলে, সেটা না দেখেই রিভিশন বেঞ্চে পাঠিয়ে দেওয়া হতো। সব সময় আমাকে সংগ্রাম করতে হয়েছে।’
তিনি আরও বলেন, ‘শিল্পীদেরও একটা দায়িত্ব থাকে, শিল্পী হিসেবে তারা কী ধরনের ন্যারেটিভের সঙ্গে যুক্ত হতে চাইছে অথবা চাইছে না। অসংখ্য তরুণ দর্শক আমার সিনেমা দেখে, সোশ্যাল মিডিয়ায় ফলো করে, অনুসরণ করতে চায়। সুতরাং মাথায় সব সময় থাকে, এমন চরিত্র আমার বেছে নেওয়া উচিত, যা সবাইকে অনুপ্রাণিত করবে। যদিও অভিনয়ই আমার রুটি-রোজগার। তবে, শুধু রোজগারের জন্য আমাদের সিনেমা করা উচিত নয়।’
আরও পড়ুন: নাম্বার ওয়ান কোম্পানির সঙ্গে যুক্ত হলাম: শাকিব খান
রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের পরিবেশনায় মঞ্চে আসছে ‘ক্রীতদাসের হাসি’
১১ মাস আগে
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিটি মুহূর্ত উপভোগ করছি: শ্রীলেখা মিত্র
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২১তম আসরে সোমবার (১৬ জানুয়ারি) জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে বিকাল ৫টায় প্রদর্শিত হয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘এবং ছাদ’। এটি পরিচালনা করেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ও পরিচালক শ্রীলেখা মিত্র।
টলিউডের এই জনপ্রিয় অভিনেত্রী আজকে উপস্থিত ছিলেন উৎসবের ‘উইমেন ফিল্ম মেকারস্’ কনফারেন্সে। সেখানে তিনি তার পরিচালিত ও প্রযোজিত ১৯ মিনিটের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। সাক্ষাৎকারে শ্রীলেখা বলেন, তিনি চান তার চলচ্চিত্র কেউ প্রযোজনা করুক। যেহেতু তিনি চলচ্চিত্র নির্মাণে নতুন তাই তার নির্মিত ‘এবং ছাদ’ ছবিটি দেখে দর্শকের যদি তার প্রতি বিশ্বাস-আস্থা তৈরি হয় তাহলে তিনি আরও চলচ্চিত্র নির্মাণ করতে পারবেন।
আরও পড়ুন: পর্দা উঠল ২১তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আসার প্রসঙ্গে শ্রীলেখা মিত্র বলেন, ‘এবারই প্রথম একজন পরিচালক হিসেবে কোনো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এলাম। এটা তো আমার জন্য অনেক বড় বিষয়। প্রতিটি মুহূর্ত আমি বেশ উপভোগ করছি। বাংলাদেশের এবারের ভ্রমণ পুরোটা কাজের। আমি কয়েকটি মিটিং করব, সিনেমা দেখব, উৎসবে আসার মানুষের সঙ্গে আলাপ করব।’
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শ্রীলেখা জানান এদেশের চিত্রনায়ক ফেরদৌসের সঙ্গে একটি সিনেমায় অভিনয় করবেন তিনি। শিগগিরই তার শুটিং শুরু হবে।
আরও পড়ুন: শুরু হলো ইশরাত নিশাত নাট্য পুরস্কার
দশম ঢাকা লিট ফেস্টের পর্দা উঠল
১ বছর আগে
পর্দা উঠল ২১তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের
শনিবার (১৪ জানুয়ারি) পর্দা উঠল ২১তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। ২২ জানুয়ারি পর্যন্ত চলবে এবারের উৎসব।
শনিবার বিকাল ৪টায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সভাপতিত্বে জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
আন্তর্জাতিক এই চলচ্চিত্র উৎসবের আট দিনে ১০ বিভাগে বিশ্বের ৭১টি দেশের ২৫২টি চলচ্চিত্র প্রদর্শন করা হবে।
আরও পড়ুন: ঢাকা লিট ফেস্টে শনিবার সন্ধ্যায় প্রদর্শিত হবে ‘রিকশা গার্ল’
উৎসবের এবারের ভেন্যু হিসেবে থাকছে- বাংলাদেশ শিল্পকলা একাডেমি, বাংলাদেশ জাতীয় জাদুঘরের মূল ও সুফিয়া কামাল মিলনায়তন, আলিয়ঁস ফ্রঁসেজ ও স্টার সিনেপ্লেক্স।
উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে প্রদর্শীত হয় ফাখরুল আরেফীন খান পরিচালিত ‘জেকে ১৯৭১’।
এছাড়া ১৫ জানুয়ারি বিকাল ৫টায় প্রিমিয়ার হবে আশিক মোস্তফা পরিচালিত ‘থার্টিফাইভ’।
২০২২ সালের ডিসেম্বরে ইরানের সিনেমা-ভেরিটে চলচ্চিত্র উৎসবে ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়।
ঢাকা আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশ প্যানারোমায় বিভিন্ন দৈর্ঘের ৮২টি সিনেমা প্রদর্শিত হবে।
যেই তালিকায় রয়েছে- হাওয়া, বিউটি সার্কাস, দামাল, পাপপুণ্য, সাঁতাও ও দেশান্তরসহ বেশ কিছু আলোচিত সিনেমা।
এছাড়া বিভিন্ন বিভাগে প্রদর্শীত হবে- ‘ওরা ৭ জন’, প্রামাণ্যচিত্র ‘দুর্বার গতি পদ্মা’ কলকাতা থেকে ‘অপরাজিত’, ‘অভিযান’, ‘ব্যোমকেশ হত্যামঞ্চ’, ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’, ‘ঝরা পালক’, সাই পল্লবি অভিনীত ‘গার্গি’ ও ‘মহানন্দা’সহ আরও অনেক চলচ্চিত্র।
আরও পড়ুন: গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড ২০২৩: রেড কার্পেটে ঝড় তুললেন যারা
‘নাসেক নাসেক’ দিয়ে শেষ হলো দশম ঢাকা লিট ফেস্ট
১ বছর আগে
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু শনিবার
৭০টি দেশের ২২৫ চলচ্চিত্র নিয়ে শনিবার ২০তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (ডিআইএফএফ) পর্দা উঠবে।
উৎসবে ১২৫টি পূর্ণদৈর্ঘ্যের ফিচার ফিল্ম এবং ৯৬টি স্বল্পদৈর্ঘ্য ও স্বাধীন চলচ্চিত্র দর্শকদের মুগ্ধ করবে, যেখানে ১৮টি পূর্ণদৈর্ঘ্য ফিচার ফিল্ম ও ২২টি স্বল্পদৈর্ঘ্য ও স্বাধীন চলচ্চিত্রের মাধ্যমে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা হবে।
বাংলাদেশ জাতীয় জাদুঘর, আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তন ডি ঢাকা, স্টার সিনেপ্লেক্স, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, সুফিয়া কামাল জাতীয় পাবলিক লাইব্রেরি ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাডেমি মিলনায়তনে চলচ্চিত্রগুলো প্রদর্শিত হবে।
আরও পড়ুন: আবারও শুরু হলো শুদ্ধসঙ্গীত উৎসব
এশিয়ান প্রতিযোগিতা বিভাগ, রেট্রোস্পেকটিভ বিভাগ, ওয়াইড অ্যাঙ্গেল, ট্রিবিউট, বাংলাদেশ প্যানারোমা, সিনেমা অব দ্য ওয়ার্ল্ড, শিশুতোষ চলচ্চিত্র, উইমেন্স ফিল্মমেকার, স্বল্পদৈর্ঘ্য ও স্বাধীন চলচ্চিত্র এবং আধ্যাত্মিক চলচ্চিত্র- এই ১০টি বিভাগের অধীনে চলচ্চিত্রগুলো প্রদর্শিত হবে।
শনিবার বিকাল ৪টার দিকে বাংলাদেশ জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে ৯ দিনব্যাপী এই চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হতে যাচ্ছে।
প্রধান অতিথি হিসেবে উৎসবের উদ্বোধন করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এতে বিশেষ অতিথি হিসেবে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ ও বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কে দোরাইস্বামী যোগ দেবেন।
এছাড়া চলচ্চিত্র উৎসবে ১৬-১৭ জানুয়ারি ঢাকা ক্লাবের স্যামসন লাউঞ্জে ‘অষ্টম ঢাকা আন্তর্জাতিক উইমেন ফিল্ম মেকারস্ কনফারেন্স ২০২২’এবং ১৬-১৯ জানুয়ারি ২০২২ অঁলিয়াস ফ্রঁয়েজ মিলনায়তনে ওয়েস্ট মিট ইস্ট: চিত্রনাট্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: পুষনা উৎসবে মেতেছে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীরা
বৃহস্পতিবার রাজধানীর ঢাকা ক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে উৎসবের পরিচালক আহমেদ মুজতবা জামাল, ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের চেয়ারপার্সন কিশোর কামাল, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব এবং চলচ্চিত্র উৎসবের নির্বাহী কমিটির সদস্য মো. মোকাম্মেল হোসেন, ঢাকা ক্লাবের সভাপতি খন্দকার মশিউজ্জামান রোমেল, ইরানি চলচ্চিত্র নির্মাতা ও ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রধান প্রোগ্রামার জোহরেহ জামানি, উৎসবের নির্বাহী কমিটির সদস্য জালাল আহমেদ ও পৃষ্ঠপোষক কমিটির সদস্য সাংবাদিক শ্যামল দত্ত প্রেস ব্রিফিং করেন।
রেইনবো ফিল্ম সোসাইটি ১৯৯২ সাল থেকে প্রতি বছর ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আয়োজন করে আসছে।
২ বছর আগে
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু
‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ স্লোগানে রাজধানীতে শনিবার উনবিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (ডিআইএফএফ) আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।
৩ বছর আগে