পলিটেকনিক শিক্ষার্থী
তেজগাঁওয়ে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ, তীব্র যানজটের সৃষ্টি
রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তা মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এতে আশেপাশের এলাকাগুলো সৃষ্টি হয়েছে তীব্র যানজটের।
সোমবার দুপুর ১২টার দিকে 'টেকনিক্যাল স্টুডেন্ট মুভমেন্টের' ব্যানারে ৬ দফা দাবি আদায়ে প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় নেমে আসে শিক্ষার্থীরা।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী শামীমুর রহমান জানান, ‘অবরোধের কারণে সড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে গেছে। যারা অবরোধ করছেন, তাদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করা হচ্ছে।’
আরও পড়ুন: গাজীপুরে মহাসড়ক অবরোধ, সাড়ে চার ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক
২ মাস আগে
কুড়িগ্রামে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ
শিক্ষামন্ত্রীর সাম্প্রতিক ঘোষণার প্রতিবাদ ও চার বছরের কোর্স বহাল রাখার দাবিতে কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে।
মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম শহরের প্রেসক্লাবের সামনের চিলমারী সড়কটি ঘণ্টাব্যাপী অবরোধ করে রাখে শিক্ষার্থীরা।
সমাবেশে শিক্ষার্থীরা তাদের বক্তব্যে জানান, গত ১৩ আগস্ট ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী চার বছরের কোর্সকে তিন বছর করার যে পরিকল্পনা ঘোষণা করেছেন, তা অগ্রহণযোগ্য। কারণ স্বল্প সময়ে ডিপ্লোমা শিক্ষার্থীদের সিলেবাস শেষ হবেনা এবং প্রয়োজনীয় দক্ষতাও অর্জিত হবেনা। ফলে চাকরির ক্ষেত্রে তারা বঞ্চনার শিকার হবেন।
এছাড়া প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ, হোস্টেল সুবিধা সম্প্রসারণ,ব্যবহারিক পরীক্ষার জন্য উন্নতমানের যন্ত্রাংশ সরবারহের দাবী জানান তারা।
আরও পড়ুন:সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীর লাশ উদ্ধার
কাপ্তাইয়ে গলায় ফাঁস দিয়ে পলিটেকনিক শিক্ষার্থীর আত্মহত্যা!
বগুড়ায় পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার
২ বছর আগে
কাপ্তাইয়ে গলায় ফাঁস দিয়ে পলিটেকনিক শিক্ষার্থীর আত্মহত্যা!
পারিবারিক কলহের জেরে রাঙ্গামাটির কাপ্তাইয়ে গলায় ফাঁস দিয়ে পলিটেকনিক এক শিক্ষার্থীর আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে ৮নং ওয়ার্ডের এ ব্লক এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত মমতাজ জাহান রিয়া (১৯) ওই এলাকার নজরুল ইসলামের মেয়ে ও বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের মেকানিকেল ডিপার্টমেন্টের ৩য় বর্ষের ছাত্রী।
আরও পড়ুন: পাহাড়তলীতে ঋণগ্রস্ত গার্মেন্টস মালিকের আত্মহত্যা!
কাপ্তাই পুলিশ ফাঁড়ির আইসি পুলিশ পরিদর্শক মো. শাহিনুর রহমান জানান, বৃহস্পতিবার রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটে রিয়া কাপ্তাই প্রজেক্ট এলাকায় তাঁর নিজ শয়ন কক্ষ গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয়। পরে পরিবারের সদস্যরা তাকে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ডা. তায়েফ মাহমুদ জানান, হাসপাতালে আসার আগে তার মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: দিনাজপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে নারীর ‘আত্মহত্যা’
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দীন জানান, প্রেম ঘটিত বিষয় নিয়ে প্রবাসী বড় ভাই কাতার থেকে মোবাইল ফোনে ছোট বোনকে শাসন করায় অভিমান করে আত্মহত্যা করে বলে প্রাথমিকভাবে জানা গেছে। লাশ পুলিশ হেফাজতে রয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
২ বছর আগে
পরীক্ষা নেয়াসহ ৪ দাবিতে চট্টগ্রামে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ
ক্লাস শুরু করে পরীক্ষা নেয়ার দাবিসহ চার দফা দাবিতে চট্টগ্রাম মহানগরীর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীরা।
৩ বছর আগে