রবিবার দুপুরে নগরীর নাসিরাবাদ ও জিইসি মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও প্রতিবাদ সভায় অংশ নেয় শতাধিক শিক্ষার্থী।
এতে সড়কে যানজট সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে তাদের সরিয়ে দিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
আরও পড়ুন: ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ: মতিঝিল শাপলা চত্ত্বরে শিক্ষার্থীদের বিক্ষোভ
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুজ্জামান বলেন, করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীরা চার দফা দাবি নিয়ে জিইসির মোড়ে এসে সড়কে অবস্থান নিয়ে মানববন্ধন ও র্যালি করেছে। এতে কোনো বিশৃঙ্খলা হয়নি। শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি শেষ করে ফিরে গেছে।
আরও পড়ুন:ধর্ষকদের শাস্তি দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের বিক্ষোভ
আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, শিক্ষাজীবনে এক বছর যাতে পিছিয়ে যেতে না হয় সেজন্য স্থগিত ২য়, ৪র্থ ও ৬ষ্ঠ পর্বের তাত্ত্বিক প্রমোশন দিয়ে ব্যবহারিক পরবর্তী পর্বের সাথে সংযুক্ত করা। ১ম, ৩য়, ৫ম, ৭ম পর্বের ক্লাস শুরু করে শর্ট সিলেবাসে দ্রুত পরীক্ষা নেয়া, সব ধরনের অতিরিক্ত ফি প্রত্যাহার ও সব প্রাইভেট পলিটেকনিক ইনস্টিটিউটে সেমিস্টার ফি অর্ধেক করা ও ২০২১ সালের মধ্যে ডুয়েটসহ অন্যান্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা বাড়ানোর দাবিতে তারা বিক্ষোভ করেছে।
আরও পড়ুন: এমসি কলেজে ধর্ষণের ঘটনায় শিক্ষার্থীদের বিক্ষোভ, সড়ক অবরোধ
সমাবেশে শিক্ষার্থীরা জানান, স্থগিত ২য়, ৪র্থ ও ৬ষ্ঠ পর্বের তাত্ত্বিক পরীক্ষায় প্রমোশন দিয়ে ব্যবহারিক পরীক্ষা পরবর্তী পর্বের সাথে করে ১ বছর জটের হাত থেকে মুক্তি প্রদান করতে হবে। ১ম পর্ব থেকে শুরু করে যেসব পর্বে এখনও ক্লাস শুরু হয়নি সেগুলো শর্ট সিলেবাসে দ্রুত পরীক্ষা নিতে হবে।
আরও পড়ুন: আবরার হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের বিক্ষোভ