রোগী
বিশ্বে করোনায় মোট মৃত্যু প্রায় সাড়ে ৪১ লাখ
মহামারি করোনাভাইরাসের নতুন ডেল্টা ভ্যারিয়েন্টের ফলে পুরো বিশ্বজুড়ে প্রতিদিনই বাড়ছে রোগী ও আক্রান্তদের মৃত্যু সংখ্যা। যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, শনিবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা ৪১ লাখ ৪৩ হাজার ১০৫ জন এবং মোট আক্রান্তের সংখ্যা ১৯ কোটি ৩১ লাখ ৬৫ হাজার ৬২২ জনে দাঁড়িয়েছে।
এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট ৩৭৮ কোটি ৮ লাখ ৯০ হাজার ৩৩ ডোজ করোনার টিকা প্রদান করা হয়েছে।
আরও পড়ুন: বয়স্কদের শরীরে চীনা টিকার কার্যকরিতা নিয়ে প্রশ্ন!
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ৩ কোটি ৪৪ লাখ ৬৫৫ জন এবং মৃত্যুবরণ করেছে ৬ লাখ ১০ হাজার ৭২০ জন।
দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৪৮ হাজার ৩৪০ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ১ কোটি ৯৬ লাখ ৩২ হাজার ৪৪৩ জন। মৃত্যুর দিক দিয়ে দেশটির অবস্থান দ্বিতীয়।
এদিকে বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতে শেষ খবর পাওয়া পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ১২ লাখ ৯৩ হাজার ৬২ জন। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ১৯ হাজার ৪৭০ জনে।
আরও পড়ুন: মসজিদে নামাজ আদায়ে যেসব নির্দেশনা ফের দিল ধর্ম মন্ত্রণালয়
বাংলাদেশ পরিস্থিতি
শুক্রবার প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো তথ্য অনুযায়ী, করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের মধ্যে গেলো ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৬৬ জনের। এসময় করোনা শনাক্ত হয়েছে আরও ৯ হাজার ৬৩২ জনের।
বিজ্ঞপ্তি অনুসারে, নতুন মৃত্যুসহ দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৮,৮৫১ জনে। এছাড়া আক্রান্তের সংখ্যা ১১ লাখ ৪৬ হাজার ৫৬৪ জন।
আরও পড়ুন: বাংলাদেশকে ভ্যাকসিন সরবরাহ নিশ্চিত করতে কাজ করছি: দোরাইস্বামী
শুক্রবার পর্যন্ত ২০ হাজার ৪৯৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এই সময় শনাক্তের হার শতকরা ৩১.০৫ শতাংশ। এই পর্যন্ত করোনায় দেশে মৃত্যুর হার ১.৬৪ শতাংশ। দেশে সুস্থতার হার বেড়ে ৮৫.৩৫ শতাংশ।
ঢাকা বিভাগে ৬০ জন, খুলনা ও চট্টগ্রামে ৩৩ জন করে, রংপুরে ১২ জন, বরিশালে ১০ জন, সিলেটে ৮ জন, রাজশাহীতে ৭ জন এবং ময়মনসিংহে ৩ জন মারা গেছেন।
৩ বছর আগে
চট্টগ্রামে ৯ জনের মৃত্যু, শনাক্ত ৬৬২ জন
চট্টগ্রামে ২৪ ঘণ্টায় রেকর্ড পরিমাণ করোনা রোগী শনাক্ত হয়েছে। একদিনে এক হাজার ৮৯০টি নমুনা পরীক্ষায় নতুন করে ৬৬২ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আর এ সময়ে মারা গেছেন আরও ৯ জন। এর মধ্যে নগরীতে দুইজন ও উপজেলায় সাতজন। এ নিয়ে চট্টগ্রামে মোট মৃত্যুর সংখ্যা ৭৩১ জন।
আরও পড়ুনঃ বগুড়ায় করোনা ও উপসর্গে ১৯ মৃত্যু, শনাক্ত ২৩৮
জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান,’ এ চিত্র চট্টগ্রামের জন্য ভয়াবহ ইঙ্গিত দিচ্ছে। আমরা সচেতন না হলে সামনে আরও করুণ অবস্থার মুখোমুখি হতে হবে।‘
মঙ্গলবার সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়- গতকাল চট্টগ্রামের ১১টি সহ কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে এক হাজার ৮৯০টি নমুনা পরীক্ষায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৬৬২ জনের। নতুন শনাক্তদের মধ্যে নগরীর ৪৪৯ ও উপজেলার ২১৩ জন। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা ৬১ হাজার ৫৮৯ জন।
আরও পড়ুনঃ করোনা: বাগেরহাটে ২৪ ঘণ্টায় শনাক্ত ১২৭
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ৭৯ টি নমুনা পরীক্ষায় ৪১ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৫২১ টি নমুনা পরীক্ষায় ২১৬ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ১৩৯ টি নমুনা পরীক্ষায় ৪৯ জনের করোনা শনাক্ত হয়।
চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১২৮টি নমুনা পরীক্ষায় ৫২ জন, জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে ৪৪টি নমুনা পরীক্ষায় ২৮ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ১০৫টি নমুনা পরীক্ষায় ৪৬ জন, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ২৫৫ টি নমুনা পরীক্ষায় ৪৭ জন শনাক্ত হয়।
আরও পড়ুনঃ কুষ্টিয়ায় করোনা ও উপসর্গে আরও ১৩ মৃত্যু
চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৬৫টি নমুনা পরীক্ষায় ১৯ জন, মেডিকেল সেন্টার হাসপাতালে ১৪ টি নমুনা পরীক্ষায় ৭ জন, এপিক হেলথ কেয়ার ল্যাবে ৩৮ টি নমুনা পরীক্ষায় ৩০ জন এবং এন্টিজেনে ৪২১ টি নমুনা পরীক্ষায় ১১৫ জন ও কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৮১ জনের নমুনা পরীক্ষায় দুইজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
জেলায় করোনা আক্রান্তদের মধ্যে ১০ জন লোহাগাড়ার, সাতকানিয়ার একজন, বাঁশখালীর ৯ জন, আনোয়ারার ৬ জন, চন্দনাইশের দুইজন, পটিয়ার আটজন, বোয়ালখালীতে ১০ জন , রাঙ্গুনিয়ার ১৩ জন, রাউজানের ২০ জন, ফটিকছড়ির ৩২ জন, হাটহাজারীর ২১ জন, সীতাকুণ্ডের ৪১ জন, মিরসরাইয়ের ৩৮ জন এবং সন্দ্বীপের দুইজন।
৩ বছর আগে
বরিশালে করোনা ইউনিট থেকে ২ রোগীর পলায়ন
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ড থেকে দুই দিনে দুই রোগী পালিয়েছেন।
৪ বছর আগে
কুড়িগ্রামে শীতজনিত রোগ বাড়ছে
কুড়িগ্রামের ওপর দিয়ে গত কয়েকদিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। অতিরিক্ত ঠান্ডায় জেলায় শীতজনিত রোগ বাড়ছে।
৫ বছর আগে