চট্টগ্রামে ২৪ ঘণ্টায় রেকর্ড পরিমাণ করোনা রোগী শনাক্ত হয়েছে। একদিনে এক হাজার ৮৯০টি নমুনা পরীক্ষায় নতুন করে ৬৬২ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আর এ সময়ে মারা গেছেন আরও ৯ জন। এর মধ্যে নগরীতে দুইজন ও উপজেলায় সাতজন। এ নিয়ে চট্টগ্রামে মোট মৃত্যুর সংখ্যা ৭৩১ জন।
আরও পড়ুনঃ বগুড়ায় করোনা ও উপসর্গে ১৯ মৃত্যু, শনাক্ত ২৩৮
জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান,’ এ চিত্র চট্টগ্রামের জন্য ভয়াবহ ইঙ্গিত দিচ্ছে। আমরা সচেতন না হলে সামনে আরও করুণ অবস্থার মুখোমুখি হতে হবে।‘
মঙ্গলবার সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়- গতকাল চট্টগ্রামের ১১টি সহ কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে এক হাজার ৮৯০টি নমুনা পরীক্ষায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৬৬২ জনের। নতুন শনাক্তদের মধ্যে নগরীর ৪৪৯ ও উপজেলার ২১৩ জন। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা ৬১ হাজার ৫৮৯ জন।
আরও পড়ুনঃ করোনা: বাগেরহাটে ২৪ ঘণ্টায় শনাক্ত ১২৭
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ৭৯ টি নমুনা পরীক্ষায় ৪১ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৫২১ টি নমুনা পরীক্ষায় ২১৬ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ১৩৯ টি নমুনা পরীক্ষায় ৪৯ জনের করোনা শনাক্ত হয়।
চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১২৮টি নমুনা পরীক্ষায় ৫২ জন, জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে ৪৪টি নমুনা পরীক্ষায় ২৮ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ১০৫টি নমুনা পরীক্ষায় ৪৬ জন, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ২৫৫ টি নমুনা পরীক্ষায় ৪৭ জন শনাক্ত হয়।
আরও পড়ুনঃ কুষ্টিয়ায় করোনা ও উপসর্গে আরও ১৩ মৃত্যু
চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৬৫টি নমুনা পরীক্ষায় ১৯ জন, মেডিকেল সেন্টার হাসপাতালে ১৪ টি নমুনা পরীক্ষায় ৭ জন, এপিক হেলথ কেয়ার ল্যাবে ৩৮ টি নমুনা পরীক্ষায় ৩০ জন এবং এন্টিজেনে ৪২১ টি নমুনা পরীক্ষায় ১১৫ জন ও কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৮১ জনের নমুনা পরীক্ষায় দুইজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
জেলায় করোনা আক্রান্তদের মধ্যে ১০ জন লোহাগাড়ার, সাতকানিয়ার একজন, বাঁশখালীর ৯ জন, আনোয়ারার ৬ জন, চন্দনাইশের দুইজন, পটিয়ার আটজন, বোয়ালখালীতে ১০ জন , রাঙ্গুনিয়ার ১৩ জন, রাউজানের ২০ জন, ফটিকছড়ির ৩২ জন, হাটহাজারীর ২১ জন, সীতাকুণ্ডের ৪১ জন, মিরসরাইয়ের ৩৮ জন এবং সন্দ্বীপের দুইজন।