কম্বল
শীতার্তদের জন্য কম্বল কিনতে ১৫ কোটি ৯ লাখ টাকা বরাদ্দ
চলমান শীত মোকাবিলায় শীতার্ত ও দুঃস্থদের মাঝে বিতরণের জন্য কম্বল কিনতে দেশের ৪৯৫টি উপজেলায় ৩ লাখ টাকা করে মোট ১৫ কোটি ৯ লাখ টাকা বরাদ্দ দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. এনায়েত হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
আরও পড়ুন: কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন
বিজ্ঞপিএত বলা হয়েছে, বর্ণিত কম্বল কেনার ক্ষেত্রে সংশ্লিষ্ট সব আর্থিক বিধি-বিধান যথাযথভাবে মেনে জেলা প্রশাসকরা তাদের দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসারদের দায়িত্ব দেবেন। পাশাপাশি জরুরি ভিত্তিতে কম্বল কিনে তা দুঃস্থদের মাঝে বিতরণের বিষয়টি তদারকি করতে মন্ত্রণালয় থেকে নির্দেশনা প্রদান করা হলো।
৫ দিন আগে
মৌলভীবাজারে জেলা পরিষদের উদ্যোগে কম্বল ও মাস্ক বিতরণ
মৌলভীবাজার জেলা পরিষদের উদ্যোগে দরিদ্র মানুষদের দেয়া জন্য ইউপি চেয়ারম্যানদের মাঝে কম্বল ও মাস্ক বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে মৌলভীবাজার জেলা পরিষদ প্রাঙ্গণে সদর উপজেলার ১২ ইউনিয়নের চেয়ারম্যানদের হাতে ওই সব কম্বল ও মাস্ক তুলে দেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।
আরও পড়ুন: মুক্তিযোদ্ধা ও শিক্ষকদের মাঝে চিত্রনায়িকা শাহানূরের কম্বল বিতরণ
জেলার ৬৭টি ইউনিয়নে জন্য সাত হাজার কম্বল ও দেড় লাখ মাস্ক বিতরণ করা হয়।
জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমানের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকবর আলী, বীর মুক্তিযোদ্ধ আব্দুল মুহিত টুটু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এমদাদুল হক মিন্টু, জেলা পরিষদ সদস্য সৈয়দা জেরিন আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।
২ বছর আগে
মানিকগঞ্জে অসহায়দের মাঝে কম্বল বিতরণ
মানিকগঞ্জে শীতার্ত গরীব অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ শুরু হয়েছে। সোমবার সকাল ৯টার দিকে মানিকগঞ্জ পৌর এলাকার আমবাগানে মাদার ফাউন্ডেশনের সহযোগিতায় দুস্থদের হাতে কম্বল তুলে দেন পৌর মেয়র মো. রমজান আলী।
আরও পড়ুন: ফরিদপুরে তৃতীয় লিঙ্গের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ
এসময় পৌর মেয়র বলেন, ‘প্রতি বছরের ন্যায় এবারও প্রতিটি ওয়ার্ডে তালিকা করে কম্বল বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। এক হাজার মানুষকে এই কম্বল দেয়া হবে। এছাড়া বাসস্ট্যান্ড এলাকাসহ বিভিন্ন স্থানে ভাসমান ছিন্নমূল মানুষকেও কম্বল বিতরণ করা হবে। পৌর এলাকার কোন ওয়ার্ডের একটি মানুষও যেন শীতে কষ্ট না করে সেব্যাপারে সজাগ রয়েছি। মাদার ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় এই বিতরণ কার্যক্রম অব্যহত থাকবে।
আরও পড়ুন: মিঠাপুকুরে ‘সাইল্যান্ট হ্যান্ডস সাপোর্ট’র শীতবস্ত্র বিতরণ
করোনাকালীন প্রতি ওয়ার্ডের মানুষকে খাদ্য সহায়তা দেয়া হয়েছে বলেও মেয়র জানান।
কম্বল বিতরণ অনুষ্ঠানে মাদার ফাউন্ডেশনের সভাপতি আফরোজা রমজানসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
২ বছর আগে
কচুয়ায় শীতার্তদের মাঝে ৮ হাজার কম্বল বিতরণ
চাঁদপুরের কচুয়ায় পৌরসভা ও ১২ ইউনিয়ন এলাকায় দুস্থ শীতার্তদের মাঝে প্রায় আট হাজার কম্বল বিতরণ করা হয়েছে।
৩ বছর আগে
কম্বল দেয়ার কথা বলে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার
ঝালকাঠিতে কম্বল দেয়ার কথা বলে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৩ বছর আগে
শিশুদের শীতবস্ত্র ক্রয়ে ২০ লাখ টাকা বরাদ্দ দিয়েছে মন্ত্রণালয়
দেশের বিভিন্ন স্থানে শৈত্যপ্রবাহ শুরু হওয়ায় হতদরিদ্র ও শীতার্ত জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে বিতরণের জন্য অতিরিক্ত ১২ হাজার ৩০০ পিস কম্বল এবং শিশুদের শীতবস্ত্র কেনার জন্য ২০ লাখ টাকা বরাদ্দ দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।
৪ বছর আগে