মানিকগঞ্জে শীতার্ত গরীব অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ শুরু হয়েছে। সোমবার সকাল ৯টার দিকে মানিকগঞ্জ পৌর এলাকার আমবাগানে মাদার ফাউন্ডেশনের সহযোগিতায় দুস্থদের হাতে কম্বল তুলে দেন পৌর মেয়র মো. রমজান আলী।
আরও পড়ুন: ফরিদপুরে তৃতীয় লিঙ্গের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ
এসময় পৌর মেয়র বলেন, ‘প্রতি বছরের ন্যায় এবারও প্রতিটি ওয়ার্ডে তালিকা করে কম্বল বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। এক হাজার মানুষকে এই কম্বল দেয়া হবে। এছাড়া বাসস্ট্যান্ড এলাকাসহ বিভিন্ন স্থানে ভাসমান ছিন্নমূল মানুষকেও কম্বল বিতরণ করা হবে। পৌর এলাকার কোন ওয়ার্ডের একটি মানুষও যেন শীতে কষ্ট না করে সেব্যাপারে সজাগ রয়েছি। মাদার ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় এই বিতরণ কার্যক্রম অব্যহত থাকবে।
আরও পড়ুন: মিঠাপুকুরে ‘সাইল্যান্ট হ্যান্ডস সাপোর্ট’র শীতবস্ত্র বিতরণ
করোনাকালীন প্রতি ওয়ার্ডের মানুষকে খাদ্য সহায়তা দেয়া হয়েছে বলেও মেয়র জানান।
কম্বল বিতরণ অনুষ্ঠানে মাদার ফাউন্ডেশনের সভাপতি আফরোজা রমজানসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।