আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক এবং কচুয়ার কৃতি সন্তান ড. সেলিম মাহমুদ বৃহস্পতিবার এসব কম্বল বিতরণ করেন।
আরও পড়ুন: মুক্তিযোদ্ধা ও শিক্ষকদের মাঝে চিত্রনায়িকা শাহানূরের কম্বল বিতরণ
পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজ মাঠে গরিব ও অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রাজনীতি মানে উন্নয়ন, রাজনীতি মানে মানবতার সেবা ও দেশের মানুষের সেবা করা।
আরও পড়ুন: পঞ্চগড়ে কম্বলের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশ অনেক এগিয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, ‘বিশেষ করে করোনাকালে প্রধানমন্ত্রী সারা দেশে গরিব, অসহায় ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশে যেভাবে দাঁড়িছেন তা বিশ্বের কাছে গ্রহণযোগ্যতার ভূমিকা রেখেছে। শীতার্তদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে কম্বল বিতরণ করা হচ্ছে।’
আরও পড়ুন: কম্বল দেয়ার কথা বলে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার
‘আপনারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন যাতে তিনি বাংলাদেশকে বিশ্বের দরবারে আরও উন্নত সমৃদ্ধশালী করতে পারেন,’ বলেন সেলিম মাহমুদ।
আরও পড়ুন: নাটোরে দরিদ্র প্রবীণদের মাঝে হুয়াওয়ের কম্বল বিতরণ
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিল্লাল হোসেন মোল্লার সভাপতিত্বে এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হাবিব মজুমদার জয় ও ছাত্রলীগ নেতা সাইফুল ইসলামের যৌথ সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আইয়ুব আলী পাটওয়ারী, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুব আলম প্রমুখ।
এ সময় উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।