২০২৩ সালের আইসিসি বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে চেন্নাইয়ে নিউজিল্যান্ডের কাছে টস হেরে প্রথমে ব্যাট করছে বাংলাদেশ।
ইনজুরি কাটিয়ে উইল ইয়ংয়ের জায়গায় দলে ফিরেছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন।
বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান বলেছেন, প্রথমে ব্যাট করবেন কি না তা নিয়ে তিনি বিভ্রান্ত ছিলেন, তবে শেষ পর্যন্ত এই সুযোগকে স্বাগত জানিয়েছেন।
আরও পড়ুন: বিশ্বকাপ ২০২৩: ভারতকে ২৭৩ রানের টার্গেট দিল আফগানিস্তান
মেহেদী হাসানের জায়গায় প্রথম একাদশে ফিরেছেন মাহমুদউল্লাহ রিয়াদ।
এর আগে বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচটি ম্যাচে কোনো জয় পায়নি বাংলাদেশ। সাম্প্রতিক ওয়ানডে সিরিজে বাংলাদেশের বিপক্ষে জয় পেয়েছে নিউজিল্যান্ড।
বাংলাদেশ দল-
নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, মুশফিকুর রহিম, তানজিদ হাসান তামিম, তৌহিদ হৃদয়, সাকিব আল হাসান (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও তাসকিন আহমেদ।
নিউজিল্যান্ড দল-
কেন উইলিয়ামসন (অধিনায়ক), টম ল্যাথাম, ডেভন কনওয়ে, গ্লেন ফিলিপস, উইল ইয়ং, মার্ক চ্যাপম্যান, ড্যারিল মিচেল, জেমস নিশাম, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, ট্রেন্ট বোল্ট, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, ইশ সোধি, টিম সাউদি।
আরও পড়ুন: আইসিসি বিশ্বকাপ ২০২৩: শুক্রবার নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
আইসিসি বিশ্বকাপ ২০২৩: কিউইদের বিপক্ষে লড়তে প্রস্তুত টাইগাররা