পূর্ব শত্রুতা
সাভারে পূর্ব শত্রুতার জেরে শ্রমিককে গলা কেটে হত্যা
সাভারে পাওনা টাকা নিয়ে পূর্ব শত্রুতার জেরে রিপন কাজী সরদার নামে এক শ্রমিককে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যাওয়ায় তার স্ত্রীকে আটক করেছে পুলিশ।
সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে তেঁতুলঝড়া ইউনিয়নের হেমায়েতপুরের হরিণধরা এলাকার একটি রুম থেকে লাশ উদ্ধার করা হয়।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় পূর্বশত্রুতার জের ধরে মসজিদে সংঘর্ষ, নিহত ১
পুলিশ জানায়, পূর্বশত্রুতার জেরে ওই ব্যক্তি রিপনকে হত্যা করেন। পরে লাশ গুম করার চেষ্টাকালে এলাকাবাসী দেখে ফেললে কৌশলে পালিয়ে যান তিনি। এসময় এলাকাবাসী পলাতক ব্যক্তির স্ত্রীকে আটক করে সাভার মডেল থানা পুলিশের কাছে সোর্পদ করে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল আহম্মেদ বলেন, নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। হত্যাকারীকে আটকের চেষ্টা চলছে।
এ ঘটনায় হত্যাকারী যুবকের স্ত্রীকে আটক করা হয়েছে বলে জানান ওসি।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত
৩ মাস আগে
পাবনায় কিশোর গ্যাংয়ের হাতে প্রাণ গেল স্কুলছাত্রের
পাবনার পূর্ব শত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে মোস্তাফিজুর রহমান সিয়াম নামে এক স্কুলছাত্র নিহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাত ১০টার দিকে পাবনা পৌর শহরের শান্তিনগর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মোস্তাফিজুর রহমান সিয়াম পাবনা পৌর সদরের পৈলানপুর পাওয়ার হাউজপাড়া মহল্লার ইব্রাহিম আলীর ছেলে। সে আর এম একাডেমির দশম শ্রেণির ছাত্র ছিল।
আরও পড়ুন: সিলেটে ‘কিশোর গ্যাং’র ছুরিকাঘাতে আহত ২
স্থানীয়রা জানায়, শনিবার সন্ধ্যায় রাধানগর রথঘর এলাকায় সিয়ামের সঙ্গে তার বন্ধু সৈকত, আরিফসহ আরও কয়েকজনের পূর্ববিরোধের জের ধরে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এ ঘটনার জেরে রাতে শান্তিনগর এলাকায় সিয়ামকে একা পেয়ে কুপিয়ে পালিয়ে যায় কিশোর গ্যাংয়ের সদস্যরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সিয়ামের বাবা ইব্রাহিম আলী বলেন, একজন ফোন করে জানালো আমার ছেলেকে নাকি চাকু মারছে, তাকে হাসপাতালে নিয়ে গেছে। গিয়ে দেখি ছেলেটা মারা গেছে। কারা কী কারণে ছেলেটাকে মারল কিছুই বুঝতে পারছি না। যারাই এ হত্যার সঙ্গে জড়িত তাদের দ্রুত গ্রেপ্তার ও বিচার চাই।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ছাড়া নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করছে। পাশাপাশি অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
আরও পড়ুন: ফেনীতে কিশোর গ্যাংয়ের হামলায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী আহত, গ্রেপ্তার ৩
চাঁদপুরে ‘কিশোর গ্যাংয়ের’ ১৫ সদস্য আটক
১ বছর আগে
মাগুরায় পূর্ব শত্রুতার জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ
মাগুরা সদর উপজেলায় পূর্ব শত্রুতার জেরে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শনিবার বিকালে উপজেলার শ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জায়েদ জোয়াদ্দার (৫০) ওই গ্রামের মসিয়ার জোয়াদ্দারের ছেলে।
জানা যায়, শনিবার বিকালে জমিতে কাজ করার সময় প্রতিপক্ষের লোকজন তাকে কুপিয়ে গুরুতর জখম করে এবং পায়ের রগ কেটে দেয়। পরে ভোররাতের দিকে তার মৃত্যু হয়।
আরও পড়ুন: রিকশাচালকের বিরুদ্ধে ‘স্ত্রী-ছেলেকে কুপিয়ে হত্যা’র অভিযোগ
হাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজাহারুল হক আখরোট জানান, হাজীপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি আরজু মোল্লা ও হাজীপুর ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের মেম্বার তাহাজ্জত হোসেনের সঙ্গে দীর্ঘদিন ধরে একই ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য জায়েদ জোয়াদ্দারের বিরোধ চলছিল। শনিবার বিকালে নিজ জমিতে কাজ করার সময় প্রতিপক্ষ আরজু মোল্লা ও তাহাজ্জত মেম্বারের লোকজন জায়েদ জোয়াদ্দারের ওপর হামলা চালায়। এ সময় হামলাকারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে ও পায়ের রগ কেটে দেয়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা জায়েদ জোয়াদ্দারকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করে। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ভোররাতে ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, সামাজিক বিরোধের জের ধরে সদর উপজেলার শ্রীরামপুর গ্রামে প্রতিপক্ষের হামলায় জায়েদ জোয়াদ্দার নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
তিনি আরও বলেন, লাশের ময়নাতদন্ত চলছে। এ ব্যাপারে সদর থানায় মামলা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২
প্রবাসীকে কুপিয়ে হত্যা, ১১ আসামি গ্রেপ্তার
১ বছর আগে
নড়াইলে প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত
নড়াইলে প্রতিপক্ষের হামলায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে জেলার কালিয়া উপজেলার পুরুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন আরও পাঁচ জন।
নিহত কামরুল শেখ (৪০) পুরুলিয়া গ্রামের রশিদ শেখের ছেলে।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাসমীম আলম বিষয়টি নিশ্চিত করে জানান, পূর্ব শত্রুতা ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পুরুলিয়া গ্রামের সাহাদত সর্দার ও কিসলু শেখের লোকজনের মধ্যে দ্বন্ধ সংঘাত চলে আসছিল। বৃহস্পতিবার সকালে সাহাদত সর্দার গ্রুপের লোকজন সড়কিসহ নানা দেশীয় ধারালো অস্ত্র নিয়ে কিসলু শেখের লোকজনের ওপর হামলা চালায়। প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে কামরুল শেখ,সবুজ শেখ,জাকির শেখ,ইমরুল শেখ ,মঞ্জুরুল ও ইসমাইল শেখ গুরুতর আহত হন।
তাদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক কামরুল শেখকে মৃত ঘোষণা করেন। বাকি আহতদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ সুপার প্রবীর কুমার রায় জানান, ময়নাতদন্তের জন্য লাশ নড়াইল আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চলছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: যমুনায় বজ্রপাতে ব্যবসায়ী নিহত, আহত ২
সিলেটে ট্রাকচাপায় ব্যবসায়ী নিহত
২ বছর আগে
নরসিংদীতে দু’পক্ষের সংঘর্ষে আহত ৩০
নরসিংদীর রায়পুরা উপজেলার নলবাটা গ্রামে সোমবার ভোরে পূর্ব শত্রুতার জের ধরে দু’পক্ষের সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) গোবিন্দ সরকার জানান, আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আলাউদ্দিনের সমর্থক এবং সাবেক সদস্য গুলজার সমর্থকদের মধ্যে গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে ভোর সাড়ে ৬টার দিকে এ সংঘর্ষ হয়।
তিনি বলেন, সংঘর্ষের সময় দুই পক্ষই গুলি চালায়।
গোবিন্দ সরকার জানান, আহতদের নরসিংদী সদর হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এবং বাঞ্ছারামপুর স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয়রা জানায়, গত ছয় মাসে এই দুই পক্ষ বেশ কয়েকবার সংঘর্ষে লিপ্ত হয়েছে।
ওসি জানান, পুলিশ সকাল সাড়ে ৮টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।
পড়ুন: মুন্সীগঞ্জে দুই ফেরির মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১০
২ বছর আগে
শত্রুতার বলি ২ হাজার কলা গাছ!
পূর্ব শত্রুতার জের ধরে কুষ্টিয়ার মিরপুরে দুর্বৃত্তরা প্রায় দুই হাজার কলাগাছ কেটে নষ্ট করে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার ভোররাত ৫ টার দিকে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত কৃষক ফিরোজ মন্ডল জানান,কৃষ্ণপুর গ্রামের বাইলদাড়ি মাঠ জিকে ক্যানালের পাশ দিয়ে প্রায় দুই কিলোমিটার এলাকায় বাণিজ্যিকভাবে কলাগাছের চাষ করেছিলেন তিনি।
তাঁর দাবি,শত্রুতাবশত পাশ্ববর্তী এলাকার প্রতিপক্ষের লোকজন দুই হাজার কলাগাছ কেটে ক্ষতি করেছে। এ ঘটনায় প্রায় ছয় লাখ টাকার ক্ষতি হয়েছে।
এঘটনায় জড়িত কয়েকজনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ করেছেন তিনি।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,এ ব্যাপারে থানায় অভিযোগ পেয়েছি। পুলিশ সেখানে গেছে। বিষয়টি খতিয়ে দেখে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন: লাউ গাছের সঙ্গে এ কেমন শত্রুতা
২ বছর আগে
ফরিদপুরে পূর্ব শত্রুতার জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা
ফরিদপুরের সালথায় জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে নিহত ওই বৃদ্ধের নিজ বাড়ির পাশে একটি বাগানে এ ঘটনা ঘটে।
নিহত মো. ওলিয়ার শেখ (৬০) উপজেলার যদুনন্দী ইউনিয়নের সাধুহাটি গ্রামের মৃত আদম শেখের ছেলে।
আরও পড়ুন: বিয়ানীবাজারে তরুণীকে কুপিয়ে হত্যা
বুধবার সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
আরও পড়ুন: মানিকগঞ্জে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
নিহত ওলিয়ার শেখের স্ত্রীর আলেয়া বেগম অভিযোগ করে বলেন, আমরা গরীব, আমাদের বাড়ির জমি ছাড়া কোনো জমি নেই। আমার স্বামী বাড়ির পাশে ৩ শতক জমি লিজ নিয়ে বেগুনের আবাদ করেছে। আমাদের বেগুন খেতের পাশে প্রতিবেশি ইসহাক শেখের পানের বরজ রয়েছে। ওই পানের বরজে যাওয়া-আসার জন্য ইসহাক আমার স্বামীর কাছে বেগুন খেতের ভিতর দিয়ে একটি পথ বের করে দিতে বলেন। এতে আমার স্বামী রাজি না হলে তার উপর তিনি ক্ষিপ্ত হন।
আরও পড়ুন:কুমিল্লায় যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
তিনি বলেন, এ নিয়ে স্থানীয়ভাবে কয়েক দফা সালিশ হয়েছে। কয়েকবার আমার স্বামীর উপর হামলাও করেছে ইসহাক ও তার ছেলেরা। সর্বশেষ মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে সাধুহাটি গ্রামের একটি চায়ের দোকান থেকে চা খেয়ে বাড়ি ফেরার পথে ইসহাক শেখ ও তার সহযোগীরা আমার স্বামীকে নির্মমভাবে কুপিয়ে জখম করে। খবর পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার সময় পথিমধ্যে সে মারা যায়। তবে মৃত্যুর আগে আমার স্বামী ওদের নাম বলে গেছে।
এদিকে ঘটনার পর থেকে ইসহাক শেখ ও তার পরিবারের সকল সদস্য পলাতক রয়েছে। এ কারণে তাদের বক্তব্য পাওয়া যায়নি।
ওই এলাকার বাসিন্দা সোহেল সরদার বলেন, ওলিয়ার এলাকায় এক জন ভালো মানুষ হিসেবে পরিচিত। তিনি নিতান্তই গরীব। নিজের জমির উপর একটি ছাপড়া ঘর ছাড়া আর কিছুই নেই। তাকে কেন এমন নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হলো তা বুঝতে পারছি না।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুজ্জামান বলেন, ওলিয়ার ১৫ হাজার টাকা দিয়ে ৩ শতক জমি লিজ নিয়ে সবজির চাষ করেছিল। ওই সবজি খেতের ভিতর দিয়ে পথ বের করাকে কেন্দ্র করে ওলিয়ারের সাথে ও পার্শ্ববর্তী জমির মালিক ইসহাকের বিরোধ সৃষ্টি হয়। এই বিরোধের জের ধরে ওলিয়ারকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে তার পরিবারের অভিযোগ। ওলিয়ারের শরীরে একাধিক কোপের দাগ রয়েছে। আমরা তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছি। এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।
৩ বছর আগে
মানুষের শত্রুতায় আগুনে প্রাণ দিল ১৫০০ মুরগি
পূর্ব শত্রুতার জের ধরে সাভারে আগুন দিয়ে খামারের প্রায় ১৫০০ মুরগি পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
৩ বছর আগে