শনিবার ভোররাতে বিরুলিয়া ইউনিয়নের কালিয়াকৈর উত্তরপাড়া এলাকার এখলাছুর রহমানের পোল্ট্রি ফার্মে আগুন দেয়ার এ ঘটনা ঘটে।
এখলাছুর রহমান জানান, পূর্ব শত্রুতার জের ধরে পেট্রোল ঢেলে মশাল দিয়ে তার টিনশেড ফার্মে দুর্বৃত্তরা আগুন দেয়। এ সময় ফার্মে থাকা প্রায় দেড় হাজার মুরগি পুড়ে যায়। যার আনুমানিক মূল্য ১০ লাখ টাকা।
আরও পড়ুন: আগুনে পুড়ল মুক্তিযোদ্ধা শহীদ লে. কমান্ডার মোয়াজ্জেমের স্মৃতিবিজড়িত বাড়িটি
বনভোজনের বাসে আগুন: প্রাণে রক্ষা পেল অর্ধশতাধিক যাত্রী
তিনি বলেন, ফার্মের ব্যবসা দিয়ে তিনি ছেলে-মেয়েদের লেখাপড়া ও সংসারের খরচ চালাতেন। দুর্বৃত্তরা তাকে নিঃশেষ করে দিয়েছে।
আগুন দেয়ার খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সকালে পুড়ে যাওয়া মুরগি দেখার জন্য এলাকাবাসী ভিড় করেন। খামারটির পাশে অনেক গাছপালাও আগুনে পুড়ে যায়।
বিরুলিয়া ইউনিয়ন পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) অপূর্ব দত্ত বলেন, ‘বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।’
এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
পিরোজপুরে অগ্নিকাণ্ড:
পিরোজপুর প্রেস ক্লাব মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রেস ক্লাবের একাংশ ও সাতটি দোকান পুড়ে গেছে।
শনিবার দুপুরে ১২টার দিকে মার্কেটের জালালের তুলার গোদাম থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে পিরোজপুর ও নাজিরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চারটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু বলেন, ‘ভাড়াটিয়া জালালের তুলার গোদাম থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পাশের দোকান ও গোদামে ছাড়িয়ে পড়ে। এতে তিনটি গোদামসহ মোট সাতটি দোকান আগুনে পুড়ে যায়। এ সময় আগুনে প্রেস ক্লাবের দুটি কক্ষ ও বাথরুমও পুড়ে যায়।
আরও পড়ুন: বাঁশখালীতে আগুনে পুড়ে দোকান কর্মচারীর মৃত্যু
লক্ষ্মীপুরে দুর্বৃত্তদের আগুনে এতিমখানা পুড়ে ছাই
অগ্নিকাণ্ডে ব্যবসায়ী এবং প্রেস ক্লাবের প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান।
পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আবু জাফর জানান, খবর পেয়ে পিরোজপুর ও নাজিরপুরের চারটি ইউনিট আগুন নেভাতে কাজ করে। তুলার গোদামে আগুন ছড়িয়ে পড়ার কারণে তা নেভাতে বেগ পেতে হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুন লেগেছে। তবে তদন্ত করে বিস্তারিত বলা যাবে।