স্পিকার শিরীন শারমিন চৌধুরী
সংসদের ১৭তম অধিবেশনের ৫ সদস্যের প্যানেল অব চেয়ার ঘোষণা
একাদশ জাতীয় সংসদের ১৭তম অধিবেশনের জন্য সোমবার পাঁচ সদস্যের একটি প্যানেল অব চেয়ার মনোনীত করেছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
প্যানেল সদস্যরা হলেন- শহীদুজ্জামান সরকার, শামসুল হক টুকু, জুয়েল আরেং, কাজী ফিরোজ রশীদ ও শেরীন আহমেদ।
আরও পড়ুন: জাতীয় সংসদের ১৭তম অধিবেশন শুরু
ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনের শুরুতে তাদের নাম ঘোষণা করেন।
স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে তারা পর্যায়ক্রমে সংসদের কার্যক্রম পরিচালনা করবেন।
১০৮৬ দিন আগে
জাতীয় সংসদের ১৭তম অধিবেশন শুরু
জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে একাদশ জাতীয় সংসদের ১৭তম অধিবেশন শুরু হয়েছে। সোমবার বিকাল ৫টায় এ অধিবেশন শুরু হয়।
এটি চলতি বছরের দ্বিতীয় অধিবেশন।
করোনাভাইরাসের কারণে সামাজিক দূরত্ব বজায় রাখতে পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে সংসদ সচিবালয়।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের ধারা (১) অনুসারে প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে এই অধিবেশন আহ্বান করেন।
সংসদের ষোড়শ অধিবেশন চলতি বছরের ১৬ জানুয়ারি শুরু হয়ে পাঁচটি বৈঠকের পর ২৭ জানুয়ারি স্থগিত করা হয়।
আরও পড়ুন: ইসি গঠন বিল সংসদে কণ্ঠভোটে পাস
১০৮৬ দিন আগে
সংসদের ১১তম অধিবেশন সমাপ্ত, ৬টি বিল পাস
একাদশ জাতীয় সংসদের ১১তম অধিবেশন মঙ্গলবার সর্বসম্মতিক্রমে ধন্যবাদ জ্ঞাপনের প্রস্তাব গ্রহণের পরপরই চলতি বছরের প্রথম অধিবেশন সমাপ্তি সংক্রান্ত রাষ্ট্রপতির ঘোষণা পাঠ করার মধ্যদিয়ে শেষ হয়েছে।
১৫০৫ দিন আগে