স্পিকার শিরীন শারমিন চৌধুরী অধিবেশন সমাপ্তি সংক্রান্ত রাষ্ট্রপতির ঘোষণা পাঠ করেন।
সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি আবদুল হামিদ অধিবেশনের প্রথম দিন গত ১৮ জানুয়ারি রাষ্ট্রপতির ভাষণ দেন। পরে, গত ১৯ জানুয়ারি চিফ হুইপ নুর-ই-আলম চৌধুরী রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করলে সরকারি দলের সদস্য উপাধ্যক্ষ আবদুস শহীদ এ প্রস্তাব সমর্থন করেন। এই প্রস্তাবটি নিয়ে সাধারণ আলোচনায় মোট ১৩৩ জন সংসদ সদস্য অংশ নিয়েছিলেন। সংসদ সদস্যরা এই প্রস্তাবের ওপর মোট ২৫ ঘণ্টা ২৫ মিনিট আলোচনা করেছেন।
আরও পড়ুন: বিএনপি নেতৃত্ব সংকটে ভুগছে: প্রধানমন্ত্রী
এছাড়াও, একাদশ অধিবেশনের ১২ কার্যদিবসে মোট ৬টি বিল পাস হয়েছে।
এ অধিবেশনে প্রধানমন্ত্রীর উত্তরদানের জন্য সর্বমোট ৮৪টি প্রশ্ন পাওয়া যায়। তার মধ্যে ২৮টি প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রী। বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের জন্য আসা মোট ১৬৮৯টি প্রশ্নের মধ্যে ৮২০টি প্রশ্নের উত্তর দিয়েছেন তারা। এই অধিবেশনে, কার্যপ্রণালী-বিধির ৭১ বিধিতে ৪৬টি নোটিশ পাওয়া গেছে বলে জানিয়েছেন স্পিকার।
এদিকে, জাতীয় সংসদের শীতকালীন অধিবেশনের সমাপ্তি ও রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার বলেছেন, বিএনপি এখন নেতৃত্বের সংকটে ভুগছে। যে দলে সাজাপ্রাপ্ত পলাতক আসামি রয়েছে সেই দলকে জনগণ বিশ্বাস করে না।
তিনি বলেন, ‘বিএনপির এখন নেতৃত্বের অভাব। সাজাপ্রাপ্ত ও পলাতক আসামি যখন কোনো দলের নেতৃত্বে থাকে সেই দলের প্রতি মানুষের আস্থা থাকে না।’
আরও পড়ুন: শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিল অনুমোদন
সাবেক মন্ত্রী, এমপিসহ বিশিষ্টজনদের স্মরণে সংসদে শোকপ্রস্তাব
সংসদ নেতা শেখ হাসিনা বলেন, ‘আওয়ামী লীগ মানুষের কাছ থেকে আস্থা ও বিশ্বাস অর্জন করেছে। যার প্রতিফলন আমরা দেখলাম আমাদের স্থানীয় সরকার নির্বাচনে।’
‘যেহেতু মানুষ আওয়ামী লীগের কাছ থেকে সেবা পাচ্ছে এবং দেশের উন্নয়ন হচ্ছে, স্বাভাবিকভাবেই মানুষের আস্থা বিশ্বাস আওয়ামী লীগ অর্জন করেছে। যার প্রতিফলন আমরা দেখলাম আমাদের স্থানীয় সরকার নির্বাচনে,’ বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, মানুষ এখন আন্তরিকভাবে ইভিএমের মাধ্যমে ভোট দিচ্ছে এবং ইভিএমের মাধ্যমে ভোট চুরির সুযোগ নেই।
আরও পড়ুন: ঐক্যের আহ্বান জানিয়ে সংসদে রাষ্ট্রপতির ভাষণ
সংসদ ভবন এলাকায় অস্ত্র, বিস্ফোরক ও সমাবেশে ডিএমপির নিষেধাজ্ঞা
তিনি বলেন, ইভিএমে পেশী শক্তির মাধ্যমে নির্বাচনকে প্রভাবিত করার কোনো সুযোগ নেই। ‘হ্যাঁ, স্থানীয় সরকার নির্বাচনে কিছু জায়গায় কাউন্সিলর প্রার্থীদের মধ্যে সমস্যা দেখা দিয়েছে।’
খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতি ইঙ্গিত করে হাসিনা প্রশ্ন করেন, এতিমদের অর্থ আত্মসাৎ করার জন্য কারাগারে থাকা এবং দশ ট্রাক অস্ত্রশস্ত্র ও গ্রেনেড হামলার মামলায় দোষী সাব্যস্ত হওয়া ব্যক্তিরা দলের নেতৃত্বে থাকলে সেই দল কীভাবে জনগণের জন্য কাজ করবে।