জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে একাদশ জাতীয় সংসদের ১৭তম অধিবেশন শুরু হয়েছে। সোমবার বিকাল ৫টায় এ অধিবেশন শুরু হয়।
এটি চলতি বছরের দ্বিতীয় অধিবেশন।
করোনাভাইরাসের কারণে সামাজিক দূরত্ব বজায় রাখতে পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে সংসদ সচিবালয়।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের ধারা (১) অনুসারে প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে এই অধিবেশন আহ্বান করেন।
সংসদের ষোড়শ অধিবেশন চলতি বছরের ১৬ জানুয়ারি শুরু হয়ে পাঁচটি বৈঠকের পর ২৭ জানুয়ারি স্থগিত করা হয়।
আরও পড়ুন: ইসি গঠন বিল সংসদে কণ্ঠভোটে পাস