স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল
সমাবেশে বিএনপির কর্মীরা লাঠি নিয়ে আসছে, এটা আইনসিদ্ধ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
সমাবেশে বিএনপির কর্মীরা লাঠি নিয়ে আসছে, এটা আইনসিদ্ধ নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
তিনি বলেন, বিএনপি নেতাকর্মীদেরকে লাঠি-সোটা নিয়ে আসার জন্য ঘোষণা দিয়ে বলা হয়েছিল। ঢাকা শহরে বিভিন্ন জায়গায় তারা লাঠি নিয়ে এসেছে। এটি আইন সিদ্ধ নয়।
শনিবার সচিবালয়ে জননিরাপত্তা বিভাগ আয়োজিত মিনি ম্যারাথন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই সব কথা বলেন।
আরও পড়ুন: মার্কিন প্রতিবেদন পর্যালোচনা করে র্যাবের সংস্কার শুরু হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আপনারা লক্ষ্য করেছেন, বিএনপি নেতাকর্মীদেরকে ঘোষণা দিয়ে বলে দেয়া হয়েছিল, তারা যেন লাঠি-সোটা নিয়ে আসে। এটা কী ইঙ্গিত বহন করেছিল, আমরা সেটা জানতাম না, জানিও না। আমরা লক্ষ্য করেছি, ঢাকা শহরে বিভিন্ন জায়গায় তারা পেছনে লাঠি এবং সামনে লাঠির ওপরে তাদের দলীয় পতাকা উড়িয়ে এসেছে। এগুলো কী মিন করে। আমরা তাদেরকে বলি, আপনারা নির্বিঘ্নে আপনাদের পলিটিক্যাল অ্যাক্টিভিটিস করুন, সেখানে আমাদের কিছু ভাবার নেই, কিন্তু লাঠি-সোটা নিয়ে আসা, এটা আইন সিদ্ধ নয়।
আরও পড়ুন: সাংবাদিক, পুলিশ ও আমাদের মতো বিত্তবানরাও মাদক সাপ্লাই করেন: স্বরাষ্ট্রমন্ত্রী
তিনি বলেন, 'আপনারা যেটা বলছেন, জায়গায় জায়গায় তাদের ওপর ইয়ে (হামলা) করা হচ্ছে। আমি সবাইকে বলব, তাদের ভাষা, তাদের বাক্য এবং তাদের সবকিছু যেন পরিমিতভাবে ব্যবহার করেন। কারও ওপরে এমন কিছু যাতে না বলেন, যাতে করে তারাও বিক্ষোভ প্রকাশ করে কিংবা প্রতিরোধ তৈরি করে। যত ঘটনাগুলো ঘটেছে আমাদের দুদলের মধ্যে, এমন ধরনের স্লোগান কিংবা বাকবিতণ্ডা হয়েছে, সে জন্যই এই ঘটনাগুলো ঘটছে আমরা যতটুকু শুনেছি।
আরও পড়ুন: রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টা অব্যাহত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
তিনি বলেন, বিএনপিকে আইনশৃঙ্খলা মেনে চলতে হবে। তারা যদি রাস্তা অবরোধ করেন কিংবা ভাঙচুর করেন, জনজীবনে দুঃসহ অবস্থা তৈরি করেন তাহলে আমাদের করার কিছু আছে।
মন্ত্রী বলেন,তারা যাতে কোনো ভাঙচুর অথবা কোনো বিশৃঙ্খলায় লিপ্ত না হয় এই জন্য আইনশৃঙ্খলা বাহিনী তাদের পাশেই থাকবে।
১১৬৮ দিন আগে
বিশ্ববিদ্যালয় ভর্তিতে ডোপ টেস্ট বাধ্যতামূলক হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিশ্ববিদ্যালয়গুলোর আইন সংশোধন করে শিক্ষার্থী ভর্তির সময় ডোপ টেস্ট (মাদক গ্রহণ করেন কি না সেই পরীক্ষা) বাধ্যতামূলক করা হচ্ছে।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে আইন তৈরি করা হচ্ছে। আইন অনুযায়ী তাদের ডোপ টেস্ট করা হবে। তাদের ভর্তির সময় মেডিকেল টেস্ট করা হবে, সেই টেস্টের মধ্যে এই ডোপ টেস্ট থাকবে।
রবিবার সচিবালয়ে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস’ উপলক্ষে সংবাদ সম্মেলনে মন্ত্রী এই সব কথা বলেন।
আরও পড়ুন: মাদকের বিরুদ্ধে আরও কঠোর হতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
সরকারি চাকরিজীবী ও বিশ্ববিদ্যালয়ছাত্রদের ডোপ টেস্টের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী যখন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা বলেছিলেন, এর আগেই আমরা পুলিশের ডোপ টেস্ট শুরু করে দিয়েছিলাম।
১২৭৯ দিন আগে
মাদকের বিরুদ্ধে আরও কঠোর হতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রতিবেশী দেশ ভারত ও মিয়ানমার থেকে বাংলাদেশে ২৪ ধরনের মাদক পাচার হয় উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, মাদক চোরাচালানের বিষয়ে কর্তৃপক্ষকে আরও কঠোর হতে হবে।
শুক্রবার রামুতে বিজিবি কক্সবাজার আঞ্চলিক মাঠে মাদক নির্মূল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, সকল অপরাধীকে বিচারের আওতায় আনা হবে, তারা যেই হোক না কেন।
মন্ত্রী বলেন, আমাদের দেশে মাদকসেবীর ৫০ শতাংশ হচ্ছে তরুণ। দেশের এই প্রজন্মকে বাঁচাতে হলে মাদকের বিরুদ্ধে কঠোর হওয়া ছাড়া আমাদের কোনো বিকল্প নেই। তাই মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বাস্তবায়ন করাই আমাদের লক্ষ্য।
অনুষ্ঠানে বক্তৃতাকালে মন্ত্রী বলেন, ভারত ও মিয়ানমার সীমান্তবর্তী বাংলাদেশের বিশাল এলাকা রয়েছে এবং এর মধ্যে অনেকগুলো অত্যন্ত দুর্গম এলাকায় যেখানে সীমান্তরক্ষীরা সহজে সেখানে যেতে পারে না।
তাই বিজিবি হেলিকপ্টার থেকে শুরু করে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করছে। সীমান্ত সড়কের কাজও চলছে। যা শিগগিরই শেষ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
কক্সবাজারে গত এক বছরে জব্দ করা ৩৯৫.৭৬ কোটি টাকার মাদকও আনুষ্ঠানিকভাবে ধ্বংস করেন মন্ত্রী। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, সাংবাদিক, বিজিবি কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
১৩০৮ দিন আগে
সুষ্ঠু ও নিরপেক্ষ ইউপি নির্বাচন করতে নিরাপত্তা বাহিনী কাজ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন (ইউনিয়ন পরিষদের নির্বাচন) করার জন্য নিরাপত্তা বাহিনী কাজ করে যাচ্ছে।’
তিনি বলেন, ‘পুলিশ পুলিশের কাজটি করছে। আমাদের বিশাল এলাকা নিয়ে নির্বাচন হচ্ছে। ইউপি নির্বাচন সবসময়ই আপনারা দেখে আসছেন, গোষ্ঠী গোষ্ঠীর নির্বাচন, আধিপত্যের নির্বাচন। এটাতে সবসময়ই একটা ঝগড়াঝাটি হয়েই থাকে।’
বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।
আরও পড়ুন: সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় জড়িত সবাই চিহ্নিত: স্বরাষ্ট্রমন্ত্রী
মন্ত্রী বলেন, 'আমাদের প্রধানমন্ত্রী স্পষ্ট বলে গিয়েছেন, সুষ্ঠু ইলেকশনের জন্য, নিরপেক্ষ নির্বাচনের জন্য আমাদের নিরাপত্তা বাহিনীকে যাতে ব্যবস্থা নিতে বলা হয়, সেটাই করা হয়েছে। সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন করার জন্য তারা কাজ করে যাচ্ছে।'
আরও পড়ুন: সহিংসতায় ইন্ধনদাতাদের নাম শিগগিরই প্রকাশ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
তিনি বলেন, 'আমাদের যেটা হয়েছে, বেশ কয়েকটি জায়গায় হতাহতের ঘটনা আমরা দেখছি। পুলিশ যথাযথভাবেই তাদেরকে আইডেন্টিফাই করেছে এবং যারা দোষী ব্যক্তি, তাদেরকে এরেস্ট করে ফেলেছে।'
'যারা এ চক্রান্তের সাথে জড়িত তাদেরকেও চিহ্নিত করে ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
১৫০৬ দিন আগে
নিজের মুক্তিযোদ্ধা ভাতা অসচ্ছল মুক্তিযোদ্ধাদের দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী
নিজের প্রাপ্ত মুক্তিযোদ্ধা ভাতা অসচ্ছল মুক্তিযোদ্ধাদের মাঝে বিতরণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
১৯৭৫ দিন আগে
স্থানীয়দের বিক্ষোভের মুখে জরুরি হাসপাতালের কাজ বন্ধ করল আকিজ গ্রুপ
স্থানীয়দের বিক্ষোভের কারণে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা জন্য রাজধানীতে জরুরি ভিত্তিতে বিশেষায়িত হাসপাতাল বানানোর সিদ্ধান্ত থেকে সরে এসেছে আকিজ গ্রুপ।
২০৯৯ দিন আগে
মুজিব বর্ষের অনুষ্ঠানে থাকবে বাড়তি নিরাপত্তা: স্বরাষ্ট্রমন্ত্রী
মুজিব বর্ষের অনুষ্ঠানে প্রতিটি স্তরেই বাড়তি নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
২১২৩ দিন আগে
খালেদার প্যারোল আবেদন পাইনি: স্বরাষ্ট্রমন্ত্রী
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার প্যারোলে মুক্তির জন্য সরকার এখনও কোনো আবেদন পায়নি বলে রবিবার জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
২১৪০ দিন আগে
মাদক সাম্রাটদের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে: স্বরাষ্ট্রমন্ত্রী
মাদক সাম্রাটদের গ্রেপ্তার করতে ২০১৮ সালে শুরু হওয়া মাদকবিরোধী অভিযান এখনো অব্যাহত রয়েছে বলে রবিবার জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
২১৭৫ দিন আগে
ঢাবি শিক্ষার্থীর ধর্ষকদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়া হবে বলে সোমবার জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
২১৮১ দিন আগে