প্রতিবেশী দেশ ভারত ও মিয়ানমার থেকে বাংলাদেশে ২৪ ধরনের মাদক পাচার হয় উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, মাদক চোরাচালানের বিষয়ে কর্তৃপক্ষকে আরও কঠোর হতে হবে।
শুক্রবার রামুতে বিজিবি কক্সবাজার আঞ্চলিক মাঠে মাদক নির্মূল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, সকল অপরাধীকে বিচারের আওতায় আনা হবে, তারা যেই হোক না কেন।
মন্ত্রী বলেন, আমাদের দেশে মাদকসেবীর ৫০ শতাংশ হচ্ছে তরুণ। দেশের এই প্রজন্মকে বাঁচাতে হলে মাদকের বিরুদ্ধে কঠোর হওয়া ছাড়া আমাদের কোনো বিকল্প নেই। তাই মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বাস্তবায়ন করাই আমাদের লক্ষ্য।
অনুষ্ঠানে বক্তৃতাকালে মন্ত্রী বলেন, ভারত ও মিয়ানমার সীমান্তবর্তী বাংলাদেশের বিশাল এলাকা রয়েছে এবং এর মধ্যে অনেকগুলো অত্যন্ত দুর্গম এলাকায় যেখানে সীমান্তরক্ষীরা সহজে সেখানে যেতে পারে না।
তাই বিজিবি হেলিকপ্টার থেকে শুরু করে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করছে। সীমান্ত সড়কের কাজও চলছে। যা শিগগিরই শেষ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
কক্সবাজারে গত এক বছরে জব্দ করা ৩৯৫.৭৬ কোটি টাকার মাদকও আনুষ্ঠানিকভাবে ধ্বংস করেন মন্ত্রী। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, সাংবাদিক, বিজিবি কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।