পাওয়ার টিলার
হাতিয়ায় পাওয়ার টিলার খাদে পড়ে নিহত ৩
নোয়াখালীর হাতিয়া উপজেলায় একটি পাওয়ার টিলার খাদে পড়ে চালকসহ তিন জন নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে তমরউদ্দিন-ওছখালী সড়কের উত্তর বেজুগালিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার তমরদ্দিন ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আব্দুল কুদ্দুসের ছেলে মো. রুবেল (২৫), একই ওয়ার্ডের আব্দুল মালেকের ছেলে বেলাল হোসেন (২৬) এবং আব্দুল মান্নানের ছেলে মো. দেলোয়ার হোসেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, হাতিয়া তমরউদ্দিন লঞ্চ ঘাট থেকে মালবোঝাই করে একটি পাওয়ার টিলার চালক ও দুজন সহযোগী নিয়ে ওছখালি বাজারের উদ্দেশে রওনা হয়। বিকেল ৪টার দিকে উত্তর বেজুগালিয়া এলাকায় পাওয়ার টিলার নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে চালক সহ পাওয়ার টিলারে থাকা অপর দুই সহযোগী গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে দ্রুত হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত পাওয়ার টিলারটি জব্দ করা হয়েছে। লাশ তিনটি আইনি প্রক্রিয়া শেষে স্ব স্ব পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পড়ুন: ভারতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ১০ জনের মৃত্যু
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২
২ বছর আগে
প্রচলিত পাওয়ার টিলারকে সৌরচালিত পাওয়ার টিলারে রূপান্তরের আহ্বান
প্রচলিত পাওয়ার টিলারকে সৌরচালিত পাওয়ার টিলারে রূপান্তর করতে প্রযুক্তি উদ্ভাবনের জন্য গবেষকদের প্রতি আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামাল।
তিনি বলেন, ‘সারা দেশে হাজারো পাওয়ার টিলার রয়েছে। যদি আমরা সৌর বিদ্যুৎ চালিত টিলার চালু করতে পারি তাহলে এটি বিপুল তরল জ্বালানি সাশ্রয় করার পাশাপাশি কার্বন নিঃসরণ হ্রাসের মাধ্যমে পরিবেশের ওপর বড় প্রভাব ফেলবে।’
বুধবার ‘ক্লাইমেট স্মার্ট ইরিগেশন টেকনোলজি ইন বাংলাদেশ’ নামে একটি ভার্চুয়াল ওয়ার্কশপে এসব কথা বলেন তিনি। ভার্চুয়াল এই অনুষ্ঠানটি আয়োজন করে অস্ট্রেলিয়ার কার্টিন বিশ্ববিদ্যালয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শুদ্ধ রফিক।
আরও পড়ুন: বিশ্বমানের প্যাকিং হাউজ ও ল্যাব স্থাপনে কাজ চলছে: কৃষিমন্ত্রী
সচিব বলেন, জ্বালানি চালিত পাম্পের তুলনায় পাওয়ার টিলারের সংখ্যা অনেক বেশি। ‘আমরা যদি ডিজেলের পরিবর্তে পাওয়ার টিলারের জন্য সৌর পদ্ধতি ব্যবহার করতে পারি তাহলে এটি কৃষকদের অনেক বেশি সুবিধা দেবে।’
তিনি বলেন, যেখানে একটি পাম্প ব্যবহার করা হয় সেখানে কৃষকরা কৃষি কাজে পাঁচ থেকে ছয়টি টিলার ব্যবহার করেন। ‘আমাদের সোলার পাম্পগুলোকে সোলার টিলারের সঙ্গে একত্রিত করতে হবে।’
মোস্তফা কামাল বলেন, সৌরবিদ্যুৎ চালিত সেচ ব্যবস্থা জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারে, তাতে কোনো সন্দেহ নেই।
তিনি বলেন, ডিজেল চালিত সেচ পাম্পের তুলনায় এটির দাম কম। কিন্তু কৃষকদের এর উপকারিতা সম্পর্কে জানতে হবে। অন্যথায় তারা প্রচলিত ডিজেল চালিত পাম্পের পরিবর্তে এটি গ্রহণ করবে না।
আরও পড়ুন: যে কোনো মূল্যে আমাদেরকে চালের উৎপাদন বাড়াতে হবে: কৃষিমন্ত্রী
তিনি বলেন, নির্গমন কমাতে সরকারের অঙ্গীকার রয়েছে। কিন্তু ক্লিন এনার্জির ক্ষেত্রে আমরা পশ্চিমা দেশগুলোর চেয়ে অনেক পিছিয়ে।
সৌর সেচ প্রক্রিয়া গ্রিনহাউস গ্যাস নির্গমন কমিয়ে দেবে বলেও জানান তিনি।
২ বছর আগে
দিনাজপুর, ঝিনাইদহে সড়কে প্রাণ গেল ৪ জনের
দিনাজপুর ও ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে চারজনের। সেই সাথে আহত হয়েছেন একজন।
৩ বছর আগে