শিশু নিখোঁজ
৪৮ ঘণ্টায় ৩৫ শিশু নিখোঁজের তথ্য গুজব: ডিএমপি
শনিবার (৬ জুলাই) সকাল থেকে ‘৪৮ ঘণ্টায় ৩৫ শিশু নিখোঁজ’ এমন একটি পোস্ট দেখা যেতে থাকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন গ্রুপ ও ব্যক্তিগত আইডিতে।
পোস্টগুলোতে বলা হয়, ‘ব্রেকিং নিউজ, গত ৪৮ ঘণ্টায় ঢাকা ও চট্টগ্রামে ৩৫ শিশু নিখোঁজ হয়েছে।’
ফেসবুকে ব্যাপকভাবে এই তথ্য ছড়িয়ে পড়লে অভিভাবকরাও আতঙ্কিত হয়ে পড়েন।
এই অভিযোগকে 'ভিত্তিহীন গুজব' বলে উড়িয়ে দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ডিএমপি জানায়, তদন্তে দেখা গেছে একের পর এক শিশু নিখোঁজ হওয়ার এই অভিযোগ ভিত্তিহীন। নিখোঁজ হিসেবে যাদের পোস্ট করা হয়েছিল তাদের অনেককে পরে পাওয়া গেছে। আবার পাওয়া গেলেও তা আর জানানো হয় না।
আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, ‘আমরা এ ধরনের কোনো তথ্য পাইনি।’
একই বক্তব্য দেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আলমও।
এ প্রসঙ্গে ডিএমপি অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) খন্দকার মহিদ উদ্দিন বলেন, ‘৪৮ ঘণ্টায় ৩৫ শিশু নিখোঁজ হয়েছে এমন কোনো তথ্য ডিএমপির কাছে নেই।’
তিনি আরও জানান, গত ৪ থেকে ৬ মে পর্যন্ত ৭২ ঘণ্টায় বিভিন্নভাবে শিশু নিখোঁজের ঘটনায় বিভিন্ন থানায় ৩৩টি জিডি করা হয়েছে। জুন মাসে, ৪ থেকে ৬ তারিখ পর্যন্ত ৭২ ঘণ্টায় ৩৬টি জিডি করা হয়েছে। একইভাবে, ৪ থেকে ৬ জুলাই ৭২ ঘণ্টায় ৩২টি জিডি করা হয়।
ডিএমপি অতিরিক্ত কমিশনার আরও বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হওয়া ‘৪৮ ঘণ্টায় ৩৫ শিশু নিখোঁজ হয়েছে’ এমন তথ্য সঠিক নয়।
এছাড়া নিখোঁজ হওয়ার শিশুদের পরবর্তীতে সন্ধান পাওয়া গিয়েছে বলেও জানান তিনি।
৫ মাস আগে
মিঠামইনে স্পিডবোট ডুবে শিশু নিখোঁজ
কিশোরগঞ্জের মিঠামইন থেকে যাত্রী নিয়ে করিমগঞ্জের বাঁলিখলা ঘাটে যাওয়ার পথে ঘোড়াউত্রা নদীতে নৌকার সঙ্গে সংঘর্ষে স্পিডবোট ডুবে এক শিশু নিখোঁজ হয়েছে।
শুক্রবার সন্ধ্যার দিকে মিঠামইনে নির্মাণাধীন সেনানিবাসের সামনে ঘোড়াউত্রা নদীতে এই দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, মিঠামইনের কামালপুর স্পিডবোট ঘাট থেকে ১৪ জন যাত্রী ও চালকসহ একটি স্পিডবোট করিমগঞ্জ উপজেলার বাঁলিখলা ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যায়। স্পিডবোটটি মিঠামইন সেনানিবাস সংলগ্ন ঘোড়াউত্রা নদীতে একটি নৌকার সঙ্গে সংঘর্ষে ডুবে যায়। এ সময়, চালকসহ যাত্রীরা সাঁতরে তীরে আসতে পারলেও মা-বাবার সঙ্গে থাকা ৪ বছর বয়সী মোছা. বুসরা নামে এক শিশু নিখোঁজ হয়।
আরও পড়ুন: কিশোরগঞ্জে নিখোঁজের ৪ দিন পর অটোচালকের লাশ উদ্ধার
বুসরা ভৈরব উপজেলার বসির উদ্দিনের মেয়ে। বসির অষ্টগ্রাম উপজেলায় ভূমি অফিসে কর্মরত।
মিঠামইন ফায়ার সার্ভিস ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান মিঠামইন ফায়ার সার্ভিসের উদ্ধার দল। সেখানে স্পিডবোট ও নৌকা পাওয়া যায়নি। তারা নিখোঁজ শিশুর উদ্ধারে চেষ্টা চালান।
এ বিষয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবুজর গিফারী বলেন, ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিট কিশোরগঞ্জ থেকে নিকলী ফায়ার স্টেশনে অবস্থান করছে। শনিবার ভোরে উদ্ধার অভিযান চালাবে।
আরও পড়ুন: কিশোরগঞ্জে এলজিইডি ভবনে আগুন
কিশোরগঞ্জে নিখোঁজের ৪৩ ঘণ্টা পর যুব ইউনিয়ন নেতার ভাসমান লাশ উদ্ধার
১ বছর আগে
বিএসএফের ধাওয়া খেয়ে নদীতে পড়ে দুই শিশু নিখোঁজ
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবশের সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ধাওয়া খেয়ে নদীতে পড়ে দুই শিশু নিখোঁজ হয়েছে।
শুক্রবার (১ জুলাই) দিবাগত রাতে ফুলবাড়ী সীমান্তে নদী পারাপারের সময় এ ঘটনা ঘটে।
নিখোঁজ পারভীন খাতুন (৮) ও শাকিবুল হাছান ( ৪) পাশ্ববর্তী নাগেশ্বরী উপজেলার নেওয়াশী ইউনিয়নের পশ্চিম শুকাতি গ্রামের রহিম উদ্দিনের সন্তান।
জানা গেছে, ভারত থেকে দেশে ফেরার সময় দালালদের ভুল পথে নিয়ে আসার কারণে বিএসএফের ধাওয়ায় মায়ের হাত থেকে রাতের অন্ধকারে নদীতে ভেসে গেছে এই দুই শিশু। সাঁতার জানায় মা সামিনা খাতুন বেঁচে গেলেও ১৮ ঘন্টাতেও খুঁজে পাননি দুই সন্তানকে। দুই দেশের নোম্যান্স ল্যান্ডের নীলকুমর নদীর তীরবর্তী এলাকাগুলোতে শিশুদের সন্ধান পাওয়ার আশায় হন্যে হয়ে ঘুরছেন স্বজনরা।
নিখোঁজ শিশুর দাদা জিয়া উদ্দিন জানান, প্রায় ১৬ বছর আগে অভাবের তাড়নায় আমার ভাগ্নে রহিম উদ্দিন অন্যদের সঙ্গে কাজের সন্ধানে দিল্লিতে যান। সেখানে কাজ করার পর ২০০৫ সালে ভারতের দিনহাটার নয়ারহাট এলাকার সাজেদুল হকের মেয়ের সঙ্গে তার বিয়ে হয়। সেখানে তারা বসবাস করেন। সময় পেলে মাঝে মধ্যে দেশে আসতেন রহিম উদ্দিন। এর মধ্যে একটি মেয়ে ও একটি ছেলে জন্ম নেয় তাদের ঘরে। টাকাও পাঠাতেন তার বৃদ্ধ মা রহিমার কাছে।
আরও পড়ুন: ধনু নদীতে ট্রলারডুবি: নারীর লাশ উদ্ধার, শিশু নিখোঁজ
তিনি বলেন, নিখোঁজ ওই দুই শিশু ভারতের ভূ-খন্ডে জন্ম নিলেও দাদার বাড়িতে আসেনি কোনদিন। সে জন্য ইদুল আযহা পালন করার জন্য প্রথমবারের মতো ছেলে-মেয়েকে বাড়িতে নিয়ে আসার চেষ্টা করছিল রহিম উদ্দিন। তার মধ্যে এ দুর্ঘটনা ঘটে গেলো কাঁটাতার পার হওয়ার সময়।
নিখোঁজ শিশুদের বাবা রহিম উদ্দিন জানান, সন্তানরা আমার জন্ম ভূমি দেখেনি। তাই ঈদ করার জন্য বাড়িতে প্রথমবার নিয়ে আসার চেষ্টা করেছি। পরিবারের ও ছেলে মেয়েদের নতুন কাপড় কিনে ট্রাংকে রাখা হয়েছে। নিরাপদে দেশে ফেরার জন্য ভারতের দালালদের সঙ্গে ৩০ হাজার টাকা চুক্তি করা হয়। তারা আমাদেরকে সীমান্তে কোন এক বাড়িতে নিয়ে এসে রাখে রাতে। সেখানে আরও ২০-২৫ জন নারী পুরুষ ও শিশুও ছিল।
তিনি আরও জানান, মধ্য রাতে ৯৪৩ নং মেইন পিলারের পাশে ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের র্ধমপুর সীমান্ত দিয়ে পার করার চেষ্টা করেন। তারা কাঁটাতার পার করে নদী পথে নিয়ে আসেন। সে জন্য নদীর তীরে আমাদেরকে রাখেন। এ সময় ভারতের শেউটি -১ ক্যাম্পের বিএসএফের সদস্যরা লাইট জ্বালিয়ে দেখার পর আমাদেরকে ধাওয়া করে। এ সময় দালালরা তড়িঘড়ি করে নদী পার হওয়ার জন্য বলে। আমি জিনিসপত্র নিয়ে নদীর মাঝ পথে যাই। এ সময় আমার স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে নদীতে নামেন। কিন্তু তারা কেউই সাঁতার জানে না। স্রোতের টানে রাতের অন্ধাকারে স্ত্রীর হাত থেকে আমার সন্তানরা নিখোঁজ হয়। পানিতে ডুবে অনেক চেষ্টা করেছি, খোঁজাখুঁজি করেছি। তাদের সন্ধান পাইনি। কষ্ট করে আমার স্ত্রীকে পার করে বাংলাদেশে প্রবেশ করেছি। তারা বেঁচে আছে, না মারা গেছে, তা জানি না।
ফুলবাড়ী সদর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আদম আলী বকুল জানান, নীলকুমর নদীর তীরে অনেক লোকজন নিখোঁজ শিশু দুটিকে খোঁজার জন্য জড়ো হয়েছে। পানিতে ডুবেও খুঁজছে।
এ বিষয় লালমনিহাটের অধীনে কাশিপুর কোম্পানি কমান্ডার কবির হোসেন জানান, ভারত থেকে বাংলাদেশে আসার পথে দুটি শিশু নিখোঁজ হয়েছে বলে আমরা শুনেছি। আমাদের টহল সেখানে পাঠানো হয়েছে। তাছাড়াও এ বিষয় বিএসএফকে অবগত করা হয়েছে।
আরও পড়ুন: ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে শিশু নিখোঁজ
২ বছর আগে
ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে শিশু নিখোঁজ
কুড়িগ্রাম সদরে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে ছয় বছরের এক শিশু নিখোঁজ হয়েছে। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।
নিখোঁজ শিশু জান্নাতি উপজেলার যাত্রাপুর ইউনিয়নের রলা কাটা চর গ্রামের মো. জাহাঙ্গীর আলমের মেয়ে।
আরও পড়ুন: পদ্মায় স্পিডবোট উল্টে শিশু নিখোঁজ
যাত্রাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আইয়ুব আলী সরকার জানান, শিশু জান্নাতি শনিবার দুপুরের দিকে বাড়ির পাশে ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। এরপর পরিবারের লোকজন তাকে কোথাও খুঁজে না পেয়ে কুড়িগ্রাম ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল রাতে সেখানে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।
আরও পড়ুন: ধলাই নদে ২ শিশু নিখোঁজের ঘটনাটি গুজব
কুড়িগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ মেহেদী হাসান বলেন, একটি শিশু ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়ার খবর পেয়ে আমাদের ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে উদ্ধার কাজ চালাচ্ছেন। এখন পর্যন্ত উদ্ধার হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।
২ বছর আগে
গাইবান্ধায় নিখোঁজের তিনদিন পর শিশুর মরদেহ উদ্ধার
গাইবান্ধার সাঘাটায় নিখোঁজের তিনদিন পর সাগর মিয়া নামে সাড়ে তিন বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
৩ বছর আগে
চাঁদপুরে বরযাত্রীসহ ট্রলারডুবি, শিশু নিখোঁজ
চাঁদপুর সদর উপজেলার ডাকাতিয়া নদীতে বরযাত্রীর ট্রলারডুবির ঘটনায় পিংকি নামে আট বছরের এক শিশু নিখোঁজ রয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন।
৩ বছর আগে