আরও পড়ুন: হাতিয়ায় ট্রলার ডুবি: নিখোঁজ ২ জেলের লাশ উদ্ধার
উপজেলার বাগাদী ইউনিয়নের শাহতলী বাজারের পশ্চিম পাশে রবিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে ট্রলার চালক কুদ্দুস বেপারি (৫২), রতিশ (৫২), শুকুমার (৪৫) ও সঞ্জিত দাস (৩৬) বাকিদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আরও পড়ুন: নড়াইলে ট্রলার ডুবিতে পুলিশসহ নিখোঁজ ২
ওই ট্রলারে থাকা যাত্রী শ্রীধাম জানান, সদর উপজেলার পাইকদী গ্রাম থেকে একটি বর যাএীবাহী ট্রলার একই উপজেলার চরমেয়াশা গ্রামের উদ্দেশে ছেড়ে যায়। ট্রলারটি শাহতলী বাজারের পশ্চিম পাশে আসলে পেছন দিক থেকে আসা দ্রুতগতির একটি বালিবাহী বলগেট উপর উঠে গেলে ট্রলারটি নদীতে ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা ১৫ জন যাত্রী আহত হন এবং শিশু ও ট্রলার চালক নিখোঁজ হয়। পরে ট্রলার চালককে আহত অবস্থায় উদ্ধার করা হয়।
আরও পড়ুন: বরিশালে ট্রলার ডুবি, ২ শ্রমিকের মৃতদেহ উদ্ধার
উপপরিচালক আলী আকবর জানান, রাত ১১টার দিকে নিখোঁজ ট্রলার চালক কুদ্দুস বেপারির সন্ধান পাওয়া গেলেও শিশুটির সন্ধান পাওয়া যায়নি। তবে চাঁদপুর নতুন বাজার ফায়ার সাভির্সের উদ্ধার কর্মীরা নিখোঁজ শিশুর সন্ধানে কাজ করছেন বলে জানান তিনি।
আরও পড়ুন: বঙ্গোপসাগরে রোহিঙ্গা বোঝাই ট্রলার ডুবির ঘটনায় মামলা, আটক ৮
বাগাদী ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন বিল্লাল জানান, রাত ১২টার দিকে তিনি এ খবর পান। তবে বর ভালো আছেন।
এ ঘটনাটি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা চলছে। বালিবাহী বলগেটের চালককে আটক করা হয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: মহেশখালী চ্যানেলে ট্রলার ডুবিতে ১ জনের লাশ উদ্ধার, নিখোঁজ ১০