কিশোরগঞ্জের মিঠামইন থেকে যাত্রী নিয়ে করিমগঞ্জের বাঁলিখলা ঘাটে যাওয়ার পথে ঘোড়াউত্রা নদীতে নৌকার সঙ্গে সংঘর্ষে স্পিডবোট ডুবে এক শিশু নিখোঁজ হয়েছে।
শুক্রবার সন্ধ্যার দিকে মিঠামইনে নির্মাণাধীন সেনানিবাসের সামনে ঘোড়াউত্রা নদীতে এই দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, মিঠামইনের কামালপুর স্পিডবোট ঘাট থেকে ১৪ জন যাত্রী ও চালকসহ একটি স্পিডবোট করিমগঞ্জ উপজেলার বাঁলিখলা ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যায়। স্পিডবোটটি মিঠামইন সেনানিবাস সংলগ্ন ঘোড়াউত্রা নদীতে একটি নৌকার সঙ্গে সংঘর্ষে ডুবে যায়। এ সময়, চালকসহ যাত্রীরা সাঁতরে তীরে আসতে পারলেও মা-বাবার সঙ্গে থাকা ৪ বছর বয়সী মোছা. বুসরা নামে এক শিশু নিখোঁজ হয়।
আরও পড়ুন: কিশোরগঞ্জে নিখোঁজের ৪ দিন পর অটোচালকের লাশ উদ্ধার
বুসরা ভৈরব উপজেলার বসির উদ্দিনের মেয়ে। বসির অষ্টগ্রাম উপজেলায় ভূমি অফিসে কর্মরত।
মিঠামইন ফায়ার সার্ভিস ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান মিঠামইন ফায়ার সার্ভিসের উদ্ধার দল। সেখানে স্পিডবোট ও নৌকা পাওয়া যায়নি। তারা নিখোঁজ শিশুর উদ্ধারে চেষ্টা চালান।
এ বিষয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবুজর গিফারী বলেন, ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিট কিশোরগঞ্জ থেকে নিকলী ফায়ার স্টেশনে অবস্থান করছে। শনিবার ভোরে উদ্ধার অভিযান চালাবে।
আরও পড়ুন: কিশোরগঞ্জে এলজিইডি ভবনে আগুন
কিশোরগঞ্জে নিখোঁজের ৪৩ ঘণ্টা পর যুব ইউনিয়ন নেতার ভাসমান লাশ উদ্ধার