ছাত্র ইউনিয়ন
জাবির ছাত্র ইউনিয়নের দুই নেতার বিরুদ্ধে রাষ্ট্রীয় আইনে মামলা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছাত্র ইউনিয়নে সভাপতি ও সম্পাদকের বিরুদ্ধে মামলা করেছে বিশ্ববিদ্যালয়।
বৃহস্পতিবার(২২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনমুতিক্রমে বিকাল পাঁচটায় আশুলিয়া থানায় মামলা করেন বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহীন।
কলা ও মানবিক অনুষদের দেয়ালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি মুছে ধর্ষণ ও স্বৈরাচার বিরোধী গ্রাফিতি আঁকার ঘটনায় ছাত্র ইউনিয়নের সভাপতি অমর্ত্য রায় এবং সাধারণ সম্পাদক ঋদ্ধ অনিন্দ্য গাঙ্গুলির বিরুদ্ধে রাষ্ট্রীয় আইনে মামলা করা হয়েছে।
আরও পড়ুন: জাবির ভর্তি পরীক্ষা শুরু, প্রতি আসনে লড়ছেন ১০৮ জন
এর আগে, গত ২০ ফেব্রুয়ারি এক বিশেষ সিন্ডিকেট সভায় তাদের এক বছরের জন্য বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা বলেন,'বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রীয় আইনে মামলা করা হয়েছে। আজ(বৃহস্পতিবার) বিকাল আমি আশুলিয়া থানায় মামলার কাজ সম্পন্ন করেছি।'
এর আগে, গত ৭ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের দেয়ালে বঙ্গবন্ধুর গ্রাফিতি মুছে ধর্ষণবিরোধী গ্রাফিতি আঁকেন বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের একাংশের (অমর্ত্য রায়-ঋদ্ধ অনিন্দ্য) নেতা-কর্মীরা।
এ ঘটনার প্রতিবাদ জানিয়ে ১৫ ফ্রেব্রুয়ারি দুপুর থেকে জড়িতদের সর্বোচ্চ শাস্তিসহ তিন দফা দাবিতে টানা চারদিন অনশনে বসেন ছাত্রলীগের দুই নেতা। এরপর গত ১৮ ফেব্রুয়ারি রাতে অনশনকারীদের সঙ্গে দেখা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নূরুল আলম। এসময় তিনি জড়িতদের শাস্তির আশ্বাস দিয়ে ডাবের পানি পান করিয়ে তাদের অনশন ভাঙেন।
আরও পড়ুন: বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ধর্ষণবিরোধী দেয়ালচিত্র আঁকায় জাবি ছাত্র ইউনিয়নের ২ নেতা বহিষ্কার
১০ মাস আগে
বোয়ালখালীতে ছাত্র ইউনিয়নের মানববন্ধনে ছাত্রলীগের হামলা, আহত ১০
চট্টগ্রামের বোয়ালখালীতে ছাত্র ইউনিয়নের মানববন্ধনে ছাত্রলীগ হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ছাত্র ইউনিয়নের ১০ জন নেতাকর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার দুপুরে কানুনগোপাড়া স্যার আশুতোষ সরকারি কলেজ গেটে এ ঘটনা ঘটে।
বোয়ালখালী উপজেলা ছাত্র ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক ইয়াছিন আরাফাত জানান, স্যার আশুতোষ সরকারি কলেজের বহুমুখী সংকট নিরসনের দাবিতে মানববন্ধনের আয়োজন করা হলে ছাত্রলীগ নেতা শিমুল সরদারের নেতৃত্বে হামলা চালানো হয়।
সংঘর্ষে আহতরা হলেন-ছাত্র ইউনিয়ন কলেজ শাখার আহ্বায়ক হিমেল চৌধুরী, দক্ষিণ জেলা যুব ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক অনুপম বড়ুয়া,বোয়ালখালী কমিউনিস্ট পার্টির সভাপতি সাইফুদ্দিন সাইফ, দক্ষিণ জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি সাজ্জাদ হোসেন,দক্ষিণ জেলা যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক সেহাব উদ্দিন সাইফু, ছাত্র ইউনিয়ন সদস্য ইয়াছিন, অমিত, রাশেদ। বাকিদের নাম জানা যায়নি।
আরও পড়ুন: মাগুরায় দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫
কলেজ ছাত্র ইউনিয়নের আহ্বায়ক হিমেল চৌধুরী জানান, দীর্ঘদিন ধরে অবহেলিত স্যার আশুতোষ সরকারি কলেজে শিক্ষা সংকট, ভবন সংকটসহ বিভিন্ন সংকট নিরসনের দাবি জানিয়ে কলেজ ছাত্র ইউনিয়ন মানববন্ধন করছিল। এসময় কলেজের শিক্ষার্থীরা অংশ নিতে চাইলে কলেজ ছাত্রলীগের নেতারা তাতে বাধা দেন। একপর্যায়ে চলমান মানববন্ধনে কাঠ ও লোহার পাইপ নিয়ে কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক শিমুল সর্দার, রয়েল দেবনাথ ও মো. কাইয়েুমের নেতৃত্বে অতর্কি তভাবেহামলা চালায়। তারা এলোপাতাড়ি মারধর শুরু করেন, এসময় বেশ কয়েকজনের মোবাইলও ছিনিয়ে নেয়া হয়।
অভিযোগের বিষয়ে ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক শিমুল সর্দার বলেন, কোনে হামলার ঘটনা ঘটেনি। ছাত্র ইউনিয়ন মানববন্ধনের নামে কলেজে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে আসছিল। আমরা তাদের মানববন্ধন থেকে সরিয়ে দিতে চাইলে ধাক্কাধাক্কি হয়েছে।
আরও পড়ুন: রাজধানীতে বিলবোর্ড ভেঙে জবি শিক্ষার্থী আহত
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক বলেন, কলেজের বিভিন্ন সমস্যা নিয়ে ছাত্র ইউনিয়ন মানববন্ধন করতে চাইলে ছাত্রলীগের সঙ্গে কথা কাটাকাটি হয়েছে। তবে হামলার মতো কোনো ঘটনা ঘটেনি। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন আছে।
২ বছর আগে
জাবি ছাত্র ইউনিয়ন সভাপতিকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কার
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সংসদের সভাপতি মিখা পিরেগুকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
৩ বছর আগে