বোয়ালমারী
সৌদি আরবের সঙ্গে মিল রেখে ফরিদপুরের বোয়ালমারীতে ঈদ শনিবার
সৌদি আরবের সঙ্গে মিল রেখে শনিবার ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ১০টি গ্রামের হাজারো মানুষ ঈদুল আজহা উদযাপন করবেন।
শেখর ইউনিয়নের সহসরাইল, মাইটকোমরা, রাখালতলী, গঙ্গানন্দপুর, বড়গাঁ, দুর্গাপুর এবং রূপাপাত ইউনিয়নের কাটাগড় ও কলিমাঝি গ্রামের মুসলমানরা ঈদ উদযাপনের সময় সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ অনুসরণ করেন।
আরও পড়ুন: বঙ্গবন্ধু সেতু মহাসড়কে দীর্ঘ যানজট, ঈদে ঘরমুখো যাত্রীদের দুর্ভোগ
প্রতি বছরের মতো এবারও উপজেলার রাখালতলী, মাইটকোমরা ও সহসরাইলে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।
আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মাহিদুল হক বলেন, মির্জাখিল পীরের অনুসারী হিসেবে আমরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে রমজান, ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপন করি।
তবে দেশের অধিকাংশ মুসলমান রবিবার মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আজহা উদযাপন করবে।
জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
আরও পড়ুন: ঈদ যাত্রা: ভোগান্তি কমিয়েছে ফরিদপুরের এক্সপ্রেসওয়ে
২ বছর আগে
বোয়ালমারীতে প্রতিপক্ষের হামলায় বাড়ি-ঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ফরিদপুরের বোয়ালমারীতে অতর্কিত হামলা চালিয়ে প্রতিপক্ষের অর্ধশতাধিক বাড়ি-ঘর ভাঙচুর এবং কয়েক লাখ টাকার সম্পদ লুটপাটের অভিযোগ উঠেছে।
৩ বছর আগে