সৌদি আরবের সঙ্গে মিল রেখে শনিবার ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ১০টি গ্রামের হাজারো মানুষ ঈদুল আজহা উদযাপন করবেন।
শেখর ইউনিয়নের সহসরাইল, মাইটকোমরা, রাখালতলী, গঙ্গানন্দপুর, বড়গাঁ, দুর্গাপুর এবং রূপাপাত ইউনিয়নের কাটাগড় ও কলিমাঝি গ্রামের মুসলমানরা ঈদ উদযাপনের সময় সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ অনুসরণ করেন।
আরও পড়ুন: বঙ্গবন্ধু সেতু মহাসড়কে দীর্ঘ যানজট, ঈদে ঘরমুখো যাত্রীদের দুর্ভোগ
প্রতি বছরের মতো এবারও উপজেলার রাখালতলী, মাইটকোমরা ও সহসরাইলে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।
আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মাহিদুল হক বলেন, মির্জাখিল পীরের অনুসারী হিসেবে আমরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে রমজান, ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপন করি।
তবে দেশের অধিকাংশ মুসলমান রবিবার মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আজহা উদযাপন করবে।
জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
আরও পড়ুন: ঈদ যাত্রা: ভোগান্তি কমিয়েছে ফরিদপুরের এক্সপ্রেসওয়ে