মারধরের অভিযোগ
সিরাজগঞ্জে স্বামী ও স্ত্রীকে ঘরে আটকে রেখে মারধরের অভিযোগ, আহত ৩
সিরাজগঞ্জের তাড়াশে পরিবারিক শত্রুতার জেরে নুরুল হোসেন ও তার স্ত্রীকে ঘরে আটকে রেখে মারধরের অভিযোগ উঠেছে। এতে আহত হয়েছেন আরও তিনজন।
শুক্রবার ইফতারের আগে ওই পরিবারের উপর হামলার এই ঘটনা ঘটে। আহতদের সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: হবিগঞ্জে সিগারেটের ধোঁয়া ছাড়া নিয়ে সংঘর্ষ: ৭ পুলিশসহ আহত ২৫
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ওই গ্রামের নুরুল হোসেনের সঙ্গে একই গ্রামের নওশের পরিবারিক শত্রুতা চলছিল। এর জেরে শুক্রবার ইফতারের আগ মুহূর্তে নুরুল ও তার স্ত্রীকে ঘরে আটকে রেখে বেধড়ক মারধর করা হয়। এ সময় গ্রামবাসী ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে ওই দিন দিবাগত রাতে নুরুলের ভাই বাদী হয়ে নওশের আলীসহ পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫-৭ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেছেন।
ওসি আরও বলেন, পুলিশ এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং অভিযুক্তদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।
আরও পড়ুন: সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২
৮ মাস আগে
ছাত্রকে মারধরের অভিযোগে ফেনীতে মাদরাসার অধ্যক্ষ আটক
ফেনীতে সাত বছর বয়সী এক ছাত্রকে লোহার শিকল দিয়ে বেঁধে নির্যাতনের অভিযোগে রবিবার মাদরাসার অধ্যক্ষকে আটক করেছে পুলিশ।
আটক ফখরুল ইসলাম দাগনভূঁইয়া উপজেলার পূর্বচন্দ্রপুর ইউনিয়নের দেওয়ালিয়া নুরানিয়া হাফেজিয়া মাদরাসার অধ্যক্ষ।
দাগনভূঁইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইমাম জানান, ভুক্তভোগী জাহিদুল হাসান রাত ৩টার দিকে মাদরাসা থেকে পালিয়ে পুলিশ ভ্যানের সামনে এলে তাকে উদ্ধার করা হয়।
আরও পড়ুন: শিলপাটার আঘাতে স্ত্রীর মৃত্যু, স্বামী আটক
জাহিদুলের বাবা আব্দুলাহ আল মামুন জানান, তার ছেলে জাহিদুল হাসানকে চলতি বছরের শুরুতে মাদরাসায় হেফজ বিভাগে ভর্তি করা হয় এবং মাদরাসার শিক্ষার্থী অভিযোগ করে যে শিক্ষক তাদেরকে মারধর করে।
তিনি বলেন, শনিবার জাহিদ মাদরাসা থেকে পালিয়ে বাড়ি চলে আসে। নির্যাতনের অভিযোগ করে জাহিদ মাদরাসায় আর পড়বে না বলে জানায়। পরে অধ্যক্ষ প্রতিশ্রুতিতে শিশুটিকে বুঝিয়ে পুনরায় মাদরাসায় রেখে আসেন।
আরও পড়ুন: নাটোরে 'কিশোর গ্যাং'য়ের ৫ সদস্য আটক
ভুক্তভোগীর বরাতে পুলিশ জানিয়েছে, ওই দিন রাতে অধ্যক্ষ ক্ষিপ্ত হয়ে শিশুটিকে লোহার শিকল দিয়ে বেঁধে মাদরাসার একটি কক্ষে আটকে রাখেন ও লাঠি দিয়ে পিটিয়ে জখম করে।
২ বছর আগে
ধর্ষণ চেষ্টার মামলা করায় প্রবাসীর স্ত্রীকে ছাত্রলীগ নেতার মারধরের অভিযোগ
ধর্ষণের চেষ্টার মামলা করায় কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ সভাপতি মো. রনি প্রবাসীর স্ত্রীকে মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে।
৩ বছর আগে