মারধরের অভিযোগ
ফেনীতে ব্যাংক কর্মকর্তাকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে
ফেনীতে এফডিআরের টাকা দিতে বিলম্ব হওয়ায় গ্লোবাল ইসলামী ব্যাংকের এক কর্মকর্তাকে মারধর করে নাক ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে জেলা ছাত্রদলের সহসভাপতি রিয়াদ উল করিমের বিরুদ্ধে।
সোমবার (১৭ মার্চ) দুপুরে শহরের একাডেমি রোডের ব্যাংকটির উপশাখায় এ ঘটনা ঘটে। এ নিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। রাতে থানায় এ নিয়ে সমঝোতা হয় বলে ব্যাংক কর্মকর্তা জানিয়েছেন।
ব্যাংক ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল সোমবার দুপুরে এফডিআরের টাকা তুলতে সেখানে যান জেলা ছাত্রদলের সহসভাপতি রিয়াদ উল করিম। এসময় টাকা প্রদানে বিলম্ব হলে ওমর ফারুক নামে ব্যাংকের এক জুনিয়র অফিসারের ওপর ক্ষিপ্ত হন তিনি। এসময় দলীয় প্রভাব দেখিয়ে ওই ব্যাংক কর্মকর্তাকে হুমকি ও অপদস্থ করেছেন তিনি।
ভুক্তভোগী ব্যাংক কর্মকর্তা ওমর ফারুক বলেন, অত্যন্ত বিনয়ীভাবে তাকে শিগগিরই টাকা প্রদানের বিষয়টি বলেছিলাম। এজন্য প্রয়োজনীয় কাগজপত্রে সই নেওয়া হয়েছিল। কিন্তু তিনি হঠাৎ করে আমাকে গালিগালাজ শুরু করেন। এটি ঠিক হচ্ছে না বলাতে তিনি আরও ক্ষিপ্ত হয়ে আমার নাকে মারাত্মক আঘাত করে রক্তাক্ত করেন। এর আগেও তিনি ব্যাংকে এলে দলীয় পরিচয়ে প্রভাব খাটানোর চেষ্টা করতেন।
আরও পড়ুন: ঝগড়া করায় স্ত্রীকে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে
অভিযোগ প্রসঙ্গে ছাত্রদল নেতা রিয়াদের সঙ্গে কথা হলে তিনি বলেন, বেশ কয়েকমাস ধরে ব্যাংকে গিয়েও এফডিআরের টাকা তুলতে পারছিলাম না। ব্যাংক কর্মকর্তারা বারবার সময় চেয়ে নিচ্ছিলেন। গতকাল টাকার জন্য সেখানে গেলে কথা কাটাকাটি হয়েছে, তাকে মারধর করিনি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে শোনা গেছে, ওমর ফারুককে অকথ্য ভাষায় গালিগালাজ করছেন রিয়াদ। ভিডিওতে রিয়াদকে ব্যাংক কর্মকর্তাকে উদ্দেশ্য করে 'ঈদের আগে টাকা দিবি, না হয় হাত ঠ্যাং ভাঙি গুড়া করি হালামু' বলতে শোনা গেছে।
এ ব্যাপারে জানতে চাইলে গ্লোবাল ইসলামী ব্যাংক ফেনী শাখার ব্যবস্থাপক কাউছার আহমেদ চৌধুরী জানান, সাম্প্রতিক সময়ে ব্যাংকে কিছু সমস্যা চলছে। তবে গ্রাহকের টাকা দেওয়ার চেষ্টা চলছে। সোমবার ওই ব্যক্তির সঞ্চয়ী হিসাবে জমাকৃত সব টাকা প্রদান করা হয়। পরবর্তী এফডিআরের ৯ লাখ টাকা প্রদানের জন্য তার কাছে সময় চাওয়া হয়। কিন্তু তিনি অকথ্য ভাষায় গালিগালাজ করে ব্যাংক কর্মকর্তার ওপর হামলা করেছেন।
এ ব্যাপারে জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন বলেন, ব্যক্তিগত বা অনৈতিক কর্মকাণ্ডে কেউ যদি সংগঠনের নাম ব্যবহারের চেষ্টা করে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। জাতীয়তাবাদী রাজনীতিতে এমন কর্মকাণ্ডকে কখনো প্রশ্রয় দেওয়া হবে না।
এ ব্যাপারে ফেনী মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) ইকবাল হোসেন বলেন, ব্যাংক কর্মকর্তার ওপর হামলার বিষয়ে দুপক্ষ বসেছিল। তাদের মধ্যে সমোঝোতা হয়েছে।
৩১ দিন আগে
সিরাজগঞ্জে স্বামী ও স্ত্রীকে ঘরে আটকে রেখে মারধরের অভিযোগ, আহত ৩
সিরাজগঞ্জের তাড়াশে পরিবারিক শত্রুতার জেরে নুরুল হোসেন ও তার স্ত্রীকে ঘরে আটকে রেখে মারধরের অভিযোগ উঠেছে। এতে আহত হয়েছেন আরও তিনজন।
শুক্রবার ইফতারের আগে ওই পরিবারের উপর হামলার এই ঘটনা ঘটে। আহতদের সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: হবিগঞ্জে সিগারেটের ধোঁয়া ছাড়া নিয়ে সংঘর্ষ: ৭ পুলিশসহ আহত ২৫
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ওই গ্রামের নুরুল হোসেনের সঙ্গে একই গ্রামের নওশের পরিবারিক শত্রুতা চলছিল। এর জেরে শুক্রবার ইফতারের আগ মুহূর্তে নুরুল ও তার স্ত্রীকে ঘরে আটকে রেখে বেধড়ক মারধর করা হয়। এ সময় গ্রামবাসী ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে ওই দিন দিবাগত রাতে নুরুলের ভাই বাদী হয়ে নওশের আলীসহ পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫-৭ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেছেন।
ওসি আরও বলেন, পুলিশ এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং অভিযুক্তদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।
আরও পড়ুন: সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২
৩৯১ দিন আগে
ছাত্রকে মারধরের অভিযোগে ফেনীতে মাদরাসার অধ্যক্ষ আটক
ফেনীতে সাত বছর বয়সী এক ছাত্রকে লোহার শিকল দিয়ে বেঁধে নির্যাতনের অভিযোগে রবিবার মাদরাসার অধ্যক্ষকে আটক করেছে পুলিশ।
আটক ফখরুল ইসলাম দাগনভূঁইয়া উপজেলার পূর্বচন্দ্রপুর ইউনিয়নের দেওয়ালিয়া নুরানিয়া হাফেজিয়া মাদরাসার অধ্যক্ষ।
দাগনভূঁইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইমাম জানান, ভুক্তভোগী জাহিদুল হাসান রাত ৩টার দিকে মাদরাসা থেকে পালিয়ে পুলিশ ভ্যানের সামনে এলে তাকে উদ্ধার করা হয়।
আরও পড়ুন: শিলপাটার আঘাতে স্ত্রীর মৃত্যু, স্বামী আটক
জাহিদুলের বাবা আব্দুলাহ আল মামুন জানান, তার ছেলে জাহিদুল হাসানকে চলতি বছরের শুরুতে মাদরাসায় হেফজ বিভাগে ভর্তি করা হয় এবং মাদরাসার শিক্ষার্থী অভিযোগ করে যে শিক্ষক তাদেরকে মারধর করে।
তিনি বলেন, শনিবার জাহিদ মাদরাসা থেকে পালিয়ে বাড়ি চলে আসে। নির্যাতনের অভিযোগ করে জাহিদ মাদরাসায় আর পড়বে না বলে জানায়। পরে অধ্যক্ষ প্রতিশ্রুতিতে শিশুটিকে বুঝিয়ে পুনরায় মাদরাসায় রেখে আসেন।
আরও পড়ুন: নাটোরে 'কিশোর গ্যাং'য়ের ৫ সদস্য আটক
ভুক্তভোগীর বরাতে পুলিশ জানিয়েছে, ওই দিন রাতে অধ্যক্ষ ক্ষিপ্ত হয়ে শিশুটিকে লোহার শিকল দিয়ে বেঁধে মাদরাসার একটি কক্ষে আটকে রাখেন ও লাঠি দিয়ে পিটিয়ে জখম করে।
১০৪০ দিন আগে
ধর্ষণ চেষ্টার মামলা করায় প্রবাসীর স্ত্রীকে ছাত্রলীগ নেতার মারধরের অভিযোগ
ধর্ষণের চেষ্টার মামলা করায় কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ সভাপতি মো. রনি প্রবাসীর স্ত্রীকে মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে।
১৫১৪ দিন আগে