ফেনীতে সাত বছর বয়সী এক ছাত্রকে লোহার শিকল দিয়ে বেঁধে নির্যাতনের অভিযোগে রবিবার মাদরাসার অধ্যক্ষকে আটক করেছে পুলিশ।
আটক ফখরুল ইসলাম দাগনভূঁইয়া উপজেলার পূর্বচন্দ্রপুর ইউনিয়নের দেওয়ালিয়া নুরানিয়া হাফেজিয়া মাদরাসার অধ্যক্ষ।
দাগনভূঁইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইমাম জানান, ভুক্তভোগী জাহিদুল হাসান রাত ৩টার দিকে মাদরাসা থেকে পালিয়ে পুলিশ ভ্যানের সামনে এলে তাকে উদ্ধার করা হয়।
আরও পড়ুন: শিলপাটার আঘাতে স্ত্রীর মৃত্যু, স্বামী আটক
জাহিদুলের বাবা আব্দুলাহ আল মামুন জানান, তার ছেলে জাহিদুল হাসানকে চলতি বছরের শুরুতে মাদরাসায় হেফজ বিভাগে ভর্তি করা হয় এবং মাদরাসার শিক্ষার্থী অভিযোগ করে যে শিক্ষক তাদেরকে মারধর করে।
তিনি বলেন, শনিবার জাহিদ মাদরাসা থেকে পালিয়ে বাড়ি চলে আসে। নির্যাতনের অভিযোগ করে জাহিদ মাদরাসায় আর পড়বে না বলে জানায়। পরে অধ্যক্ষ প্রতিশ্রুতিতে শিশুটিকে বুঝিয়ে পুনরায় মাদরাসায় রেখে আসেন।
আরও পড়ুন: নাটোরে 'কিশোর গ্যাং'য়ের ৫ সদস্য আটক
ভুক্তভোগীর বরাতে পুলিশ জানিয়েছে, ওই দিন রাতে অধ্যক্ষ ক্ষিপ্ত হয়ে শিশুটিকে লোহার শিকল দিয়ে বেঁধে মাদরাসার একটি কক্ষে আটকে রাখেন ও লাঠি দিয়ে পিটিয়ে জখম করে।