ভাসানচরের পথে রোহিঙ্গারা
চট্টগ্রাম থেকে ভাসানচরের পথে ৩৭৯ রোহিঙ্গা
চট্টগ্রাম থেকে ৩৭৯ জনের রোহিঙ্গাদের একটি দল ভাসানচরের উদ্দেশ্যে রওনা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে নগরীর বোট ক্লাব জেটি থেকে নৌবাহিনীর জাহাজ পেঙ্গুইনে করে ভাসানচরের উদ্দেশ্যে রওনা হন।
সপ্তম দফায় ভাসানচরের উদ্দেশে রওনা দেয়া বহরে ১৬৮ পরিবারের ৩৭৯ জন রোহিঙ্গা রয়েছেন বলে অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. সামছু-দৌজা নয়ন এসব তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: সব দেশ স্বীকার করেছে রোহিঙ্গারা যেন দেশে ফেরত যায়: পররাষ্ট্রমন্ত্রী
এর আগে বুধবার কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে দুই গ্রুপে ৩৭৯ জন রোহিঙ্গাকে চট্টগ্রামে নিয়ে আসা হয়।
চট্টগ্রাম নৌবাহিনী সূত্র জানায়, বুধবার উখিয়া থেকে প্রথম গ্রুপে ২৫৭ জন এবং দ্বিতীয় গ্রুপে ১২২ জন রোহিঙ্গাকে চট্টগ্রামের পতেঙ্গাস্থ নৌবাহিনীর ট্রানজিট ক্যাম্পে নিয়ে আসা হয়। সেখানে তাদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও খাবারের আয়োজন করা হয়। বৃহস্পতিবার সকালে নৌবাহিনীর জাহাজ পেঙ্গুইনে করে তাদের ভাসানাচরে নিয়ে যাওয়া হচ্ছে।
আরও পড়ুন: রোহিঙ্গা ক্যাম্পে ৬ খুনের ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০
সূত্র জানায়, স্বেচ্ছায় যেতে ইচ্ছুক ৩৭৯ জন রোহিঙ্গার মালামাল আগেই ভাসানচরে পৌঁছে গেছে।
উন্নত বসবাসের সুযোগ-সুবিধা দিয়ে এর আগে ৬ দফায় প্রায় ১৮ হাজার রোহিঙ্গাকে কক্সবাজার থেকে ভাসানচরে পাঠানো হয়েছে।
৩ বছর আগে
ভাসানচরের পথে আরও ১৭৫৯ রোহিঙ্গা
চট্টগ্রামের পতেঙ্গা ট্রানজিট পয়েন্ট থেকে পঞ্চম দফায় দ্বিতীয় দিনে বৃহস্পতিবার আরও ১ হাজার ৭৫৯ জন রোহিঙ্গা ভাসানচরে যাচ্ছেন।
৩ বছর আগে