ঢাকার দোহারে ধীৎপুরে একই পরিবারের পাঁচজনকে হত্যাচেষ্টার ঘটনায় রাজধানী থেকে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৯ জানুয়ারি) তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মোহাম্মদ রুবেল ও তার সহযোগী রানা মাহমুদকে প্রধান আসামি করা হয়েছে।
র্যাব-১০ এর কোম্পানি কমান্ডার কে এম কাউসার চৌধুরী জানান, শুক্রবার মুন্সীগঞ্জের বালাসুরে র্যাব-১০ ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার কথা স্বীকার করেছেন।
পরিবারের সবাই ঘুমিয়ে থাকলে রুবেল ও তার সহযোগী রানাসহ অন্যরা পূর্ব পরিকল্পিতভাবে বাড়ির বাইরে থেকে পরিবারের সদস্যদের তালাবদ্ধ করে আগুন ধরিয়ে দেয়।
আরও পড়ুন: নন্দীগ্রামে ‘চিরকুট’ লিখে মিটার চুরি, মূলহোতা গ্রেপ্তার
স্থানীয়রা ঘরের দরজা ভেঙে পরিবারের পাঁচ সদস্যকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
মামলা দায়েরের পর থেকে তিনি রাজধানীর বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন।
গত ১৮ জানুয়ারি র্যাব-১০ এর একটি দল রাজধানীর আশুলিয়া এলাকায় যৌথ অভিযান চালিয়ে রুবেলকে গ্রেপ্তার করে। পরে তার তথ্যের ভিত্তিতে মো. রানা মাহমুদকে গ্রেপ্তার করে র্যাব।
আরও পড়ুন: শিক্ষার্থীকে ট্রেনের কেবিনে ধর্ষণের দায়ে অ্যাটেনডেন্ট গ্রেপ্তার