গাজীপুর সদর উপজেলার জয়দেবপুরে পারিবারিক কলহের জের ধরে রবিবার দুপুরে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রী ও তার দদিকে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে।
দগ্ধরা হলেন- হাজী নুরুল ইসলাম মডেল একাডেমির সপ্তম শ্রেণির ছাত্রী সানজিদা আক্তার আয়েশা (১৩) এবং তার দাদি বেবী বেগম (৫৫)।
তাদের দুজনকে আশঙ্কাজনক অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।
আরও পড়ুন: মাদারীপুরে হাত ও পায়ের রগ কেটে ইউপি সদস্যকে হত্যাচেষ্টা
সানজিদার বাবা শফিকুল ইসলাম শফিক সাংবাদিকদের জানান, সানজিদা তার দাদির সঙ্গে স্কুল থেকে বাড়ি ফিরছিলেন। এমন সময় সানজিদার সৎ ভাই ও তার কয়েকজন সহযোগী তাদের রাস্তা অবরোধ করে। এক পর্যায়ে তাদের গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।
তাদের চিৎকার শুনে স্থানীয়রা ছুঁটে এসে তাদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে রোববার রাতে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়।
আরও পড়ুন: চলচ্চিত্র প্রযোজকের বিরুদ্ধে 'হত্যাচেষ্টা ও চাঁদাবাজির' অভিযোগ এনে শাকিব খানের মামলা
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহতাব উদ্দিন জানান, সানজিদার বাবার সঙ্গে পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটে। নিহতের পরিবারের সদস্যরা তাদের চিকিৎসা নিয়ে ব্যস্ত থাকায় এখনো কোনো মামলা হয়নি।
তবে পুলিশ বিষয়টি তদন্ত করে অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে।
আরও পড়ুন: সিরাজগঞ্জে স্ত্রীকে হত্যাচেষ্টা, এরপর স্বামীর ‘আত্মহত্যা’