মূর্তি উদ্ধার
রাণীনগরে ১৪ কেজি ওজনের লক্ষ্মী-নারায়ণ মূর্তি উদ্ধার
নওগাঁর রাণীনগরে মাটির ভেতর থেকে ১৪ কেজি ৭০০ গ্রাম ওজনের কষ্টিপাথরের লক্ষ্মী-নারায়ণ মূর্তি উদ্ধার করা হয়েছে।
রবিবার সকালে উপজেলার কালিগ্রাম ইউনিয়নের রাতোয়াল বাজার থেকে মূর্তিটি উদ্ধার করে রাণীনগর থানা পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত কয়েকদিন আগে উপজেলার রাতোয়াল গ্রামে শুকবর নামে এক ব্যক্তির পুকুর থেকে মাটি খনন করে রাতোয়াল বাজারে একটি জায়গা ভরাট করে। রবিবার সকালে ভরাট করা ওই জায়গার মাটি সমতল করার সময় মূর্তিটি দেখতে পায় শ্রমিকরা। এ সময় বিষয়টি স্থানীয়রা জানতে পেরে থানা পুলিশকে জানায়। খবর পেয়ে সকাল ৮টায় রাণীনগর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মূর্তিটি উদ্ধার করে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু ওবায়েদ বলেন, মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। যার মূল্য আনুমানিক কোটি টাকা হবে। আইনি প্রক্রিয়া শেষে মূর্তিটি সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে।
৭ মাস আগে
ধামইরহাটে ৩৫ কোটি টাকা মূল্যে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
নওগাঁর ধামইরহাটে পুকুর খননের সময় প্রায় ৩৫ কোটি টাকা মূল্যের একটি কষ্টিপাথরের নারায়ণ মূর্তি উদ্ধার করেছে পুলিশ।
ধামইরহাট উপজেলার উমার ইউনিয়নের কুলফৎপুর গ্রাম থেকে মঙ্গলবার (৩১ জানুয়ারি) দিবাগত রাতে ভেকু মেশিন দিয়ে পুকুর খননকালে মূর্তিটি উদ্ধার করা হয়।
এছাড়া প্রাচীন মূর্তিটি আদালতের মাধ্যমে প্রত্নতত্ত্ব বিভাগে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
আরও পড়ুন: নওগাঁয় কষ্টিপাথরের ২টি শ্রীকৃষ্ণ মূর্তি উদ্ধার
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক কাজী বলেন, চাঁনকুড়ি গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে উমার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহেদুল ইসলাম হেলাল কুলফৎপুর গ্রামের মাঠে নিজ পুকুর সংস্কার করেন।
এ সময় মঙ্গলবার রাতে কষ্টিপাথরের মূর্তিটি দেখতে পান। তাৎক্ষণিক তিনি পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ মূর্তিটি উদ্ধার করে থানা হেফাজতে নেয়।
তিনি আরও বলেন, ৪৫ কেজি ৭০০ গ্রাম ওজনের মূর্তিটির দৈর্ঘ্য ৩৭ ইঞ্চি এবং প্রস্থ ১৫ ইঞ্চি। যার আনুমানিক মূল্য ৩৫ কোটি টাকা।
ধারণা করা হচ্ছে, অতি প্রাচীন এ মূর্তিটি হিন্দু সম্প্রদায়ের দেবতা ছিল। এ ব্যাপারে পুলিশের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
আরও পড়ুন: পঞ্চগড় সীমান্ত থেকে কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার
দুই লাখ টাকা মূল্যের কষ্টিপাথর জব্দ, আটক ১
১ বছর আগে
চাঁপাইনবাবগঞ্জে ২টি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ড্রেনের জন্য মাটি খননের সময় দুটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে। সোমবার উপজেলার দলদলী ইউনিয়নের পুরাতন বারইপাড়া থেকে এ মূর্তি দুটি উদ্ধার করা হয়।
দলদলী ইউনিয়ন পরিষদে (ইউপি) চেয়ারম্যান মোজাম্মেল হক বলেন, সকাল ১১টার দিকে বারইপাড়া গ্রামে মো. শুকুরের জমিতে ড্রেনের জন্য মাটি খননের সময় মূর্তি দুটি দেখতে পায় শ্রমিকরা। খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য মো. বাবু ঘটনাস্থলে গিয়ে তা দেখে আমাকে জানায়। মূর্তি পাওয়ার খবর পেয়ে তাৎক্ষণিক গ্রাম পুলিশ দিয়ে উদ্ধার করতে বলা হয়।
তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে মূর্তি দুটি উদ্ধার করে। এ সময় ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুম উপস্থিত ছিলেন। তিনি মূর্তি দুটি উপজেলা পরিষদ চত্বরে নিয়ে যান। বড়টির ওজন প্রায় ৮২ কেজি এবং ছোটটির ওজন ৬৭ কেজি ৫’শ ২০ গ্রাম। দাম প্রায় ২ কোটি টাকা বলে বিজিবি জানায়।
উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাবাসসুম জানান, মূর্তি দুটিচাঁপাইনবাবগঞ্জ ট্রেজারিতে পাঠিয়ে দেয়া হবে। পরে সেখান থেকে প্রত্মতত্ত্ব বিভাগের কাছে হস্তান্তর করা হবে বলেও তিনি জানান।
আরও পড়ুন: ১০ কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার, আটক ৩
মহাদেবপুরে ৩৫ কোটি টাকা মুল্যের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, গ্রেপ্তার ৩
১ বছর আগে
নওগাঁয় কষ্টিপাথরের ২টি শ্রীকৃষ্ণ মূর্তি উদ্ধার
নওগাঁর মান্দায় ১৬৬ কেজি ওজনের কষ্টিপাথরের দুটি শ্রীকৃষ্ণ মূর্তি উদ্ধার করা হয়েছে। উপজেলার কৃত্তলি গ্রামের ইব্রাহিম মিয়া ও কাদেরের বাড়ির ভেতরে থেকে বুধবার রাতে মূর্তি দুটি উদ্ধার করে নওগাঁর ১৬ বিজিবি ব্যাটালিয়ন।
তবে এই ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।
পলাতকরা হলেন- একই গ্রামের তাহের উদ্দিনের ছেলে ইব্রাহিম মিয়া ও মৃত আহাম্মদ আলীর ছেলে কাদের।
আরও পড়ুন: প্রত্নতত্ত্ব অধিদপ্তরে কষ্টিপাথরের ১১ মূর্তি দিল বিজিবি
বৃহস্পতিবার দুপুরে নওগাঁর ১৬ বিজিবি ব্যাটালিয়ন এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আসাদুজ্জামান নেতৃত্বে মান্দার সহকারী কমিশনার (ভূমি) আবু বক্কর সিদ্দিক ও মান্দা থানার উপপরিদর্শক (এসআই) ফজলে এলাহীর সমন্বয়ে টাস্কফোর্স দল ইব্রাহিম মিয়া ও কাদেরের বাড়িতে পৃথক অভিযান চালানো হয়। এই সময় ইব্রাহিম মিয়ার ঘরের রান্না ঘর থেকে ১১০ কেজি এবং কাদেরের ঘর থেকে ৫৬ কেজি ওজনের দু’টি কষ্টিপাথরের শ্রীকৃষ্ণ মূর্তি উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য এক কোটি ৬৬ লাখ টাকা।
উদ্ধারকৃত কষ্টিপাথরের শ্রীকৃষ্ণ মূর্তি দু’টি দেশের বাইরে পাচারের উদ্দেশ্যে রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে বলে বিজ্ঞেপ্তিতে উল্লেখ করা হয়।
আরও পড়ুন: নীলফামারীতে কোটি টাকা মূল্যের কষ্টিপাথর উদ্ধার
এ ছাড়া অভিযান পরিচালনার সময় বিজির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা মূর্তিগুলো ফেলে পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় মান্দা থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করেছে বিজিবি।
২ বছর আগে
ঠাকুরগাঁওয়ে প্রায় ৫৩ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার
ঠাকুরগাঁও সদর উপজেলার নিশ্চিন্তপুর থেকে ৫২ কেজি ৮৭০ গ্রাম ওজনের একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে বিজিবি। সোমবার রাতে মূর্তিটি উদ্ধার করা হয়।
বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিজস্ব গোয়েন্দা ও সিভিল সোর্সের তথ্যের ভিত্তিতে বিজিবর ঠাকুরগাঁও ৫০ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী এর নেতৃত্বে বিজিবি’র একটি বিশেষ টহল দল ঠাকুরগাঁও নিশ্চিন্তপুর থেকে মূর্তিটি উদ্ধার করেছে। যার সিজার মূল্য আনুমানিক ৫২ লাখ ৮৭ হাজার টাকা।
৫০ বিজিবর অধিনায়ক লে. কর্নেল এস এম মোস্তাফিজুর রহমান জানান, বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মূর্তি ফেলে পালিয়ে গেছে। তাই কাউকে আটক বা শনাক্ত করা সম্ভব হয়নি।
আরও পড়ুন: নওগাঁয় কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, গ্রেপ্তার ২
২ বছর আগে
নওগাঁয় কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, গ্রেপ্তার ২
নওগাঁ শহরের কোমাইগাড়ী এলাকা থেকে ১০০ কেজি ওজনের একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে। এসময় পাচারকারি চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা ডিবি পুলিশ ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই।
মঙ্গলবার দিবাগত রাতে সদর উপজেলার কোমাইগাড়ি এলাকার অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আব্দুস সালামের বাড়ির ছাদ থেকে মূর্তিটি উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য এক কোটি টাকা।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, কোমাইগাড়ি এলাকার অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আব্দুস সালামের ছেলে মমিনুল ইসলাম মিলন (৩৮) ও মিরাজুল ইসলাম (২৮)।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে ৩টি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার
নওগাঁ ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম সামসুদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ ও এনএসআইয়ের যৌথ অভিযানে কোমাইগাড়ি এলাকার অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের আব্দুস সালামের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তার বাড়ির ছাদ থেকে ১০০ কেজি ওজনের একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করা হয়। আটক করা হয় পাচারকারি চক্রের ওই দুই সদস্যকে।
বুধবার সকালে তাদের বিরুদ্ধে নওগাঁ সদর মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
আরও পড়ুন: কুমিল্লায় কোটি টাকার কষ্টি পাথরের মূর্তি উদ্ধার
২ বছর আগে
ঠাকুরগাঁওয়ে ৩টি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার
ঠাকুরগাঁও সীমান্ত থেকে মালিকবিহীন তিনটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় ৬৬ লাখ টাকা বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা থেকে রবিবার আনুমানিক রাত সোয়া ১১টার দিকে মূর্তিগুলো উদ্ধার করা হয়।
আরও পড়ুন: নওগাঁয় পুকুর থেকে ফের কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার
ঠাকুরগাঁও ৫০ বিজিবি’র সহকারী পরিচালক মো. রাজ মামুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা থেকে মালিকবিহীন প্রায় ৩৬ কেজি ওজনের একটি কষ্টি পাথরের মূর্তি ও ১২০ গ্রাম কাশাপাত্র উদ্ধার করেছে বিজিবি টহল দল। এছাড়া বিজিবি’র অন্য একটি টহল দল সদর উপজেলার আখানগর থেকে মালিকবিহীন প্রায় ৩১ কেজি ওজনের দুইটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করে।
আরও পড়ুন: মাটির ঢিবিতে ফের মিলল কষ্টি পাথরের যুগল মূর্তি
বিজিবি জানায়, সম্ভবত টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মূর্তি ফেলে পালিয়ে গেছে। কাউকে আটক বা শনাক্ত করা সম্ভব হয়নি।
২ বছর আগে
ঠাকুরগাঁওয়ে কালো পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় একটি কালো পাথরের বিষ্ণুর প্রতিকৃতি অংকিত টেরাকোটা নকশাকৃত মূল্যবান একটি মূর্তি উদ্ধার করা হয়েছে।
বনগাঁও গ্রামের আব্দুল মজিদের ছেলে দুখু মিয়ার বাড়ি থেকে শনিবার মূর্তিটি উদ্ধার করা হয়।
মূর্তিটির দৈর্ঘ্য ৬ইঞ্চি ও প্রস্থ ৬ইঞ্চি, ওজন ৭৬০ গ্রাম।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে পুকুর থেকে বিষ্ণু মূর্তি উদ্ধার
সংশ্লিষ্টরা জানান, শ্রমিক দুঃখু মিয়া শুক্রবার উপজেলার বাচোর সুন্দরপুর চাপড়া দিঘিতে মাটি খনন কালে এই মূর্তিটি পায় এবং সবার অগোচরে বাড়িতে নিয়ে আসে। পরে দুঃখু মিয়া মূর্তিটি সরকারের কাছে জমা দিবে বলে স্থানীয় ছাত্রলীগ নেতা লিপুকে জানায়।
আরও পড়ুন: জঙ্গলের ভেতর থেকে ২০ লাখ টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার
পরদিন শনিবার লিপু ইউএনওকে খবর দিলে ইউএনও সাথে সাথে ওই বাড়িতে গিয়ে মূর্তিটি উদ্ধার করে নিয়ে আসেন।
রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল সুলতান জুলকার নাইন কবির জানান, উদ্ধারকৃত মূর্তিটি জেলা প্রশাসকের ট্রেজারি কোষাগারে পাঠানো হবে।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে নদী খননকালে কষ্টি পাথর উদ্ধার
৩ বছর আগে
নওগাঁয় পুকুর থেকে ফের কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার
নওগাঁর রাণীনগরে ফের সরকারি খাস পুকুর থেকে কষ্টি পাথরের ১৪ কেজি ওজনের একটি বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে উপজেলার করজগ্রাম কাউয়াঠেঙ্গা টংকুড়ি এলাকা থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।
আরও পড়ুন: জঙ্গলের ভেতর থেকে ২০ লাখ টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন আকন্দ বলেন, রাণীনগর উপজেলা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের আওতায় বেশ কিছুদিন ধরে উপজেলার কালীগ্রাম ইউনিয়নের করজগ্রাম কাউয়াঠেঙ্গা টংকুড়ি সরকারি খাস পুকুরের সংস্কারের খনন কাজ চলছিল। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে স্কেবেটার (ভেকু) মেশিন দিয়ে সেখানকার কাজের লোকজন পুকুর সংস্কারের খনন কাজ করছিলেন। এ সময় ভেকু মেশিন দিয়ে পুকুরটি খননের সময় মূর্তি পাওয়া যায়। এদিন সকালে স্থানীয় লোকজন মূর্তিটি দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেন।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে নদী খননকালে কষ্টি পাথর উদ্ধার
ওসি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেখান থেকে একটি মূল্যবান কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করেন। মূর্তিটির ওজন ১৪ কেজি।
এর আগে গত ১৬ মার্চ সরকারি ওই খাস পুকুর থেকে ৩৮ কেজি ওজনের মূল্যবান কষ্টি পাথরের আরও একটি বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়েছিল।
৩ বছর আগে
মাটির ঢিবিতে ফের মিলল কষ্টি পাথরের যুগল মূর্তি
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার মহেশপুর জেএমকে ইটভাটায় জমাকৃত মাটির ঢিবি থেকে ফের কষ্টি পাথরের যুগল মূর্তি পাওয়া গেছে।
৩ বছর আগে